মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

ছাত্রদল নেতা অনুর হত্যাকারীরা তিন’বছরেও  গ্রেফতার হয়নি


সন্ত্রাসীদের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরন করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুকে হত্যার তি’বছরে ও আসামী গ্রেফতারএবং বিচার হয়নি । ছাত্রদল নেতা তারিফুর রহমান অনু হত্যা মামলায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাদের পরিবার ও স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
জানাগেছে, কাউখালী থানা ছাত্রদলের গত  ২০১১ সালের১ জানুয়ারী  ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে পিরোজপুরে যায়। কাউখালীতে ফেরার পথে বিকেল ৩টার দিকে পিরোজপুর বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট প্রান্ত থেকে আওয়ামী নামধারী সন্ত্রাসী ট্যারা সেলিমসহ তার ৭-৮ জনের সন্ত্রাসী বাহিনী তাকে অনুকে অপহরন করে একটি ট্রলারে উঠিয়ে ঘাট এলাকা থেকে আধা কিলোমিটার দুরে একটি ইটের ভাটায় নিয়ে নির্যাতন চালায়। নির্যাতন কালে হাতুরী দিয়ে তারিফুর রহমান অনুর মাথায় আঘাত, দু’ই হাটু ভেঙ্গে ফেলাসহ পায়ের গোড়ালীতে লোহার পেরেক ঢুকানো হয়। এছাড়া অনুর পায়ের গোড়ালী ভেঙ্গে দেয়ে হয়। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ অনুকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে সেখানে তারিফুর রহমান অনু মারা যান। এ ব্যপারে তারিফুর রহমান অনুর ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউখালী থানা শাখার সভাপতি আরিফুর রহমান রুবেল বাদী হয়ে সেলিম শরীফ সহ ৫ জন ও অজ্ঞাতনামাদের আসামী করে কাউখালী থানায় একটি মামলা দায়ের করে।মামলার বাদী আরিফুর রহমান রুবেল জানান, ভাই হারানোর পর আমরা এখন আমাদের পরিবার নিয়ে অজানাশংকায়। আসামীরা প্রকাশ্যে ঘুরছে, পুলিশ তাদেরকে ধরছে না। আমাকে এবং স্বাক্ষীদের না জানিয়ে গত বছর একটি দায় সারা চার্জসিট দিয়েছে। আমরা এ চার্জসীটের বিরুদ্ধে কোর্টে না রাজি দিয়ে পুনঃরায় সঠিক তদন্তের মাধ্যমে চার্জসীটের আবেদন  করেছি।

এস.বি সরকারী বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষায় উপজেলার শীর্ষে

জেএসসি পরীক্ষা ২০১৩ এর ফলাফলে পিরোজপুরের কাউখালী এস.বি সরকারী বালিকা বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। ২৬ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। সারা দেশের ন্যায় ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও কাউখালীতে মেয়েরা এগিয়ে। বিগত বছরগুলোতে ও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক বলেন, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের প্রধান মাপকাঠি।

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

KOWKHALI SANGBAD: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী...

KOWKHALI SANGBAD: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী...: কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে কাউখালী সংবাদদাতা  এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়...

কাউখালী মডেল স্কুল উপজেলায় সাফল্যের শীর্ষে

 কাউখালীপ্রতিবেদক
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এর ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৯২ জন পরীক্ষায় অংশ নেয়। ২১ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতে ও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের প্রধান মাপকাঠি।

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

কাউখালী থেকে ঢাকামুখী লঞ্চ আটক করেছে  পুলিশ

৬ বিদেশী পর্যটক সহ যাত্রীদের দুর্ভোগ


কাউখালী সংবাদদাতা
গতকাল রবিবার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি শুভরাজ লঞ্চ কাউখালী ঘাটে আসলে এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশ লঞ্চটি ঘাটে আটকে রেখে সকল যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেয়। এসময় সাধারন যাত্রী সহ লঞ্চে থাকা ৪জন ইংল্যান্ড ও ২কানাডার পর্যটক এর মধ্যে ৩জন মহিলা এ সময় চরম দূের্ভাগে পড়ে ।তারা টুরিষ্ট ভিসায় নিঝুমটুরিজমএর মাধ্যমে সুন্দর বন ঘুরে লঞ্চ যোগে ঢাকায় ফেরার পথে কাউখালীতে আটকা পরে। পরে  পুলিশ  আতংকিত বিদেশী পর্যটকদের কাউখালী ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করে দেয়।  নাশকতার আশংকা দেখিয়ে পিরোজপুরের কাউখালী থেকে গতকাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে নৌপথে কোন লঞ্চ ও সড়ক পথে পরিবহন গাড়ি গতকালও ছাড়তে দেয়া হয়নি । পুলিশী হস্তক্ষেপে এসব ঢাকামুখি কোন পরিবহন চলাচল  বন্ধ থাকে। ফলে ঢাকাগামী যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। এছাড়া গত ২ দিন ধরে উপজেলার সাথে জেলা ও বিভাগের সাথে যোগাযোগের পরিবহনও বন্ধ থাকে ।
এদিকে জেলার কোন স্থান থেকে লঞ্চ ও পরিবহন বাস না ছাড়ায় উপকুলের ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

কাউখালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

কাউখালী সংবাদদাতা
 এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়  পিরোজপুরের কাউখালীতে ৫০ ওজেডিসি পরীক্ষায় ১২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এস,বি সরকারী বালিকা  বিদ্যালয়ে ২৬ জন, সরকারি বালিক বিদ্যালয় ৪ জন, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ জন,হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়৫জন.রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন৫জন, কেউন্দিয়া শহিদ স্মৃতি বালিকা বিদ্যালয়১জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে জেডিসি পরীক্ষায় ১২টি জিপিএ পেয়েছে মাদ্রাসার মধ্যে নাগুলী  ফাজিল মাদ্রাসা থেকে ৩ জন,শিয়ালকাঠী দারুনছুন্নাত ফাজিল মাদ্রাসা থেকে৫জন,সালেকিয়া মাদ্রাসায় ২জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে ।

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

 কাউখালী সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিলছে না দুপুর ১২টার আগে তীব্র শীতে শিশু ও বৃদ্ধসহ দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার পর থেকে দুপুরের আগ পর্যš Íশীতের তীব্রতা থাকছে সবচেয়ে বেশি। চরম দুর্ভোগে পড়েছে উপজেলার শীতার্ত গরিব মানুষ। ঘন কুয়াশর কারণে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলছে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন। গতকাল শনিবার ৬ঘন্টা দেরীতে ঢাকা থেকে লঞ্চ কাউখালীতে পৌছেছে।

শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩



কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বই পৌঁছেছে

২০১৪ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের জন্য কাউখালী উপজেলার সকল স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য সরকার পাঠানো শতভাগ পাঠ্যপুস্তক ইতিমধ্যেই পৌঁছেছে বিরোধী দলের ডাকা একটানা হরতাল-অবরোধ উপেক্ষা করে সরকার আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধারদের হাতে বই পৌঁছাতে সক্ষম হলো
জানা যায়, উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে বই পাঠানো হয়েছে প্রতি বছরের ন্যায় বছরও শিক্ষাবর্ষের প্রথম দিন জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে 'বই উৎসব দিবস' পালন করা হবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরের জানুয়ারি 'বই উৎসব দিবস' পালিত হচ্ছে

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে গরীব বৃদ্ধদের মাঝে শীত বস্ত্র বিতরণ


কাউখালী সংবাদদাতা
উদ্যমী তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন ‘থিংক এন্ড ডু ইনিসিয়েটিভ’ এর উদ্যোগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও কাউখালী উপজেলার আমরাজুড়ি গ্রামের প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতের পোষাক বিতরন করে। অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদ  ও কাউখালী উপজেলার আমরাজুড়ি গ্রামের প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতের পোষাক বিতরন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারপারসন ইঞ্জিনিয়ার এস.এম ইয়াহিয়া, প্রতিষ্ঠাতা ও জেনারেল সেμেটারী শাহ্ নাজিম উদ্দিন (মুনান), সদস্য মিনহাজুল আবেদীন ও ইফতেখার চৌধুরী  ইউপি চেয়ারম্যান বাবু সুব্রত কুমার ঠাকুর, অধ্যক্ষ দিপঙ্কর মজুমদার, সাংবাদিক নজরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সংগঠনটি এ বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১০০০ গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে। বৃদ্ধদের শীতের হাত থেকে বাচাতে কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় গরম পোষাক প্রদান করা হয়েছে।

বেকুটিয়ার ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি
Thu, 26 Dec, 2013 06:00 PM
কাউখালী(পিরোজপুর): বেকুটিয়ার ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে ভেঙে নদীতে পড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাউখালীর অন্যতম কচা নদের উপর গুরুত্বপূর্ণ ওই ঘাটে ফেরি বন্ধ হওয়ায় ১৮ টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে বিপাকে পড়েছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, বাগেরহাট, খুলনা, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, স্বরুপকাঠী, ঝালকাঠীসহ এ পথে যাতায়াতকারী ১৮টি রুটের হাজারো যাত্রী।
আটকা পড়েছে মালামালবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপসহ শতাধিক গাড়ি ।
জানা গেছে, বেকুটিয়া ফেরি ঘাটের ওই ফেরি প্রায়ই নদীর মাঝপথে বিকল হয়ে যাওয়ায় যানবাহন ও জনসাধারণের পারাপার বন্ধ হয়ে যায়। এতে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী শত শত যানবাহন নদীর দুই তীরে আটকা পড়ে। 
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ফেরিঘাটের পন্টুন মেরামতের চেষ্টা চালাচ্ছে।
বেকুটিয়া ফেরিঘাটের ইজারাদার আজমীর হোসেন জানান, বেকুটিয়া ফেরি সার্ভিসটি ব্যস্ততম হওয়া সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এ রুটে মাত্র একটি ফেরি ও জরাজীর্ণ পন্টুন দিয়ে পারাপারে মানুষের দুর্ভোগ বাড়ছে। তাছাড়া পুরানো ফেরিতে জোড়াতালি মার্কা ইঞ্জিন লাগিয়ে চললেও প্রায়ই তা নদীর মাঝপথে অচল হয়ে পড়ে। এ নিয়ে ছয় মাসে বেকুটিয়া ফেরি অন্তত ৫০ বার বিকল হয়েছে। একবার বিকল হলে তা মেরামত শেষে চালু করতে অন্তত দুই দিন বা কখনো এর বেশি সময় লাগে। কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েও কোন ফল হচ্ছেনা।
এ ব্যাপারে বরিশাল ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
ফেরির ওই ইজারাদার আরও জানান, খবর পেয়ে বেলা একটার দিকে বরিশাল থেকে ফেরি ডিভিশনের প্রকৌশলী মঞ্জুরুল হক ও ৪/৫ জন শ্রমিক ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। তবে কখন নাগাদ কাজ সম্পন্ন ও ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছেন।

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

নাফ নদীতে ১৫ মন ওজনের মাছ


বাংলাদেশের সর্ব দক্ষিণে সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে জেলেদের জালে বিশাল আকারের ১৫ মন ওজনের  শাপলা (হওচ) মাছ জেলেদের জালে আটকা পড়ে। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার নাফনদীতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নুর মুহাম্মদের মালিকানাধীন টানা জালে বিশাল আকারের শাপলা মাছ আঞ্চলিক ভাষায় হওচ মাছ ধরা পড়েছে। মাছটির ওজন কমপক্ষে ১৫ মণ হবে বলে জেলে ও এলাকার মৎস ব্যবসায়ীরা জানিয়েছেন। মাছ ব্যবসায়ী আব্দুল জলিল জানান, জীবনের প্রথমবার আমি এত বড় হওচ মাছ আগে কখনো দেখেনি। তিনি আরো জানান বছরের চাকা ঘুরে আবার এসেছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ বড়দিনকে সামনে রেখে ব্যবসায়ীরা মাছটি চড়া দামে বিক্রি করে লাভবান হতে পারবেন বলে প্রত্যাশা করেন। এলাকার জেলে স¯প্রদায় মাছটির বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে, আবার অনেকে ১০০ বছরের বেশী হবে বলে ধারনা করছেন। জালের মাঝি কামাল হোছেন জানান, আমরা ১৪ জন প্রতিদিনের মত সকালে মাছ ধরতে যায়, অনেকক্ষন মাছ ধরার চেষ্ঠা করে মাছ না পেয়ে ফিরে আসার পথে শেষ পর্যায়ে বিশাল আকারের মাছটি ধরা পড়ে, আমরা মাছটি পেয়ে অত্যান্ত আনন্দিত। টেকনাফের জাদীর খাল ঘাটে বড় আকারের হওচ (আঞ্চলিক ভাষায়) মাছ ধরা পড়েছে শুনে এক নজরে মাছটি দেখার জন্য শত শত উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে। সাধারনত এসব মাছ নাফ নদীতে পাওয়া যায় না। সাগরে পাওয়া যায় বলে জেলে সূত্রে জানায়।

কাউখালীতে আফতাবউদ্দিন স্মৃতি সংসদ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা

কাউখালীতে গতকাল বুধবার আফতাব উদ্দিন স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্ট কাউখালী ডিগ্রী কলেজ মাঠে  উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ার ম্যান মনিরুজ্জামান পল্টন,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহমুদ খান খোকন, কামরুজ্জামান মিঠু,সদর ইউনিয়ন চেয়ার ম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।উদ্বোধনী খেলায় রঘুনাথপুর একাদশ বলেশ্বর একাদশ ক্লাবের সাথে প্রতিদ্বন্দিতা করেছে।

পিরোজপুরের কাউখালীর প্রাথমিক শিক্ষকেরা ৪ মাস বেতন পাচ্ছেন না


পিরোজপুরের কাউখালী উপজেলার ৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমানে সরকারী) ৩৬ জন শিক্ষক চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না।চাকরি জাতীয়করণের এক বছর পরও  এ পর্যন্ত সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে বেতনভাতা তারা পেতেন তা-ও বন্ধ রয়েছে । সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্তএ চার মাসের বেতনভাতাদি না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সšন্তান-সন্ততি নিয়ে অর্ধাহারে-অনাহারে কাটছে তাদের দিন।
২০১২ সালের ডিসেম্বর মাসে চাকরি জাতীয়করণের ঘোষণা দেয়ার পর পেরিয়ে গেছে প্রায় এক বছর। গত বছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমান সরকারি) শিক-শিক্ষিকারা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে সারা দেশে আনন্দ মিছিল করলেও কবে নাগাদ সরকারপ্রদত্ত বেতনভাতা পাবেন নিশ্চিত করে কেউ এখনো বলতে পারছেন না। বর্তমান সরকার সারা দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার ঘোষণার পর থেকে শিক্ষকেরা নিয়মিত বেতনভাতা পাচ্ছেন না বলেন তারা জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানান, মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন দেয়া যাচ্ছে না।কাউখালীর সাপলেজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর লাবলু মোল্লা জানান, সেপ্টেম্বর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। চার মাস ধরে বেতনভাতা না পেয়ে শিক্ষকেরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অনেক শিক্ষক জানান, আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা এবং বাজারে দোকানদারের কাছ থেকে বাকিতে খরচ করে চলতে হচ্ছে। কিন্তু সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় দোকানিরা আর বাকি দিতে চান না। এ দিকে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে পোলিও টিকা খাওয়ানো হয়েছে


 পিরোজপুরের কাউখালীতে ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বা¯হ্য কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান। তিনি জানান, এবার কাউখালী উপজেলায় জেলায় ০-৫৯ মাস বয়সী ৮ হাজার ১২৭ জন শিশুকে টিকা খাওয়াবেন ৩০০জন স্বেচ্ছাসেবী।
কাউখালী উপজেলায় মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ১শত২৮ টি। এর মধ্যে স্থায়ী টিকাদান কেন্দ্র  অস্থায়ী কেন্দ্র, ইউনিয়নে অতিরিক্ত কেন্দ্র, ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। কাউখালীতে কার্যক্রম পর্যাবেক্ষন করেছেন বরিশাল বিভাগীয় স্বা¯হ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ শেখ করিম, বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হরি প্রসাদ পাল, ঝালকাঠী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম আলী প্রমূখ। বাংলাদেশকে পোলিও মুক্ত রাখার লক্ষ্যে ২১তম জাতীয় টিকা দিবস (এনআইডি) পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ০-৫৯ মাস বয়সী সব শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

                          কাউখালীতে মহিলা পরিষদের  মতবিনিময় সভা


পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহ¯পতিবার মহিলা পরিষদের কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে তৃনমূলপর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে ¯হানীয় সরকার ব্যব¯হাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ¯হানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। সংগঠনের  সভাপতি জাহানূর বেগসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান এসএম আহসান কবীর, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,নিমাই মন্ডল, অধ্যক্ষ রতন কুমার ঘোষ,কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার, সবিতা ঘোষ , রাশিদা পারভীন, ইউপি সদস্য সবিতা ঘোষ, শিরিন বেগম,বেবী আক্তার প্রমূখ।

                                             ছাত্রদলের বিক্ষোভ মিছিল


 ১৮দলীয় জোটের ডাকা অবরোধে গতকাল খুলনা-মংলা-পিরোজপুর-বরিশাল অঞ্চলিক মহা-সড়ক । অবরোধ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কাউখালীর কৃতি সন্তান মোঃ জসিম উদ্দিন সহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবীতে শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদল বিক্ষোভ মিছিল করলে মিছিলটি চৌরাস্তায় আসলে পুলিশ বাধা দিলে এসময় এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্রদল নেতা তানভির আহম্মেদ, মোঃ আবদুল্লাহ, মোঃ রিজান, ছগির হোসেন প্রমুখ।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

এরশাদের মুক্তির দাবিতে কাউখালীতে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

কাউখালী প্রতিনিধি
 সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে মিথ্যা মামলা প্রত্যাহার ও সর্বদলীয় নিবার্চনের দাবীতে পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (এরশাদ) গতকাল বিকালে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে দক্ষিন বাজার তালুকদার মার্কেটের সামনে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপা নেতা শাহজাহান তালুকদার, ফজলুর রহমান, নুরুজ্জামান খোকন, মিজানুর রহমান, আবুল হোসেন, নাসির উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে হুসেইন মুহম্মদ এরশাদকে মুক্তি দেয়া না হলে  থেকে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কাউখালীতে  ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ


জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কাউখালীর কৃতি সন্তান মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বক্তব্য রাখেন, শেখ মিরাজ আহম্মেদ, উপজেলা সায়েম উদ্দিন তালুকদার, আসাদুজ্জামান মামুন, ছাত্রদল নেতা শারিফুল আজম সোহেলপ্রমুখ।

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে  বিজয় দিবস পালিত

কাউখালীপ্রতিনিধি
সোমবার পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারে পুষ্প¯তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি (জেপি)অঙ্গ ও সহযোগী সংগঠন,মহিলা পরিষদ. সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন । পরে সরকারী বালক বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শন করে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন  প্রতিযোগিতাসহ খেলাধুলা, অলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

কাউখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


কাউখালীসংবাদদাতা
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।  উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃহাসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম, আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আর রশীদ সাইদ,ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন  প্রমুখ।

লক্ষ কণ্ঠে জাতীয় সংগীতে সুর মেলালো কাউখালীর সর্বস্তরের জনগন

গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণ
গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণসুর মেলালো কাউখালীর সর্বস্তরের জনগন।

একই সাথে ঢাকা সহ সারা বাংলাদেশে লক্ষ কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচির সাথে একাত্ম হল কাউখালীর সর্বস্তরের জনগন। ১৬ ডিসেম্বর কাউখালী মুজিব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪টা ৩১ মিনিটে সমস্বরে গেয়ে উঠলো “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী সহ প্রায় ৫শতাধিক লোক জাতীয় সংগীতে অংশ নেয়। সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অংশ নেয় কাউখালী উদীচী, উত্তরায়ণ খেলাঘর আসর ও সূর্যোদয় খেলাঘর আসর। জাতীয় সংগীত পরিবেশনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কাউখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুব্রত রায়, উদীচীর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ফারুক, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর ও উত্তরায়ণ খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক তানভির লিমন প্রমূখ।
গানে গানে দেশের বীর সন্তানদের স্মরণ



কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ


কাউখালী /ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পিরোজপুরের কাউখালীর সন্তান মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে ও সকল নেতা-কর্মীদের মুক্তির দাবীতে গতকাল সোমবার কাউখালী উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, মাওলাদ হোসেন মইন, মোঃ নোমান, রাকিব তালুকদার, মহিবুল্লাহ খন্দকার, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিয়া ।গত ১৪  ডিসেম্বর  ঢাকায় শহীদ বুদ্ধিদিবসের কর্মসুচী  থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
এই মহান বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো আজ।


বিজয়ের এই ৪২ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে জাতি। কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়-মোচনের প্রচেষ্টা। বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে-শেষ হওয়ার পথে একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার। হার না মানা বাঙালি অর্থনৈতিক-সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান।


আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত।
- See more at: http://dhakatimes24.com/2013/12/16/8514#sthash.h0jl5Wpm.dpuf
এই মহান বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো আজ।


বিজয়ের এই ৪২ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে জাতি। কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়-মোচনের প্রচেষ্টা। বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে-শেষ হওয়ার পথে একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার। হার না মানা বাঙালি অর্থনৈতিক-সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান।


আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত।
- See more at: http://dhakatimes24.com/2013/12/16/8514#sthash.h0jl5Wpm.dpuf
এই মহান বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো আজ।


বিজয়ের এই ৪২ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে জাতি। কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়-মোচনের প্রচেষ্টা। বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে-শেষ হওয়ার পথে একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার। হার না মানা বাঙালি অর্থনৈতিক-সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান।


আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত।
- See more at: http://dhakatimes




এই মহান বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো আজ

বিজয়ের এই ৪২ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে জাতি কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে তবুও হতোদ্যম হয়নি জাতি বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়-মোচনের প্রচেষ্টা বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে-শেষ হওয়ার পথে একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার হার না মানা বাঙালি অর্থনৈতিক-সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান

আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে বঙ্গবন্ধুর বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত
এই মহান বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো আজ।


বিজয়ের এই ৪২ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে জাতি। কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়নে। তবুও হতোদ্যম হয়নি জাতি। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়-মোচনের প্রচেষ্টা। বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে-শেষ হওয়ার পথে একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার। হার না মানা বাঙালি অর্থনৈতিক-সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান।


আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদের উদ্দেশে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত।
- See more at: http://dhakatimes24.com/2013/12/16/8514#sthash.h0jl5Wpm.dpuf

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

জিয়ানগরে বিএনপির ও জামায়াতের জোরালো হরতাল

 পিরোজপুরের জিয়ানগরে শুক্কুর আলী নিহত হওয়ার প্রতিবাধে বিএনপির ও জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে।  রোববার এ উপজেলায় দূরপাল¬ার কোন যানবাহন চলাচল করেনি উপজেলার ১ টি ফেরী সার্ভিসও বন্ধ ছিল । শান্তির্পূন ভাবে পালিত হয়েছে হরতাল। হরতালের কারনে জিয়ানগর -বালিপাড়ার চন্ডিপুর সড়কের   কএক টি ¯পটে গাছ ফেলে ও   রাস্তা কেটে প্রতিবন্দকতা সৃষ্টি করেন । উপজেলা সদর, ঘোসেরহাট-চন্ডিপুর-বালিপাড়া ও সাইদখালি সহ বিভিন্ন্য এলাকায় ককটেল বিষ্ফোরণ করেছে বলে জানাযায়। শনিবার হরতাল সমর্থনকারীরা উপজেলার জিয়ানগর ,চন্ডিপুর,বালিপাড়া,গাবগাছিয়া সহ বিভিন্ন স্থানে মিছিল করেছে।  এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সড়ক খনন করে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। হরতালকে সমর্থন করে উপজেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ব্যবসায়ীরা। দূরপালার গাড়ীসহ কোন যানবাহন চলাচল করেনি। সর্বত্র আইন শৃংখলা রক্ষা কারী বাহিনীকে টহল দিতে দেখা যায়। উলেক্ষ্য গত বৃহস্পতিবার রাত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জিয়ানগরে  ১৮ দলের মিছিলে গুলিবর্ষনে শুক্কুর আলী (২২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়। গুলিবিদ্ধ আরো ৭ জন সহ ১৫ জন আহত হয়েছে।  উপজেলা বিএনপি সভাপতি আঃ লতিফ হাওলাদার জানান। পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার তার বাড়ির ছাদ থেকে নিজের লাইসেন্সধারী বন্দুক দিয়ে মিছিলের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে আহত হয়ে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জামায়াত কর্মী শুক্কুর আলী মারা যায়।  শুক্কুর আলী নিহত হওয়ার প্রতিবাদে আমরা এ হরতাল পালন করেছি।

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

কাউখালীর আজো স্মৃতিসৌধ নির্মিত হয়নি

 প্রতিনিধি,
Sat, 14 Dec, 2013 08:216 PM
কাউখালী (পিরোজপুর): স্বাধীনতা ৪২ বছর পার হলেও কাউখালীর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মিত হয়নি।
একাত্তরের ৯ মাসে সন্ধ্যা নদী ও উপজেলার বিভিন্ন স্থান থেকে ধরে আনা অসংখ্য মানুষ হত্যা করা হয় উপজেলার পূর্ব আমড়াজুরি কাউখালী লঞ্চঘাট সংলগ্ন পাইলট হাউজের সামনের বধ্যভূমিতে। পাকবাহিনী পাইলট হাউজের তিনতলা ভবনে ক্যাম্প স্থাপন করে এলাকার রাজাকার ও দালালদের সহায়তায় নিরীহ মানুষদের ধরে নির্যাতনের পর হত্যা করতো।
প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের শ্রমিক সরদার কুমিয়ান গ্রামের বাসিন্দা ফজলে আলী (৭৬) ওই সময় ঘাটে কাজ করতেন। একদিন তাকেও পাকবাহিনী ধরে নিয়ে যায়। এ সময় কচুয়াকাঠি গ্রামের আব্বাসের ছেলে রাজাকার আক্কেল আলী পাকবাহিনীকে ঘাটের লেবার এ কথা বুঝিয়ে মুক্ত করে দেয়। এরপর থেকে তিনি সব সময় ঘাটে যেতেন আর দেখেছেন লোকজন ধরে এনে ওই পাইলট হাউজে বেদম মারপিট করতো। ৩/৪ জন করে রশি দিয়ে বেধে টেনে নদীর পারে নিয়ে গুলি করে হত্যা করতো। তার মতে এমন কোনোদিন ছিলনা যেদিন হত্যা না করতো। ওইখানে ৪/৫ শ’ লোক হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
ওই বধ্যভূমিতে অসংখ্য মানুষ হত্যা করা হলেও সমকাল সুহৃদ সমাবেশের কাউখালী উপজেলার আহ্বায়ক সমাজসেবক আব্দুল লতিফ খসরুর সংগ্রহ শালা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের করা তালিকা থেকে ২০ জনের নাম পাওয়া যায়।
এরা হলেন- কেউন্দিয়া গ্রামের মো. মোক্তাদিরুল ইসলাম (বেলাল), মো. শাফায়েত হোসেন, কাউখালী বন্দরের দুলাল চন্দ্র মুখার্জি, পরিমল চন্দ্র, আসপর্দির গন্ধর্বুর চৈতন্য নাথ মণ্ডল, ক্ষেত্রমোহন মণ্ডল, গোপাল চন্দ্র মণ্ডল, নির্মল চন্দ্র সমদ্দার, অমূল্য চন্দ্র সমদ্দার, যদুনাথ সরকার, ডা. হরাকান্ত কর্মকার, গোলকচন্দ্র সমদ্দার, চিরাপাড়ার রাম বষ্ণু খাসকেল, বলাই সিকদার, মাখন বিশ্বাস, বিনাত সমদ্দার, অতুল মুখার্জি, বেত্ত বাসী জয়কুলের ফজলু শিকদার, আইরনের আব্দুল আউয়াল।
এ বিষয় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন আর রশিদ সাইদ জানান, পাইলট হাউজে একটি শক্তিশালী ক্যাম্প ছিল। এখানে গানবোট নিয়ে সবসময় বিভিন্ন এলাকায় অপারেশন করতো।
কাউখালী ছাড়াও রাজাপুর ও স্বরূপকাঠি বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে পাইলট হাউজের মধ্যে অমানুষিক নির্যাতনের পর হত্যা করতো। তারা লঞ্চ থেকে লোকজন নামিয়ে হত্যা করতো। যে কারণে সঠিক হিসাব বলা যাবেনা। ওইখানে ৪/৫ শ’ লোক হত্য করেছে পাকবাহিনী।
বিভিন্ন সময় ১০/১২ বার দরখাস্ত আকারে বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানানো হয়েছে। সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কাউখালী অঞ্চলের শহীদদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে  গাছ ফেলে ও ব্রিজের পাটাতন খুলে সড়ক অবরোধের চেস্টা


কাউখালী  সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী-ভান্ডারিয়া –ভিটাবারিয়া সড়ক সহ  বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর থেকে সড়কের পার্শ্বের  গাছ কেটে ফেলে ও ট্রায়ারে আগুন দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ছিলো জামায়াত-শিবির। এর ফলে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তা থেকে ভান্ডারিয়া পযন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া চৌরাস্তা, বেলতলা, তালুকদার হাটের দুইপাশের গাছ কেটে এবং ব্রিজের পাটাতন তুলে ফেলে সড়ক অবরোধ করে ।পরে স্থানীয় পুলিশ প্রশাসন সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে ফেলে এবং ব্রিজের পাটাতন বিকেল পষর্ন্ত মেরামত না করায় যানবাহন চলাচল করতে পারেবি বলে এলাকা বাসী জানান।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে কলেজ ছাত্র ২০দিন ধরে রহস্যজনক নিখোঁজ


কাউখালী প্রতিবেদক
পিরোজপুরেরর কাউখালীতে মো. ফরহাদ রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় স্বরূপকাঠী  উপজেলা পরিষদের পিছনের ভাড়া বাসা থেকে  বের হয়ে ওই কলেজ ছাত্র আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ফরহাদের কাউখালীর পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মো. সাইদুর রহমানের ছোট ছেলে সে  পার্শ্ববর্তী স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। 
তার উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা মুখমন্ডল গোলাকার। নিখোঁজের সময় পরনে ছিলো কালো রংয়ের ট্রাউজার ও গায়েছিল নিল রংয়ের টি শার্ট। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে নিখোঁজ ফরহাদের বাবা২৩ নবেম্বও। নেছারাবাদ থানায় জিডি  ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছেন।কলেজ ছাত্র ফরহাদের কেউ সন্ধান পেলে  যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর ০১৭১৮৬২৪৩০৯ ।কলেজ ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ  থানার অফিসার ইনচার্জ বলেন,নিখোঁজ কলেজ ছাত্রের বাবা ছেলে নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।##

একক প্রার্থী জেপিরআনোয়ার হোসেন মঞ্জু 

কাউখালী সংবাদদাতা
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়রম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
 তফসিল ঘোষণার পর পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আনোয়ার হোসেন মঞ্জুসহ আসনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অপর দুই প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়াকার্স পার্টিরএডভোকেট ফিরোজ আলম।, ঋণ খেলাপের দায়ে গত ৬ ডিসেম্বর ওয়াকার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়।এর মধ্যে আওয়ামী লীগ  প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এ মুহূর্তে জাতীয় পার্টির (জেপি) একক প্রার্থী রয়ে গেছেন।
জানা গেছে, অন্য দুই প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ও ওয়ার্কার্স পার্টি মনোনীত অ্যাডভোকেট ফিরোজ আলম। নির্বাচন সামনে রেখে এ তিন প্রার্থী নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরঝ করেন। তবে গতকাল বুধবার এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জুই এখন অপ্রতিদ্বন্দ্বী একক প্রার্থী।
ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফিরোজের মনোনয়নপত্র গত ৬ ডিসেম্বর বাতিল হয়ে যায়। ঋণখেলাপির দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আর প্রার্থিতা টিকিয়ে রাখতে আপিল করেননি। পরে এ আসনে কেবল প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জেপি) মঞ্জু ও আওয়ামী লীগের পান্না। কিন্তু গতকাল বুধবার হঠাৎ আওয়ামী লীগ প্রার্থী ইসাহাকা আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির মঞ্জুর আর কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনী মাঠে টিকে থাকল না। তিনি এ আসনে এখন একাই প্রার্থী। পিরোজপুরের নির্বাচন অফিসার  মো. আহম্মেদ আলী মো. আহম্মেদ আলী ওই আসনে আনোয়ার হোসেন মঞ্জুর একক প্রার্থী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসাহাক আলী খান পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের প্রার্থী জাতীপার্টির(জেপি)চেয়ারম্যান সাবেক যোগযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক ‘বাই-সাইকেল’। তিনি সংগ্রহের প্রথম দিনই মনোনয়নপত্র নিয়েছিলেন। গত সংসদ নির্বাচনে আইনী জটিলতায় অংশ নিতে না পারলেও আনোয়ার হোসেন মঞ্জু এর আগে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাউখালীতে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শির্ষক কার্যক্রমের আওতায় গতকাল ০৯ ডিসেম্বর কাউখালী উপজেলার জয়িতাদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূসরাত জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়াম্যান আমিনুর রশিদ মিল্টন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
উপজেলার যে পাঁচজন জয়িতাকে সংবর্ধিত করা হয় তারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মিনারা বেগম (শিয়ালকাঠী), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মুকুল রানী মিস্ত্রী (গন্ধর্ব,আমরাজুড়ী), সফল জননী নারী মঞ্জু রানী হালদার (সয়না), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নাসরিন সুলতানা (শিয়ালকাঠী) ও নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী বাসন্তী রানী হালদার (সয়না)। অনুষ্ঠান শেষে সংবর্ধিতদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


    বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল সোমবার পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে সকালে শহরে এক দুর্নীতি বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় ক্লাব রোডে মানববন্ধন রচনা করা হয়। র‌্যালী ও মানববন্ধনে শহরের গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবি, নারী, এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, প্রফেসর রুহুল আমীন, মহিলা পরিষদের জেলা সভানেত্রী মানিকা মন্ডল, মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল হক খান, সনাকের সহ সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সুজনের সম্পাদক প্রভাষক মোঃ শাহ আলম শেখ, সাংবাদিক শফিউল হক মিঠু, সাংবাদিক রেজাউল ইসলাম শামীম, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা লিয়াকত আলী প্রমুখ। সভার উপস্থাপক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম। এ ছাড়া টিআইবি’র সহায়তায় পিরোজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতি বিরোধী এক গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে।

কাউখালীতে বেগম রোকেয়া দিবস পালন

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
গতকাল সোমবার বেগম রোকেয়ার ১৩৩তম জন্ম ও ৮১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাউখালী মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনন্দা সমদ্দার,মুকুল বেগম,মিনতী ঘরামী, মমতা সিকদার .শাহিদা হক.শিরিন বেগম প্রমুখ।অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে ”জয়িতা অন্বেষনে বাংলাদেশ”শীর্ষকএক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার আসামী গ্রেফতার

কাউখালী সংবাদদাতা
কাউখালীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার এজাহার ভূক্ত  আসা
উল্লেখ্য কাউখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক (৪৫) কে গত ২০ আগস্ট বিকালেবেকুটিয়া গ্রামের বেকুটিয়া নতুনবাজার-বিজয়নগর-কাউখালী সড়কের শেখবাড়ি মসজিদের কাছে গ্রামের সড়কের ওপর সংঘব্ধ একদল সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত যুবলীগ নেতা এনামুল উপজেলার বেকুটিয়া গ্রামের হামিদ হাওলাদারের মেঝ ছেলে। ব এ হত্যাকা-ের পর নিহত যুবলীগ নেতা এনামুল হকের ছোটভাই এমাদুল হক বাদি হয়ে ২২ আগস্ট কাউখালী থানায়  বেকুটিয়া গ্রামের মোফাক্ষের আলীর  ছেলে মো. মামুন শেখকে প্রধান আসামী করে ১৬ জনের নাম অন্তভূক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে।

মী মিজানকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাহাবুব উল আলম, এস আই হারুন অর রশীদ, এএস আই বাশার সহ পুলিশের একটি দল খুলনার লবন চড়া এলাকা থেকে কাউখালীর বেকুটিয়া গ্রামের আউয়াল শেখ এর ছেলে মিজান শেখ (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মিজান শেখ জানান, সে নিজে সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকে ওৎ পেতে থেকে এনামুলের মটর সাইকেলের গতি রোধ করে এনামুলকে এলোপাথারী ভাবে কোপাতে থাকে। এক পর্যায় এনামুল দৌড় দিলে পিছন দিক থেকে আসামী মিজান শেখ এনামুলকে ঝাপটাইয়া ধরে।  মিজান শেখ কে আদালতে প্রেরণ করলে সেখানে  ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করে।

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা

পিরোজপুরেরর কাউখালীতে গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম ও এস আই  মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী-রাজাপুর সীমান্তের নৈকাঠী ব্রীজের নিকট ৪০ পিচ ইয়াবা সহ সুমন মোল্লা (২২)একজন কে  গ্রেপ্তার করা হয়েছে। সুমন মোল্লা  কাউখালীর আইরন গ্রামের আঃআজিজ মোল্লার ছেলে ।

কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

 কাউখালীপ্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের  উদ্যোগে  তৃনমুলে নারী, কমিউনিটি লিডার এবং রাজনৈতিক নেতাদের সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান  আমিনুর রশীদ মিলটন,মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমদ্দার, ইউপি সদস্য আতিকুল ইসলাম মনির,ইউপি সদস্য শিরিন বেগম,অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, মুকুল বেগম, শাহিদা হক,ইউপি সদস্য নেপাল চন্দ্র দে,ইউপি সদস্য মাকসুদা বেগম প্রমুখ।

কাউখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ


কাউখালী 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ সকল নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকার,একদলীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে গতকাল পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটি উত্তর বাজার সদর রোডে আসলে পুলিশ বাধা দিলে এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে সড়ক অবরোধ করে সদর রোডে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, সোহেল মাহমুদ, জাহিদুর রহমান ফিরোজ, মাওলাদ হোসেন মইন, রাকিব তালুকদার, মহিবুল্লাহ খন্দকার, ু প্রমুখ।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কাউখালীতে মাদরাসা শিক্ষকের ১ বছরের কারাদন্ড |হাইকোর্টে জামিন

কাউখালী (পিরোজপুর), :
 কাউখালীতে এক মাদ্রাসা শিক্ষকের প্রতারনা মামলায় ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

জানা যায়, কাউখালীর আসপদ্দি গ্রামের মৃত নুরুল ইসলাম তালুকদারের ছেলে রফিকুল ইসলাম (৪০) ২০০৮ সালে জায়গা বিক্রির কথা বলে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রার শিক্ষক মাহাবুবুল আলম (৪৭)  ২ কিস্তিতে দেড় লক্ষ টাকা নিয়া নেয় এবং ৫০ হাজার টাকা বাকী থাকে। শর্ত থাকে যে, বাকী ৫০ হাজার টাকা নিয়া জায়গা রেজিষ্ট্রি করে দিবে। পরে রফিকুল ইসলাম জানতে পারে যে, ওই জায়গা তার স্ত্রীর নামে আছে। পরে রফিক শিক্ষক মাহাবুবকে টাকা ফেরত দেওয়ার চাপ দিলে মাহাবুব টালবাহানা করতে থাকে। এক পর্যায় মাস্টার মাহাবুব কাউখালী রুপালী ব্যাংক শাখায় হিসাব নং-৮১২৪, (চেক নং-০২১৩১৮৪) দেড় লক্ষ টাকা লিখে দেয়। কিন্তু  ব্যাংক এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার দেয়।
এ ঘটনায় পিরোজপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে আদালত শিক্ষক মাহাবুবকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও মামলায় উল্লেখিত টাকায় দিগুণ ৩ লক্ষ টাকায় দন্ডিত করা হয়। এ ব্যাপারে শিক্ষক মাহাবুব বলেন, এ ঘটনা মিথ্যা, আমি ৪০ হাজার টাকা নিয়াছি। বর্তমানে হাইকোর্টের জামিনে আছি।

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

সাম্যের লড়াইয়ে মহানায়ক



“আমাদের বিদ্রোহ- অমানিশা পার হতে আলোকের পথে… মুক্তির যাত্রায় এ পথ আমার বুঝি শেষ হবার নয়।”

 
 এই পংক্তি একজন কালো মানুষের, স্বাধীনতাকামী এক আজন্ম নেতার, যার ৯৫ বছরের জীবন ছিল সাদা-কালোর তফাৎ ঘুঁচিয়ে সাম্য প্রতিষ্ঠার লড়াইয়ের অন্য নাম।

এই লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেই নেলসন ম্যান্ডেলা হয়ে ওঠেন বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার প্রতীক, এ কালের ‘মহানায়ক’। তার হাত ধরেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল দক্ষিণ-আফ্রিকার সংখ্যাগরিষ্ঠরা।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ম্যান্ডেলা বৃহস্পতিবার জোহানেসবার্গে তার নিজের বাড়িতে মারা গেছেন।

নির্দিষ্ট কোনো স্থান বা কালে সীমাবদ্ধ থাকেনি ম্যান্ডেলার সংগ্রাম। কাঠগড়ায় দাঁড়িয়ে গণতান্ত্রিক ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্নের কথা তিনি বলেছিলেন, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের কোটি মানুষের হৃদয়ে।

তার এ সংগ্রাম বিশেষ কোনো বর্ণ বা গোত্রের বিরুদ্ধে নয়, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন তিনি।

ম্যান্ডেলার ভাষায়, “বর্ণবাদকে আমি অত্যন্ত ঘৃণা করি, কেননা আমি একে বর্বরোচিত মনে করি, সেটা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ যাদের কাছ থেকেই আসুক।”

শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে দাঁড়ানোয় যাবজ্জীবন কারাদণ্ড হয় ম্যান্ডেলার। ২৭ বছর বন্দিত্বের পর ১৯৯০ সালে মুক্ত হন। এর চার বছর পর জনগণের ভোটে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন তিনি। সেখানেই শেষ নয়- দেশের বাইরে অন্যান্য সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায়ও তিনি এগিয়ে আসেন।

গণতন্ত্র, স্বাধীনতা ও সমতা প্রতিষ্ঠার লড়াইয়ে ম্যান্ডেলার নেতৃত্বকে সম্মান জানাতে ১৯৯৩ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয় বিশ্ব সম্প্রদায়।

বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ১৯৯৭ সালের ২৫ মার্চ বাংলাদেশেও এসেছিলেন নেলসন ম্যান্ডেলা।

১৯৯৪ সালে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর প্রচারে নামেন মরণব্যাধী এইচআইভি/এইডসের বিরুদ্ধে, যা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল আফ্রিকার দেশগুলোতে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতা জেঁকে বসলেও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, বুরুন্ডিসহ আফ্রিকার সংঘাতময় দেশগুলোতে শান্তি আলোচনায় ছিলেন ম্যান্ডেলা।

৮৫ বছর বয়সে ২০০৪ সালে তিনি সব ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসার ঘোষণা দেন।

পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবেন জানিয়ে তিনি সে সময় বলেন, “আমাকে ডেকো না। আমি তোমাদের ডাকব।”

গত দুই বছরে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় ম্যান্ডেলাকে। ২০১১ সালের জানুয়ারিতে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তির পর প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়, আগে ফুসফুস সংক্রমণ হয়েছিল তার।

আশির দশকে রোবেন দ্বীপে বন্দি থাকার সময় যক্ষায় আক্রান্ত হয়েছিলেন ম্যান্ডেলা।

২০১২ সালের শুরুর দিকে ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, পাকস্থলীর সমস্যায় ভুগছেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ফুসফুস সংক্রমণে বারবার চিকিৎসা নিতে হয় তাকে
১৯১৮ সালে দক্ষিণ অফ্রিকার ইস্টার্ন কেপের ছোট্ট এক গ্রামে যোসা ভাষিক টেম্বু গোত্রে ম্যান্ডেলার জন্ম। নিজের গোত্র থেকে পাওয়া ‘মাদিবা’ নামেও দেশবাসীর কাছে পরিচিত তিনি।

রোলিহ্লাহ্লা ডালিবুঙ্গা নামের কালো শিশুটি নেলসন ম্যান্ডেলা নামটি পান এক স্কুলশিক্ষকের কাছ থেকে, ওই নামেই ইতিহাস তাকে মনে রাখবে।

ম্যান্ডেলার বাবা ছিলেন ম্যটেম্বু গোত্রের ‘অভিজাত’ পরিবারের পরামর্শক। তিনি যখন মারা যান, ম্যান্ডেলার বয়স তখন নয় বছর। এরপর গোত্র প্রধানের তত্ত্বাবধানেই বেড়ে উঠতে থাকেন ম্যান্ডেলা।

১৯৪১ সালে ২৩ বছরের তরুণ ম্যান্ডেলার বিয়ের আয়োজন হয়। কিন্তু ঠিক তখনই সংসারে বাঁধা পড়ার ইচ্ছা তার ছিল না। ফলে বিয়ের আসর থেকে পালিয়ে চলে যান জোহানেসবার্গে।

দুই বছর পর উইটসওয়াটারান্ড বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন ম্যান্ডেলা। সেখানেই বর্ণবাদ ও বৈষম্যের রূপ অনেক স্পষ্টভাবে দেখা হয় তার; পরিচয় ঘটে কট্টরপন্থা, উদারপন্থা ও আফ্রিকান ভাবনাগুলোর সঙ্গে।

ভবিষ্যতের বিশ্বনেতা ম্যান্ডেলার রাজনৈতিক চেতনার বিকাশের শুরু ওই সময় থেকেই। ওই বছরই তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দেন, গড়ে তোলেন তরুণদের শাখা- এএনসি ইয়ুথ লিগ।

১৯৪৪ সালে এভেলিন মাসের সঙ্গে বিয়ে হয় ম্যান্ডেলার। চার ছেলে-মেয়ে হওয়ার পর ১৯৫৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

এরই মধ্যে আইনজীবী সনদ পান ম্যান্ডেলা, ১৯৫২ সালে জোহানেসবার্গে অলিভার ট্যাম্বোর সঙ্গে যোগ দেন আইন পেশায়।
দক্ষিণ আফ্রিকার শাসন ক্ষমতায় তখন সংখ্যালঘু শ্বেতাঙ্গদের দল ন্যাশনাল পার্টি। তাদের নিপীড়নের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার হন ম্যান্ডেলা ও ট্যাম্বো। আইনি লড়াই চালিয়ে যান বর্ণবাদের বিরুদ্ধে।

১৯৫৬ সালে প্রথম মামলা হয় ম্যান্ডেলার বিরুদ্ধে। আরো ১৫৫ জনের সঙ্গে তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়। অবশ্য চার বছর পর মামলার রায়ে অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি।

ওই রায়ের পর বর্ণবাদবিরোধী আন্দোলন নতুন গতি পায়। বিশেষ করে নতুন আইনে কালোদের বাসস্থান ও কাজ নির্দিষ্ট করে দেয়ায় শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই মাঝে ১৯৫৮ সালে উইনি মাদিকিজেলাকে বিয়ে করেন ম্যান্ডেলা। ১৯৬০ সালে এএনসি নিষিদ্ধ করার পর আত্মগোপনে চলে যান তিনি।

একই বছর পুলিশের গুলিতে ৬৯ জন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর সরকারবিরোধী ক্ষোভ তীব্রতর হয়। শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে আসে এএনসি। দলের ভাইস প্রেসিডেন্ট ম্যান্ডেলা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেন।

এরপর গ্রেপ্তার হন ম্যান্ডেলা, রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

ওই মামলার শুনানিতে রিভোনিয়ার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও সমতার দাবি তোলেন ম্যান্ডেলা।

“আমি একটি গণতান্ত্রিক ও  ‍মুক্ত সমাজের স্বপ্ন লালন করি, যেখানে সমান সুযোগ-সুবিধা নিয়ে সবাই সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।

“এটাই আমার আদর্শ। আমি এটাই অর্জন করতে চাই। এর জন্য প্রয়োজন হলে আমি মরতেও প্রস্তুত।
১৯৬৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় ম্যান্ডেলার। ১৯৬৮-৬৯ সালে ১২ মাসের ব্যবধানে মা ও বড় ছেলের মৃত্যু হয়। তাদের শেষকৃত্যে উপস্থিত হওয়ারও সুযোগ পাননি তিনি।

১৯৮২ সালে পোলসমুর কারাগারে নেয়ার আগে রোবেন দ্বীপে বন্দি জীবন কাটাতে হয় যৌবনের ১৮টি বছর।

ম্যান্ডেলা ও এএনসির জ্যেষ্ঠ নেতারা যখন অন্তরীণ, তখন সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলে দক্ষিণ আফ্রিকার তরুণরা। স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ দমন করতে সে সময় কয়েকশ’ তরুণকে হত্যা করে শাসকগোষ্ঠী। আহত হন কয়েক হাজার তরুণ।

১৯৮০ সালে ট্যাম্বোর নেতৃত্বাধীন এএনসি বর্ণবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার শুরু করে। এক পর্যায়ে তাদের প্রথম ও প্রধান দাবি হয়ে ওঠে ম্যান্ডেলার মুক্তি।

১৯৮৮ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৭২ হাজার দর্শকের সামনে গাওয়া হয় ‘ফ্রি নেলসন ম্যান্ডেলা’ গানটি, টেলিভিশনের সামনে বসে যে গানে কণ্ঠ মেলান সারা বিশ্বের কোটি মানুষ।

জনমতের চাপে বিশ্ব নেতারা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জোরদার করেন, যে নিষেধাজ্ঞা প্রথমে আরোপ করা হয়েছিল ১৯৬৭ সালে।

এরপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ জোরালো হয়ে উঠলে ১৯৯০ সালে এএনসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন দক্ষিণ আফ্রিকার তখনকার প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক। কারাগার থেকে মুক্ত হন ম্যান্ডেলা। শুরু হয় দক্ষিণ আফ্রিকার বহুদলীয় গণতন্ত্রের আলোচনা।
১৯৯৩ সালের ডিসেম্বরে ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান ম্যান্ডেলা। এর পাঁচ মাস পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

কারাজীবন থেকে ফেরার পর ১৯৯২ সালে দ্বিতীয় স্ত্রী উইনির সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৮ সালে ৮০তম জন্মদিনে ম্যান্ডেলা বিয়ে করেন মোজাম্বিকের প্রয়াত প্রেসিডেন্টের বিধবা স্ত্রী গ্রাসা ম্যাচেলকে।

১৯৯৯ সালে ডেপুটি থাবো এমবেকির হাতে ক্ষমতা ছাড়েন ম্যান্ডেলা। এরপর নিজের গড়ে তোলা ম্যান্ডেলা ফাউন্ডেশনের আওতায় জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন।

এ সময় বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ এবং অন্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকেও তাকে অংশ নিতে দেখা যায়।

‘বিশ্বের বড় বড় সংকট’ নিরসনে খ্যাতনামা ব্যক্তিদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্দেশ্যে ৮৯ তম জন্মদিনে তিনি গড়ে তোলেন দ্য লিডার্স নামে একটি গ্রুপ।

ম্যান্ডেলার জীবনের শেষ জন্মদিনটি কাটে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে। দক্ষিণ আফ্রিকায় সেই দিনটি শুরু হয় লাখো স্কুলশিশুর কণ্ঠে 'হ্যাপি বার্থডে ম্যান্ডেলা' গানের মধ্য দিয়ে।

কেবল দক্ষিণ আফ্রিকা নয়, বিশ্বের সব দেশের মানুষই প্রতি বছর তার জন্মদিন পালন করে যাবে। ম্যান্ডেলা নামের দীপ নিভে গেলেও তার ছড়ানো আলো অমানিশার কালো ছাড়িয়ে সাম্যের পথ দেখিয়ে যাবে মানুষকে।

আগামী পৃথিবীর শিশুরাও ম্যান্ডেলার সেই উদ্ধৃতি থেকে জীবনের পাঠ নেবে-  স্বাধীনতার পথ কোথাও সহজ নয়। আকাঙ্ক্ষার পর্বতশীর্ষে পৌঁছানোর জন্য আমাদের বারবার অতিক্রম করতে হয় মৃত্যুর পথ।

[বিবিসি ও রয়টার্স অবলম্বনে]