রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর

কাউখালীতে ওয়ার্ড  বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর
কাউখালী  প্রতিনিধি
অবোরধের দ্বিতীয় দিনে ঝালকাঠির শেখেরহাট থেকে এসে আওয়ামীলীগের ক্যাডার স্বাপনের নেতৃত্বে ৪০/৫০জন দেশীয় অস্ত্র নিয়ে কাউখালীর পাশ্ববর্তী ঝালকাঠীরগুয়াটন ও কাউখালীর  উপজেলা বৌলাকান্দা গ্রামের ওয়ার্ড বিএনপির অফিস ও দোকান-পাট ভাংচুর করে। প্রথমে ঝালকাঠির গুয়াটন বাজারে ব্যানার-পোষ্টার ছিরে ফেলে স্থানীায় বিএনপি সমর্থীত নেতা-কর্মীদের দোকান-পাটে হামলা চালিয়ে ভাংচুর চালায়। পরে গুয়াটন খালের ওপর কাউখালীর বৌলাকান্দা গ্রামে এসে বিএনপির অফিস, দোকান-পাট ভাংচুর করে খালেদা জিয়া, তারেক রহমানের ব্যানার-পোষ্টারে আগুন দিয়ে দেয়। এসময় অফিসে থাকা স্থানীয় বিএনপি নেতা মিজান,ফিরোজ সহ ৬জনকে পিটিয়ে গুরুতরো আহত করে। পরে বিএনপি নেতা মাহতাবকে না পেয়ে তার বাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় পরে স্থানীয় বিএনপি বিক্ষোভ করেছে।
কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর বলেন, ঝালকাঠীর শেখেরহাটের স্বপনের নেতৃত্বে শেখেরহাট ইউনিয়ন বিএনপি অফিস এবং পাশ্ববর্তী গুয়াটন বিএনপি অফিস ভাংচুর করার পর কাউখালীর বৗলাকান্দা গ্রামে এসে বিএনপির অফিস, দোকান-পাট ভাংচুর করে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার বিচার দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন