কাউখালীর বালু বোঝাই জাহাজের ধাক্কায় ট্রলারের যাত্রী নিহত
কাউখালী প্রতিনিধি
গতকাল বৃহ¯পতিবার ভোরে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে একটি বলগেট জাহাজের সাথে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় মোঃ মামুন হোসেন নামে এক সবজি বিক্রেতা (২৬) ঘটনা স্থলে মারা যায় এবং চালক রুবেল সরর্দার (২৪) আহত হয়।
কাউখালী থানার পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ট্রলারে হুলারহাট থেকে সবজি নিয়ে স্বরূপকাঠী যাওয়ার পথে কাউখালীর আমরাজুড়ী ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যানদীতে কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় বিপরীত দিকে যাওয়া একটি বলগেট জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয় এতে নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠী গ্রামের সামছুল হক এর ছেলে সবজি বিক্রিতা মামুন মারাতœক আহত হয়ে ঘটনা স্থলে মারা যায় ।
গতকাল বৃহ¯পতিবার ভোরে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে একটি বলগেট জাহাজের সাথে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় মোঃ মামুন হোসেন নামে এক সবজি বিক্রেতা (২৬) ঘটনা স্থলে মারা যায় এবং চালক রুবেল সরর্দার (২৪) আহত হয়।
কাউখালী থানার পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ট্রলারে হুলারহাট থেকে সবজি নিয়ে স্বরূপকাঠী যাওয়ার পথে কাউখালীর আমরাজুড়ী ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যানদীতে কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় বিপরীত দিকে যাওয়া একটি বলগেট জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয় এতে নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠী গ্রামের সামছুল হক এর ছেলে সবজি বিক্রিতা মামুন মারাতœক আহত হয়ে ঘটনা স্থলে মারা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন