সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাউখালীতে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শির্ষক কার্যক্রমের আওতায় গতকাল ০৯ ডিসেম্বর কাউখালী উপজেলার জয়িতাদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূসরাত জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়াম্যান আমিনুর রশিদ মিল্টন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
উপজেলার যে পাঁচজন জয়িতাকে সংবর্ধিত করা হয় তারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মিনারা বেগম (শিয়ালকাঠী), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মুকুল রানী মিস্ত্রী (গন্ধর্ব,আমরাজুড়ী), সফল জননী নারী মঞ্জু রানী হালদার (সয়না), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নাসরিন সুলতানা (শিয়ালকাঠী) ও নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী বাসন্তী রানী হালদার (সয়না)। অনুষ্ঠান শেষে সংবর্ধিতদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন