জিয়ানগরে বিএনপির ও জামায়াতের জোরালো হরতাল
পিরোজপুরের জিয়ানগরে শুক্কুর
আলী নিহত হওয়ার প্রতিবাধে বিএনপির ও জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে।
রোববার এ উপজেলায় দূরপাল¬ার কোন যানবাহন চলাচল করেনি উপজেলার ১ টি ফেরী
সার্ভিসও বন্ধ ছিল । শান্তির্পূন ভাবে পালিত হয়েছে হরতাল। হরতালের কারনে
জিয়ানগর -বালিপাড়ার চন্ডিপুর সড়কের কএক টি ¯পটে গাছ ফেলে ও রাস্তা কেটে
প্রতিবন্দকতা সৃষ্টি করেন । উপজেলা সদর, ঘোসেরহাট-চন্ডিপুর-বালিপাড়া ও
সাইদখালি সহ বিভিন্ন্য এলাকায় ককটেল বিষ্ফোরণ করেছে বলে জানাযায়। শনিবার
হরতাল সমর্থনকারীরা উপজেলার জিয়ানগর ,চন্ডিপুর,বালিপাড়া,গাবগাছিয়া সহ
বিভিন্ন স্থানে মিছিল করেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সড়ক খনন করে ও
গাছ ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। হরতালকে সমর্থন করে
উপজেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ব্যবসায়ীরা। দূরপালার গাড়ীসহ কোন
যানবাহন চলাচল করেনি। সর্বত্র আইন শৃংখলা রক্ষা কারী বাহিনীকে টহল দিতে
দেখা যায়। উলেক্ষ্য গত বৃহস্পতিবার রাত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের
প্রতিবাদে জিয়ানগরে ১৮ দলের মিছিলে গুলিবর্ষনে শুক্কুর আলী (২২) নামে এক
জামায়াত কর্মী নিহত হয়। গুলিবিদ্ধ আরো ৭ জন সহ ১৫ জন আহত হয়েছে। উপজেলা
বিএনপি সভাপতি আঃ লতিফ হাওলাদার জানান। পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
তোবারেক আলী হাওলাদার তার বাড়ির ছাদ থেকে নিজের লাইসেন্সধারী বন্দুক দিয়ে
মিছিলের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে আহত হয়ে ভান্ডারিয়া হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জামায়াত কর্মী শুক্কুর আলী মারা যায়।
শুক্কুর আলী নিহত হওয়ার প্রতিবাদে আমরা এ হরতাল পালন করেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন