রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

কাউখালী থেকে ঢাকামুখী লঞ্চ আটক করেছে  পুলিশ

৬ বিদেশী পর্যটক সহ যাত্রীদের দুর্ভোগ


কাউখালী সংবাদদাতা
গতকাল রবিবার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি শুভরাজ লঞ্চ কাউখালী ঘাটে আসলে এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশ লঞ্চটি ঘাটে আটকে রেখে সকল যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেয়। এসময় সাধারন যাত্রী সহ লঞ্চে থাকা ৪জন ইংল্যান্ড ও ২কানাডার পর্যটক এর মধ্যে ৩জন মহিলা এ সময় চরম দূের্ভাগে পড়ে ।তারা টুরিষ্ট ভিসায় নিঝুমটুরিজমএর মাধ্যমে সুন্দর বন ঘুরে লঞ্চ যোগে ঢাকায় ফেরার পথে কাউখালীতে আটকা পরে। পরে  পুলিশ  আতংকিত বিদেশী পর্যটকদের কাউখালী ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করে দেয়।  নাশকতার আশংকা দেখিয়ে পিরোজপুরের কাউখালী থেকে গতকাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে নৌপথে কোন লঞ্চ ও সড়ক পথে পরিবহন গাড়ি গতকালও ছাড়তে দেয়া হয়নি । পুলিশী হস্তক্ষেপে এসব ঢাকামুখি কোন পরিবহন চলাচল  বন্ধ থাকে। ফলে ঢাকাগামী যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। এছাড়া গত ২ দিন ধরে উপজেলার সাথে জেলা ও বিভাগের সাথে যোগাযোগের পরিবহনও বন্ধ থাকে ।
এদিকে জেলার কোন স্থান থেকে লঞ্চ ও পরিবহন বাস না ছাড়ায় উপকুলের ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন