বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

পিরোজপুরের কাউখালীর প্রাথমিক শিক্ষকেরা ৪ মাস বেতন পাচ্ছেন না


পিরোজপুরের কাউখালী উপজেলার ৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমানে সরকারী) ৩৬ জন শিক্ষক চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না।চাকরি জাতীয়করণের এক বছর পরও  এ পর্যন্ত সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে বেতনভাতা তারা পেতেন তা-ও বন্ধ রয়েছে । সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্তএ চার মাসের বেতনভাতাদি না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সšন্তান-সন্ততি নিয়ে অর্ধাহারে-অনাহারে কাটছে তাদের দিন।
২০১২ সালের ডিসেম্বর মাসে চাকরি জাতীয়করণের ঘোষণা দেয়ার পর পেরিয়ে গেছে প্রায় এক বছর। গত বছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমান সরকারি) শিক-শিক্ষিকারা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে সারা দেশে আনন্দ মিছিল করলেও কবে নাগাদ সরকারপ্রদত্ত বেতনভাতা পাবেন নিশ্চিত করে কেউ এখনো বলতে পারছেন না। বর্তমান সরকার সারা দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার ঘোষণার পর থেকে শিক্ষকেরা নিয়মিত বেতনভাতা পাচ্ছেন না বলেন তারা জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানান, মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন দেয়া যাচ্ছে না।কাউখালীর সাপলেজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর লাবলু মোল্লা জানান, সেপ্টেম্বর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। চার মাস ধরে বেতনভাতা না পেয়ে শিক্ষকেরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অনেক শিক্ষক জানান, আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা এবং বাজারে দোকানদারের কাছ থেকে বাকিতে খরচ করে চলতে হচ্ছে। কিন্তু সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় দোকানিরা আর বাকি দিতে চান না। এ দিকে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন