বিজয়ের ফেরিওয়ালা খসরু তরুন প্রজন্মের জানাচ্ছেন মুক্তিযুদ্ধের ইতিহাস
কাউখালীসংবাদদাতা
মহান স্বাধীনতা সংগ্রামের ৪২ বছর। দেশ মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গের সংগ্রাম বাঙ্গালীর গৌরবে লালিত। মুক্তকামী বীর বাঙ্গালীর জীবন দানে বাংলা আজ স্বাধীন। মুক্তিকামী বীর সবুজ দেশ আর লাল সূর্যের পতাকায় বাংলাদেশ আজ বিশ্বের মাঝে মাথাতুলে দাড়িয়ে। বাঙ্গালীর এ বীরত্বগাথা বিশ্ব স্বীকৃতির ইতিহাস। মহান বিজয় দিবসের মর্যাদা স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন ষাটোর্দ্ধ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আঃ লতিফ খসরু। মহান বিজয়ের মাসে তিনি স্বপ্রনোদিত হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র পৌঁছে দিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুব্ধ করতে তুলে ধরছেন তিনি।
বিজয়ের এ মাস জুড়ে চলবে তার এ ইতিহাস ফেরি করার কাজ। তাই এলাকায় ইতিহাসের ফেরিওয়ালা হিসেবেই আঃ লতিফ খসরুর পরিচিতি। তিনি দীর্ঘদিন ধরে সংগ্রহ করেছেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পুস্তিকা। কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের করে চলেছেন তার এ ইতিহাস ফেরি করার কাজ। তার এ পান্ডুলিপিতে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় এ উপকূলীয় অঞ্চলের ও মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের চিত্র।
এছাড়া কাউখালীর জনপদের দু’জন শহীদ বুদ্ধিজীবির স্বচিত্র প্রতিবেদন ও কাউখালী উপজেলার মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আঃ হাই পনার স্বচিত্র প্রতিবেদন সংযোজন করেছেন এই পান্ডুলিপিতে।
কাউখালী আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী আরিফা বলেন মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। খসরু কাকু আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে ইতিহাসের তথ্য দিচ্ছেন।
কাউখালী উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সাইদ বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে আঃ লতিফ খসরু যে কাজ করছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন বলেন, মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত পাকহানাদার বাহিনীর সাথে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে পান্ডুলিপি তৈরি করে নুতন প্রজন্ম ও শিক্ষার্থীদের জানাতে আঃ লতিফ খসরু স্বপ্রনোদিত হয়ে যে উদ্যোগ নিয়েছেন এমন মহতী কাজ করার মানুষ আমাদের সমাজে খুব একটা দেখা যায় না।
কাউখালী সংস্কৃতিজন ও শিক্ষক সুব্রত কুমার রায় বলেন, বিজয় মাস আমাদের মাথা উঁচু করতে শেখায়। তাই এ বিজয় মাসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে খসরুর উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই।
আঃ লতিফ খসরু বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের নুতন প্রজন্মের কাছে তুলে ধরতে আমার এ উদ্যোগ। আমার সংগৃহীত পান্ডুলিপি থেকে ছাত্র-ছাত্রীরা কিছুটা ইতিহাস জানতে পারবে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন