সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


    বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল সোমবার পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে সকালে শহরে এক দুর্নীতি বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় ক্লাব রোডে মানববন্ধন রচনা করা হয়। র‌্যালী ও মানববন্ধনে শহরের গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবি, নারী, এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, প্রফেসর রুহুল আমীন, মহিলা পরিষদের জেলা সভানেত্রী মানিকা মন্ডল, মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল হক খান, সনাকের সহ সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সুজনের সম্পাদক প্রভাষক মোঃ শাহ আলম শেখ, সাংবাদিক শফিউল হক মিঠু, সাংবাদিক রেজাউল ইসলাম শামীম, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা লিয়াকত আলী প্রমুখ। সভার উপস্থাপক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম। এ ছাড়া টিআইবি’র সহায়তায় পিরোজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতি বিরোধী এক গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন