কাউখালীতে মাদরাসা শিক্ষকের ১ বছরের কারাদন্ড |হাইকোর্টে জামিন
কাউখালী (পিরোজপুর), :কাউখালীতে এক মাদ্রাসা শিক্ষকের প্রতারনা মামলায় ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
জানা যায়, কাউখালীর আসপদ্দি গ্রামের মৃত নুরুল ইসলাম তালুকদারের ছেলে রফিকুল ইসলাম (৪০) ২০০৮ সালে জায়গা বিক্রির কথা বলে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রার শিক্ষক মাহাবুবুল আলম (৪৭) ২ কিস্তিতে দেড় লক্ষ টাকা নিয়া নেয় এবং ৫০ হাজার টাকা বাকী থাকে। শর্ত থাকে যে, বাকী ৫০ হাজার টাকা নিয়া জায়গা রেজিষ্ট্রি করে দিবে। পরে রফিকুল ইসলাম জানতে পারে যে, ওই জায়গা তার স্ত্রীর নামে আছে। পরে রফিক শিক্ষক মাহাবুবকে টাকা ফেরত দেওয়ার চাপ দিলে মাহাবুব টালবাহানা করতে থাকে। এক পর্যায় মাস্টার মাহাবুব কাউখালী রুপালী ব্যাংক শাখায় হিসাব নং-৮১২৪, (চেক নং-০২১৩১৮৪) দেড় লক্ষ টাকা লিখে দেয়। কিন্তু ব্যাংক এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার দেয়।
এ ঘটনায় পিরোজপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে আদালত শিক্ষক মাহাবুবকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও মামলায় উল্লেখিত টাকায় দিগুণ ৩ লক্ষ টাকায় দন্ডিত করা হয়। এ ব্যাপারে শিক্ষক মাহাবুব বলেন, এ ঘটনা মিথ্যা, আমি ৪০ হাজার টাকা নিয়াছি। বর্তমানে হাইকোর্টের জামিনে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন