বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

বেকুটিয়ার ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি
Thu, 26 Dec, 2013 06:00 PM
কাউখালী(পিরোজপুর): বেকুটিয়ার ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে ভেঙে নদীতে পড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাউখালীর অন্যতম কচা নদের উপর গুরুত্বপূর্ণ ওই ঘাটে ফেরি বন্ধ হওয়ায় ১৮ টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে বিপাকে পড়েছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, বাগেরহাট, খুলনা, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, স্বরুপকাঠী, ঝালকাঠীসহ এ পথে যাতায়াতকারী ১৮টি রুটের হাজারো যাত্রী।
আটকা পড়েছে মালামালবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপসহ শতাধিক গাড়ি ।
জানা গেছে, বেকুটিয়া ফেরি ঘাটের ওই ফেরি প্রায়ই নদীর মাঝপথে বিকল হয়ে যাওয়ায় যানবাহন ও জনসাধারণের পারাপার বন্ধ হয়ে যায়। এতে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী শত শত যানবাহন নদীর দুই তীরে আটকা পড়ে। 
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ফেরিঘাটের পন্টুন মেরামতের চেষ্টা চালাচ্ছে।
বেকুটিয়া ফেরিঘাটের ইজারাদার আজমীর হোসেন জানান, বেকুটিয়া ফেরি সার্ভিসটি ব্যস্ততম হওয়া সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এ রুটে মাত্র একটি ফেরি ও জরাজীর্ণ পন্টুন দিয়ে পারাপারে মানুষের দুর্ভোগ বাড়ছে। তাছাড়া পুরানো ফেরিতে জোড়াতালি মার্কা ইঞ্জিন লাগিয়ে চললেও প্রায়ই তা নদীর মাঝপথে অচল হয়ে পড়ে। এ নিয়ে ছয় মাসে বেকুটিয়া ফেরি অন্তত ৫০ বার বিকল হয়েছে। একবার বিকল হলে তা মেরামত শেষে চালু করতে অন্তত দুই দিন বা কখনো এর বেশি সময় লাগে। কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েও কোন ফল হচ্ছেনা।
এ ব্যাপারে বরিশাল ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
ফেরির ওই ইজারাদার আরও জানান, খবর পেয়ে বেলা একটার দিকে বরিশাল থেকে ফেরি ডিভিশনের প্রকৌশলী মঞ্জুরুল হক ও ৪/৫ জন শ্রমিক ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। তবে কখন নাগাদ কাজ সম্পন্ন ও ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন