বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

একক প্রার্থী জেপিরআনোয়ার হোসেন মঞ্জু 

কাউখালী সংবাদদাতা
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়রম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
 তফসিল ঘোষণার পর পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আনোয়ার হোসেন মঞ্জুসহ আসনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অপর দুই প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়াকার্স পার্টিরএডভোকেট ফিরোজ আলম।, ঋণ খেলাপের দায়ে গত ৬ ডিসেম্বর ওয়াকার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়।এর মধ্যে আওয়ামী লীগ  প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এ মুহূর্তে জাতীয় পার্টির (জেপি) একক প্রার্থী রয়ে গেছেন।
জানা গেছে, অন্য দুই প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়ার্কার্স পার্টি মনোনীত অ্যাডভোকেট ফিরোজ আলম। নির্বাচন সামনে রেখে এ তিন প্রার্থী নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরঝ করেন। তবে গতকাল বুধবার এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জুই এখন অপ্রতিদ্বন্দ্বী একক প্রার্থী।
ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র গত ৬ ডিসেম্বর বাতিল হয়ে যায়। ঋণখেলাপির দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আর প্রার্থিতা টিকিয়ে রাখতে আপিল করেননি। পরে এ আসনে কেবল প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জেপি) মঞ্জু ও আওয়ামী লীগের পান্না। কিন্তু গতকাল বুধবার হঠাৎ আওয়ামী লীগ প্রার্থী ইসাহাকা আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির মঞ্জুর আর কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনী মাঠে টিকে থাকল না। তিনি এ আসনে এখন একাই প্রার্থী। পিরোজপুরের নির্বাচন অফিসার  মো. আহম্মেদ আলী মো. আহম্মেদ আলী ওই আসনে আনোয়ার হোসেন মঞ্জুর একক প্রার্থী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসাহাক আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের প্রার্থী জাতীপার্টির(জেপি)চেয়ারম্যান সাবেক যোগযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক ‘বাই-সাইকেল’। তিনি সংগ্রহের প্রথম দিনই মনোনয়নপত্র নিয়েছিলেন। গত সংসদ নির্বাচনে আইনী জটিলতায় অংশ নিতে না পারলেও আনোয়ার হোসেন মঞ্জু এর আগে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন