সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪



কাউখালীর সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান নির্মাণকাজে পুনঃরায় শুরু

!!রবিউল হাসান রবিন!!
পিরোজপুরের একটি অবহেলিত উপজেলা শহর কাউখালী। এই শহরে পঁচিশ হাজার মানুষের বাস। অথচ কারো মৃত্যুর পর লাশ দাফনের নির্দিষ্ট কোনো জায়গা নেই। যাদের নিজস্ব জমি নেই, স্বজনদের লাশ দাফনে তাদের পড়তে হয় চরম দুর্ভোগে। জমির স্বল্পতা উচ্চ মূল্যের কারণে নির্ধারিত কবরস্থান গড়তে কারো উদ্যোগও ছিল না।
 আর সংকট মোকাবিলায় ২০১২সালে উদ্যোগ নিয়েছিলেন জনপ্রতিনিধি সদর ইউপি চেয়ারম্যানআমিনুর রশীদ মিলটন।  তাঁর সম্মিলিত উদ্যোগে শামিল হয়েছেন দুই শতাধিক মানুষ। সবার স্বেচ্ছাশ্রমে সন্ধ্যার বুকে তৈরি হচ্ছে 'শেষ ঠিকানা'
সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান গড়ে তুলতে গত ২০১২ সালের২৮ ফেব্রুয়ারি সকাল থেকে দুই শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ শুরু করেন। এই কাজে অংশ নেন এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

কাউখালী শহরের থানা ভবন থেকে মাত্র ২০০ গজ দূরেই সন্ধ্যা নদীর চর। সেখানে গত বছর হিন্দু সম্প্রদায়ের জন্য একটি শ্মশানঘাট গড়ে তোলা হয়। পাশেই এক একর চরের জমিজুড়ে এবার গড়ে তোলা হচ্ছেগণকবরস্থান।
প্রায় ২বছর কাজ ব্ন্ধ থাকার পর গতকাল শনিবার (২০ ডিসেম্বর২০১৪) কবর স্হানের অসমাপ্ত কাজ শুরু হয়েছে। ২৫০ জন শ্রমিক ও স্বেচ্ছাশ্রমে জনসাধারন িএ কাজে অংশ নিয়েছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন বলেন, 'কবরস্থান নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল। সবার প্রচেষ্টায় সে সংকট মিটে গেছে।

শুরুর দিন সকালে অল্পসংখ্যক মানুষ নিয়ে মাটি কেটে কবরস্থান ভরাটের কাজ শুরু করা হয়। আস্তে আস্তে আগ্রহী মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। ফলে অনেক মানুষের অংশগ্রহণে কাজটি করা সহজ হয়। তিনি বলেন, শহরে প্রশস্ত কবরস্থান গড়ে তোলার জমির খুব সংকট। সংকট মোচন করে দেয় শহর লাগোয়া সন্ধ্যা নদী। সম্প্রতি এখানে জেগে ওঠে বিশাল চর। সেই চরের এক একর জমিতেই সবার সম্মতিতে কবরস্থান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
কাউখালীর সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নানা সংকটে মানুষের সম্মিলিত স্বেচ্ছাশ্রম কমছে। এমনই সময়ে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ কবরস্থান গড়ে তোলা একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজ উন্নয়নে সামাজিক উদ্যোগ গ্রহণযোগ্য।
কাউখালী উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. আবুবকর সিদ্দিক বলেন, 'কবরস্থান মানুষের শেষ ঠিকানা। সেই কবরস্থানের নির্ধারিত জায়গা না থাকা দুর্ভাগ্যজনক। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট স্থানে কবরস্থান গড়ে তোলা নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।'

                            কাউখালীতে ফেনসিডিলসহ একজন আটক

কাউখালী  প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে ৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ইউনুস গাজীকে (৩৭) আটক করেছে কাউখালী থানা পুলিশ। জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদের নেতেৃত্ব অভিযান চালিয়ে  কাউখালীর আমরাজুড়ি কুমিয়ান এলাকা থেকে ইউনুস গাজীর দেহ দল্লশি করে তার কাছে থাকা ৬ বোতল সহ আটক করে।

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

কাউখালীর কচা নদীতে বেকুটিয়া সেতু হচ্ছে,আনন্দ মিছিল



বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুু নির্মাণের খবরে আনন্দে মেতেছে পিরোজপুরের কাউখালী। শুক্রবার সকালে কচা নদীর বেকুটিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই গুরুত্বপূর্ন সেতুটি নির্মাণের লক্ষ্যে (১১ ডিসেম্বর) সরকারের সঙ্গে চীনের চুক্তি সাক্ষরের খবর পাওয়ার পর গ্রামবাসী আনন্দে মেতে ওঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনের সাথে এ চুক্তি সাক্ষরিত হওয়ায় কয়েক হাজার আনন্দিত এলাকাবাসি বেকুটিয়া ফেরীঘাটে সমবেত হয়। এরাকাবাসির দীর্ঘদিনের দাবি পূরণে বর্তমান প্রধাননন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ  চীনা সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে বেকুটিয়া ফেরী ঘাট এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলটি বেকুটিয়া ফেরীঘাট থেকে মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এতে  সহস্্রাধিক গ্রামবাসি অংশ নেন।
শেষে বেকুটিয়া ফেরীঘাট এলাকার নতুন বাজার মোড়ে জাতীয় পার্টি (জেপি)কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  এডভোকেট হুমায়ূন কবির তালুকদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জেপি নেতা অধ্যাপক শেখ হারুণ অর রশীদ, আ’লীগ নেতা দুলাল বিশ্বাস, শেখ মোহাম্মদ দুলাল,জেপি নেতা শাহজান মোল্লা, আ’লীগ নেতা সুভাষ চন্দ্র মন্ডল, জাকের পার্টি নেতা খান রুস্তুম আলী, ছাত্র নেতা শেখ কাইয়ূম ও মহিউদ্দিন মঞ্জু প্রমূখ।
সমাবেশে বক্তারা কচা নদীর বেকুটিয়ায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পিরোজপুর জেলার বেকুটিয়ায় এ সেতু নির্মাণে বৃহস্পতিবার চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে।

            বেকুটিয়ায়৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু



কাউখালী (পিরোজপুর) : অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণ হচ্ছে পিরোজপুর জেলার কাউখালীর বেকুটিয়ায়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
এ সেতু নির্মাণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে। সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এই খবর এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) তারা এলাকায় মিছিল ও সমাবেশ করেছে।
এতে বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং চীন সরকারের পক্ষে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর ওয়াং জিজিয়ান সই করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ১০ কোটি মার্কিন ডলার (৮০০ কোটি টাকা) অনুদান সহায়তা দেবে। বাকি অর্থের জোগান দেবে বাংলাদেশ সরকার।
মন্ত্রী জানান, এক হাজার ৪৮০ মিটার বা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও সাড়ে ১৩ মিটার প্রস্থের সেতুর সঙ্গে প্রায় ১৪ কিলোমিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের টার্গেট ১২ মাসের মধ্যে প্রক্রিয়াগত সব কাজ শেষ করা। এ কাজ শেষ করে ২০১৬-এর জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আমরা আশা করছি সর্বোচ্চ তিন বছরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিভাগ বরিশাল ও খুলনার মধ্যে সংযোগ সৃষ্টিকারী ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মুক্ত করবে, এমন আশাবাদ সংশ্লিষ্ট মহলের।

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

                                       কাউখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে

                                       সবুজ বাহিনীর প্রধান দস্যু সবুজ নিহত


পিরোজপুরের কাউখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সবুজ বাহিনীর প্রধান দস্যু নাজির আহম্মেদ সবুজ(৪২) নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে সাত দিকে কাউখালী শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে র‌্যাব ও সন্ত্রাসী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের পাল্টা গুলিতে সে নিহত হয়েছে বলে বরিশাল র‌্যাব-৮ সƒত্রে জানা গেছে। এসময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল হতে একটি পিস্তল, শটগান,কাটা রাইফেল ও৪টি ককটেল কিছু গুলির খোসা উদ্ধার করে। নিহত দস্যু নাজির আহম্মেদ সবুজ পার্শ¦বর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামের আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।
র‌্যাব-৮ এর ক্যাপ্টেন মো. বাশার জানান,র‌্যাবের একটি নিয়মিত টহলদল চারটি মোটর সাইকেলযোগে গতকাল শুক্রবার দিবাগত সন্ধ্যা ৬টা৫০ দিকে কাউখালী টহল দিচ্ছিলেন। এসময় শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে ৪/৫জনের একটি দলকে গোপন বৈবঠক করতে দেখেন। র‌্যাব সদস্য মাঠের দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা র‌্যাবের ডিএডি মো. রুহুল আমীনকে  লক্ষ্য করে গুলি চালায়। বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে রক্ষা পান। এরপর র‌্যাব সদস্যরা পালাটা গুলি চালালে সন্ত্রাসী দল বেশ কিছু ককটেল বিস্ফেরণ ঘটিয়ে পালাতে থাকে। এসময় র‌্যাবের গুলিতে দস্যু বাহিনীর প্রধান নাজির আহম্মেদ সবুজ ঘটনাস্থলে নিহত হয়। পরে র‌্যাব ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশী চালিয়ে একটি পিস্তল,একটি কাটা রাইফেল ও কিছু গুলির খোসা উদ্ধার করে।
র‌্যাব সূত্র জানায় দস্যু সবুজ র‌্যাব ও পুলিশের তালিকাভ’ক্ত সন্ত্রাসী। সে উপকূলীয় এলাকায় তার নেতৃত্বে সবুজ বাহিনী গড়ে তুলে নানা দস্যুতা চালিয়ে আসছিল।


এ ব্যাপারে রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান বন্দুকযুদ্ধে দস্যু সবুজ নিহত হয়োর স্যুতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে রাজারপুর থানায় সুনির্দিষ্ট ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এছাড়া উপকুলীয় কয়েকটি থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।
এ রিপোর্ট লেখার সময় রাত সোয়া আটাঁর দিকে কাউখালী থানার ওসি মো. সুলতান মাহমুদ জানান,পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা লাশের সুরতহাল রিপোর্ট করছে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪

       কাউখালী সন্ধ্যা নদী থেকে তেল পাচারের পাচারের

                        সময়২জন আটক


কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে একটি ট্যাংকার তেল পাচারের সময় একটি ট্রলারসহ তেল চোরাই চক্রের সদস্য দু’ জনকে আটক করেছে কাউখালী থানার পুলিশ । বৃহস্পতিবার রাতে পিরোজপুরের  অভিযান চালিয়ে তাদের আটক করে ।আটককৃতরা হল ফজলুল হক(৪৪),ইউসুফ(৪২) এ ব্যাপারে  কাউখালী থানায় মামলা হয়েছে।এস,আই দেবব্রত হরি জানান,  নদীতে ট্যাংকার থেকে তেল পাচার হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে একটি ট্রলারভর্তি ৪০ লিটার তেলের ড্রামসহ চোরচক্রের দুই সদস্য কে আটক করা হয়।এলাকাবাসী জানান,আসল তেল চোরাই চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তারা ধরা ছোয়ার বাইরে। এ নদীতে প্রতি রাতে লাখ লাখ টাকার তেল পাচার হচ্ছে। এ নদী থেকে গত ১ সেপ্টম্বর বরিশাল কোস্টগার্ড সদস্যরা তেল পাচারের সময় এমটি রাশেদ এন্টারপ্রাইজ নামে একটি ট্যাংকার,ওএকটি ট্রলারসহ ১৯ জনকে আটক করেছিলেন

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

                        কাউখালীতে এক তরুণের লাশ উদ্ধার

                                      বেকারত্বের জ্বালায় গলায় ফাস


পিরোজপুরের কাউখালী আসাদুর রহমান শিশির(৩১) নামে এক বেকার তরুণের লাশ উদ্ধার  করেছে পুলিশ । আজ বুধবার সকালে পুলিশ কাউখালী শহরের বাসস্টা- এলাকায় নিহত ওই তরুণের বোনের বাসার বারান্দা হতে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।  পরিবারের স্বজনদের দাবি লেখা পড়া শেষে কলেজে  চাকুরির একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে হতাশায় সে আত্মহত্যা করেছে। নিহত ওই তরুণ কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আসাদুর রহমান অনার্স ও মাস্টার্স শেষে ভগ্নিপতি কলেজ শিক্ষক শহীদ সারোয়ারের বাসায় থেকে  কলেজে শিক্ষকতার চাকুরির চেষ্টা করছিল। সে কয়েকটি কলেজে আবেদন করে। কিন্তু নিযোগ পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। তাই সে নিজের ওপর ক্ষুব্ধ অভিমানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গলায় দড়ি দিয়ে বোনের বাসার বারান্দায় আত্মহত্যা করে। আজ বুধবার সকালে স্বজনরা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে ওই তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক দেবব্রত হরি জানান,এ ঘটনায় আজ বুধবার কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ  ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##

                  কাউখালীতে মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবি

                                              দুই কিশোর জেলে আহত


পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে একটি মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা জেলে নৌকা ডুবে গেলে  রাকিব হোসেন(১৬) ও রিপন মিয়া(২০)নামে দুই কিশোর জেল গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ভোর জারটার দিকে কাউখালী শহর লাগোয়া সন্ধ্যা নদীতে প্রচ- কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জেলেদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মাছ ধরা ও নৌকা জালের হদিস মেলেনি। আহত দুই জেলে কাউখালীর চিড়াপাড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আজ বুধবার ভোর চারটার দিকে কাউখালী ঘাট থেকে মংলাগামী মালবাহী একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে সন্ধ্যা নদীতে মাছ ধরা একটি জেলে নৌকায় ধাক্কা দেয়। এসময় ওই জেলে নৌকাটি ডুবে গেলে কিশোর দুই জেলে নদীতে পড়ে গুরুতর আহত হয়। আহত দুই জেলের ডাক চিৎকারে নদী বক্ষে মাছ ধরারত অন্য জেলেরা তাদের উদ্ধার করে। তাদের গুরুতর অবস্থায় প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জেলেরিপনকে  অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুঘর্টনা ঘটিয়ে কোস্টার জাহাজটি দ্রুত চলে গেছে। জাহাজটি এখনও সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

                   কাউখালীতে কোটি টাকার কস্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৪

কাউখালীপ্রতিনিধি
পিরোজপুরের কাউখালীা কচুয়াকাঠী থেকে প্রায় ২১কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গর্)সহ ৪  ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন, শিশির কর্মকার
(৪৮),কেউন্দিয়া গ্রামের সালাউদ্দিন চানু(৪০) মোঃ সিরাজুল ইসলামবাচ্চু (৫৫) মোঃ সামছুদ্দিন(৩৮), । গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর তিন টার দিকে মঙ্গলবার দুপুরে বরিশাল র‌্যাব -৮
্র একটি দল র‌্যাবের মেজর আদনানের নেতৃত্বে একটি টিম কাউখালী থানাধীন সরুপকাঠি-কাউখালী সড়কের  পূর্ব পার্শ্বে শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় সামনে   থেকে একটি বস্তার ভিতর থেকে মূল্যবান কস্টিপাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য জিজ্ঞাসাবাদ করতে বরিশালে নিয়ে আসা হয়েছে।

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

  কাউখালীতে মাসিক আইন শৃংখলা সভায় উত্তেজনা

  পরে শহরে ওসির অপসারণ দাবিতে মিছিল


পিরোজপুরের কাউখালী উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় আইন শৃংখলার অবনতি নিয়ে থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা কাটি নিয়ে উত্তেজনা দেখা দেয়। গতকাল রবিবার দুপুরে এমন অবস্থায় মাসিক সমন্বয় সভা স্থগিত হয়ে যায়। এরপর বিক্ষুব্ধ  জনতা তাৎক্ষণিক উপজেলা পরিষদ সম্মূখ সড়ক হতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষুব্ধ জনতা এসময় কাউখালীতে গত একমাসে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির জন্য থানার ওসি মো. সুলতান মাহমুদের অপসারণ দাবি করে। মিছিলটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুজিব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের সূত্রে জানাগেছে,গতকাল রবিবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে নিয়মিত মাসিক আইন শৃংখলা সভা শুরু হয়। একপর্যায় গত এক মাসে প্রায় ২৪টি চুরি,একটি ডাকাতিসহ মাদকের বিরুদ্ধে পুলিশী কর্মকা-ের সমলোচনা হয়। সদর ইউপি চেয়ারম্যান ধামিনুর রশীদ মিল্টন থানার ওসিকে দায়ি করে বক্তব্য দিতে শুরু করলে থানার ওসি এর প্রতিবাদ জানায় । এসময় সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা ওসির আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে তিরস্কার করে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হলে সভাস্থলে হট্রগোলের বাধে। ওই অবস্থায় ইউএনও সভা মূলতবি ঘোষণা দেন। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌছলে  ওসি পুলিশ প্রহরায় বের হয়ে যান।
 এর কিছুক্ষণ পর দুপুর একটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা থানার ওসির বিরুদ্ধে উপজেলা পরিষদ সম্মূখ সড়ক হতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। শেষে শহরের মুজিব চত্বরে ওসির অপসারণ দাবি করে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাধারণ সম্পাদক ইউনুস খান, যুগ্ম সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি ইউনুস খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির গাজী,ব্যবসায়ি পল্টু লাল বসু,জাকারিয়া মহিউদ্দিন ও হুমায়ূন কবির প্রমূখ।
সমাবেশে বক্তারা কাউখালী গত এক মাসের আইনশৃংখলা পরিস্থিুিত অবনতির জন্য থানার ওসিকে দায়ি করে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান।
 এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভা বয়কট শেষে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠুর কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু এবং কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুর রশিদ মিল্টন । তারা বলেন,গত এক মাসে কাউখালীতে ২৪টি চুরি,একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া মাদক প্রতিরোধে পুলিশ শোন ব্যবস্থাই নেয়নি। মাসিক আইন শৃংখলা সভায় এ নিয়ে আলোচনা উঠলে ওসি সভায় অসৌজন্য আচরণ করেন। একপর্যায় তিনি সমন্বয় সভায় আ্ইন শৃংখলা সভা মানেন না বলে এখানে কোন জবাব দিবেন না বলে সভার পরিবেশ বিঘিœত করে বের হয়ে যান। এতে সভা মূলতবি হয়ে যায়।
এ ব্যাপারে কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সাথে মোবাইল যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
 এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, সুলতান মাহমুদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,আমাকে আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধিরা বিধি বহির্ভূত দুব্যবহার করে সভা থেকে বের করে দেয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে শহরের বিক্ষোভ মিছিল বের করে।
বর্তমানে কাউখালীতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বৈরীতায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

      কাউখালীতে ৪৫ দিন পর কবর থেকে সাবেক সেনা সদস্যর  লাশ উত্তোলন


গতকাল বৃহ¯পতিবার পিরোজপুরের কাউখালী  উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের গিয়াস উদ্দিন শাহজাহান(৪৫) নামে এক সাবেক সেনা সদস্যর  লাশ মৃত্যুর ৪৫দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহ¯পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন,  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর  মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে,গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ  গত ৭অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি বাধাঝুলান্ত অব¯হায় পুলিশ উদ্বার করে। ধারনা ছিলঈদূল আজহ্রা দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস।তখন বাড়ি কেউ ছিলনা।বাড়ির আত্মীয় স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়না তদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।্ গিয়াস উদ্দিন শাহজাহান দু’সন্তানের জনক।

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪



   কাউখালীবাসী আজও ভুলতে পারেনি সিডরের ভয়াবহতা

পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর বয়ে যাওয়া প্রলয়ংকরী সাইক্লোন  সিডরের ভয়াবহতার স্মৃতি  মানুষ আজও বয়ে বেড়াচ্ছে। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষের অনেকেই এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেনি
সেই ভয়াবহতার  ৭বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও দুর্গতদের পুনর্বাসন পুনর্গঠন করা সম্ভব হয়নি। নিজ নিজ পেশায় ফিরতে পারেনি বহু মানুষ। সিডর ক্ষতি এখানকার মানুষ কিছুটা পুষিয়ে নিতে পারলেও ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি। ১২/১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যাওয়ার পর অসংখ্য গবাদি পশুর মৃতদেহের মধ্যে কাউখালীর জন মানব সন্তানের লাশ শামিল হয়েছিল। উপজেলার বিভিন্ন সড়ক ব্রিজ-কালভাট প্রশাসনের উদাসিনতার কারনে আজও মেরামত হয়নি

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে উপকূলের জেলা পিরোজপুরে মানবসম্পদের পর সবচেয়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি করেছিল ফলজ বনজ বৃক্ষ সম্পদের। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সে সময় অসংখ্য বনজ ঔষধি বৃক্ষসহ প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন ধরনের হাজার হাজার বাগান পরিণত হয়েছিল বিরানভূমিতে। গত বছরেও সে ক্ষত পূরণ করতে পারেনি উপজেলার বৃক্ষপ্রেমী মানুষজন। সরোজমিন দেখা গেছে, বিভিন্ন সড়ক ব্রিজ-কালভার্টেও আবস্থা যেমন আমরাজুড়ি-কাউখালী-নৈকাঠি সড়ক কাউখালী-গুয়াটন-ঝালকাঠি সংযোগ সড়ক মেরামত কাজ আজও শেষ হয়নি

চিড়াপারা-ভিটাবাড়িয়া সড়কের উপর ৭টি ব্রিজ-কালভাট আজও মেরামত করা হয়নি কোন রকম জোড়া-তালী দিয়ে যানবাহন চলাচল করছে। উপজেলা হাসপাতালের ক্ষতিগ্রস্ত ডায়রিয়া ওয়ার্ডটি সেই রকম পরে আছে। কাউখালীতে সিডর বছর পরে আবাসন খাদ্য সংকট পূরন হওয়ায় তাতে ক্ষতিগ্রস্তরা খুশি। তবে প্রতিবছর সময়টায় সিডরের কথা মনে করে তারা আঁতকে ওঠেন। ব্যাপক সম্পদ এবং স্বজন হারানোর ব্যথায় কেঁদে বুক ভাসান
মসজিদগুলোতে এবং বাড়িবাড়ি দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এবারের সিডরকে স্মরণ করবার প্রস্তুতি নিয়েছেন তারা। কাউখালীতে ১৫ হাজার ঘর-বাড়ীশতাধিক ব্রীজ কালভার্ট, বহুশিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত, হাট-বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারী হিসাবে প্রায় একশ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের প্রচেষ্টায় এবং বেসরকারি বিভিন্ন সাহায্য সংস্থা এনজিও সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন

আবাসন সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বহুলাংশে সমাধান হয়েছে বলেও তারা দাবি করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাঁধ অভ্যন্তরীণ রাস্তাঘাট ইতিমধ্যে অধিকাংশ মেরামত সম্পন্ন হয়েছেতার মতে অর্থনৈতিক আবাসন সংকট তিনি এবং এখানকার মানুষ ইতিমধ্যে বহুলাংশে কাটিয়ে উঠেছে। কাউখালীর সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু পুনর্বাসন কাজে নিয়োজিত থেকে তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘কাউখালী এলাকার মানুষ সিডরের ভয়াবহতার কথা কখনও ভুলতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন আর তেমন সমস্যা নেই
বিভীষিকাময় সেই রাতের কথা স্মরণ করে আজ থেকে ক্ষতিগ্রস্তউপকূলীয় জনপদগুলোতে স্বজন হারানোদের আত্মার শান্তি কামনায় মসজিদে এবং ঘরে ঘরে আয়োজন করা হয়েছে দোয়া মিলাদ মাহফিলের। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা উপলক্ষে নিয়েছে নানা কর্মসূচি।

                                                      হুমায়ুন আহম্মেদের জন্মদিন উপলক্ষে

                       কাউখালীতে দু’দিনব্যাপীতথ্যচিত্র প্রদর্শনী


গতকাল বুধবার পিরোজপুরের কাউখালীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহম্মদের জন্ম বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের উপর দু’ দিনব্যাপী তথ্য চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা  সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু এ প্রদর্শনীয় আয়োজক। বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহীত ’শতাধিক  ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেন সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু। সংগ্রহশালা চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শিক্ষাবিদ আশুতোষ মিস্ত্রী, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রুত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ আলমগীর হোসেন উদ্যোক্তা আঃ লতিফ খসরু। প্রদর্শনীতে হুমায়ুন আহম্মদের লেখা বিভিন্ন বইপত্র প্রদর্শীত হয়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে হুমায়ুন আহম্মদের কর্মময় জীবনের চিত্রাবলি প্রত্যক্ষ করেন। প্রদর্শনীর আয়োজক আঃ লতিফ খসরু বলেন নতুন প্রজন্মকে এ বরেণ্য কথাসাহিত্যিকের বর্নাঢ্য কর্মময় জীবন সম্পর্কে অবহিত করতে তার এই উদ্যোগ।



শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪



                                            কাউখালীতে ভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন


 পিরোজপুরের কাউখালীরসন্ধ্যা নদীর তীরবর্তী সোনাকুর গ্রামে শুক্রবার সকালে ঐতিহ্যবাহী মৃৎ শিল্পের গ্রামহিসেবে খ্যাত সোনাকুর গ্রামের ভাঙন কবলিত পালপাড়ায় নদীভাঙনে বিপন্ন  গ্রামবাসির উদ্যোগে নদী তীরে ব্যাতিক্রমী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসির উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় ভাঙন কবলিত নদী তীরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানব বন্ধনে সোনাকুর গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন
মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়এতে বক্তব্য দেন, ইউপি সদস্য ইন্দ্র চন্দ্র কৃ-ু, মৎস্যজিবি সমিতির সভাপতি   জাতীয়পাটির(জেপি) নেতা আঃ ওয়াদুদ ও অধিবাসি আঃ ছালাম প্রমূখ সমাবেশে বক্তারা সন্ধ্যা নদীর তীব্র ভাঙন হতে ঐতিহ্যবাহী সোনাকুর গ্রাম  রক্ষার দাবি জানানএসময় বক্তারা সোনাকুরের নদী ভাঙনে বিপন্ন ঐতিহ্যবাহী পাল পাড়া রক্ষা ও ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীদেও পূনর্বাসনের দাবি জানান
চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ জানান, গত ত্রিশ বছরে ওই সকল গ্রামের অন্তত ২০ হাজার পরিবারের বসত বাটি, ফসলী জমি, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা উত্তাল নদে বিলীন হয়ে গেছেএখনও হুমকীর মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, মি অফিস, আশোয়া সরকারি প্রাথমিক অফিস, আমরাজুড়ি বাজার, দত্তের হাট, খাদ্য গুদাম ও গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়   
প্রসঙ্গত এককালে কাউখালীর সোনাকুর গ্রামের মাটির বাসন-কোষন গোটা উপকুেলরে মানুষের কাছে বেশ কদরের ছিলমাটির কাজ নিয়ে কোলাহলে মুখর ছিল গোটা গ্রামযুগযুগ ধরে সন্ধ্যা নদী ভাঙনে মৃৎপাড়াটি বিলীন হয়ে যাচ্ছেনদীর ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীরা জীবন বাঁচাতে যে যেখানে পেড়েছে আশ্রয় নিয়েছেপ্রায় দুইশত বছরের পুরানো সোনাকুরের এ মৃৎশিল্প সন্ধ্যা নদীর ভাঙ্গণে বিলীন হওয়ায় মৃৎশিল্পীরা আজ নিঃস্ব হয়ে পড়েছেনভাঙন রোধে এযাবৎ কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি
আমড়াজুড়ি ইউনিয়নের সোনাকুর  গ্রামের  ৯০ বছর বয়সী বিধাবা বিমলা সুন্দরী বলেন,সন্ধ্যা নদী এই রহম ভাঙতে ভাঙতে  আমাগো গিলছেতারপরও কোন কালেই ভাঙন ঠেকানোর  কোন ব্যবস্থা হইল নাআগামো এই দশা দ্যাহনের কি কেউ নাই