লক্ষ কণ্ঠে জাতীয় সংগীতে সুর মেলালো কাউখালীর সর্বস্তরের জনগন
গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণ
গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণসুর মেলালো কাউখালীর সর্বস্তরের জনগন।
একই সাথে ঢাকা সহ সারা বাংলাদেশে লক্ষ কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচির সাথে একাত্ম হল কাউখালীর সর্বস্তরের জনগন। ১৬ ডিসেম্বর কাউখালী মুজিব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪টা ৩১ মিনিটে সমস্বরে গেয়ে উঠলো “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী সহ প্রায় ৫শতাধিক লোক জাতীয় সংগীতে অংশ নেয়। সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অংশ নেয় কাউখালী উদীচী, উত্তরায়ণ খেলাঘর আসর ও সূর্যোদয় খেলাঘর আসর। জাতীয় সংগীত পরিবেশনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কাউখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুব্রত রায়, উদীচীর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ফারুক, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর ও উত্তরায়ণ খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক তানভির লিমন প্রমূখ।
গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন