রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার আসামী গ্রেফতার

কাউখালী সংবাদদাতা
কাউখালীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার এজাহার ভূক্ত  আসা
উল্লেখ্য কাউখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক (৪৫) কে গত ২০ আগস্ট বিকালেবেকুটিয়া গ্রামের বেকুটিয়া নতুনবাজার-বিজয়নগর-কাউখালী সড়কের শেখবাড়ি মসজিদের কাছে গ্রামের সড়কের ওপর সংঘব্ধ একদল সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত যুবলীগ নেতা এনামুল উপজেলার বেকুটিয়া গ্রামের হামিদ হাওলাদারের মেঝ ছেলে। ব এ হত্যাকা-ের পর নিহত যুবলীগ নেতা এনামুল হকের ছোটভাই এমাদুল হক বাদি হয়ে ২২ আগস্ট কাউখালী থানায়  বেকুটিয়া গ্রামের মোফাক্ষের আলীর  ছেলে মো. মামুন শেখকে প্রধান আসামী করে ১৬ জনের নাম অন্তভূক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে।

মী মিজানকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাহাবুব উল আলম, এস আই হারুন অর রশীদ, এএস আই বাশার সহ পুলিশের একটি দল খুলনার লবন চড়া এলাকা থেকে কাউখালীর বেকুটিয়া গ্রামের আউয়াল শেখ এর ছেলে মিজান শেখ (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মিজান শেখ জানান, সে নিজে সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকে ওৎ পেতে থেকে এনামুলের মটর সাইকেলের গতি রোধ করে এনামুলকে এলোপাথারী ভাবে কোপাতে থাকে। এক পর্যায় এনামুল দৌড় দিলে পিছন দিক থেকে আসামী মিজান শেখ এনামুলকে ঝাপটাইয়া ধরে।  মিজান শেখ কে আদালতে প্রেরণ করলে সেখানে  ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন