হুমায়ুন আহম্মেদের জন্মদিন উপলক্ষে
কাউখালীতে দু’দিনব্যাপীতথ্যচিত্র প্রদর্শনী
গতকাল বুধবার পিরোজপুরের কাউখালীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহম্মদের জন্ম বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের উপর দু’ দিনব্যাপী তথ্য চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু এ প্রদর্শনীয় আয়োজক। বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহীত ’শতাধিক ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেন সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু। সংগ্রহশালা চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শিক্ষাবিদ আশুতোষ মিস্ত্রী, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রুত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ আলমগীর হোসেন উদ্যোক্তা আঃ লতিফ খসরু। প্রদর্শনীতে হুমায়ুন আহম্মদের লেখা বিভিন্ন বইপত্র প্রদর্শীত হয়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে হুমায়ুন আহম্মদের কর্মময় জীবনের চিত্রাবলি প্রত্যক্ষ করেন। প্রদর্শনীর আয়োজক আঃ লতিফ খসরু বলেন নতুন প্রজন্মকে এ বরেণ্য কথাসাহিত্যিকের বর্নাঢ্য কর্মময় জীবন সম্পর্কে অবহিত করতে তার এই উদ্যোগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন