মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

ছাত্রদল নেতা অনুর হত্যাকারীরা তিন’বছরেও  গ্রেফতার হয়নি


সন্ত্রাসীদের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরন করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুকে হত্যার তি’বছরে ও আসামী গ্রেফতারএবং বিচার হয়নি । ছাত্রদল নেতা তারিফুর রহমান অনু হত্যা মামলায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাদের পরিবার ও স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
জানাগেছে, কাউখালী থানা ছাত্রদলের গত  ২০১১ সালের১ জানুয়ারী  ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে পিরোজপুরে যায়। কাউখালীতে ফেরার পথে বিকেল ৩টার দিকে পিরোজপুর বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট প্রান্ত থেকে আওয়ামী নামধারী সন্ত্রাসী ট্যারা সেলিমসহ তার ৭-৮ জনের সন্ত্রাসী বাহিনী তাকে অনুকে অপহরন করে একটি ট্রলারে উঠিয়ে ঘাট এলাকা থেকে আধা কিলোমিটার দুরে একটি ইটের ভাটায় নিয়ে নির্যাতন চালায়। নির্যাতন কালে হাতুরী দিয়ে তারিফুর রহমান অনুর মাথায় আঘাত, দু’ই হাটু ভেঙ্গে ফেলাসহ পায়ের গোড়ালীতে লোহার পেরেক ঢুকানো হয়। এছাড়া অনুর পায়ের গোড়ালী ভেঙ্গে দেয়ে হয়। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ অনুকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে সেখানে তারিফুর রহমান অনু মারা যান। এ ব্যপারে তারিফুর রহমান অনুর ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউখালী থানা শাখার সভাপতি আরিফুর রহমান রুবেল বাদী হয়ে সেলিম শরীফ সহ ৫ জন ও অজ্ঞাতনামাদের আসামী করে কাউখালী থানায় একটি মামলা দায়ের করে।মামলার বাদী আরিফুর রহমান রুবেল জানান, ভাই হারানোর পর আমরা এখন আমাদের পরিবার নিয়ে অজানাশংকায়। আসামীরা প্রকাশ্যে ঘুরছে, পুলিশ তাদেরকে ধরছে না। আমাকে এবং স্বাক্ষীদের না জানিয়ে গত বছর একটি দায় সারা চার্জসিট দিয়েছে। আমরা এ চার্জসীটের বিরুদ্ধে কোর্টে না রাজি দিয়ে পুনঃরায় সঠিক তদন্তের মাধ্যমে চার্জসীটের আবেদন  করেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন