কাউখালীতে ৪৫ দিন পর কবর থেকে সাবেক সেনা সদস্যর লাশ উত্তোলন
গতকাল বৃহ¯পতিবার পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের গিয়াস উদ্দিন শাহজাহান(৪৫) নামে এক সাবেক সেনা সদস্যর লাশ মৃত্যুর ৪৫দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহ¯পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে,গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ গত ৭অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি বাধাঝুলান্ত অব¯হায় পুলিশ উদ্বার করে। ধারনা ছিলঈদূল আজহ্রা দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস।তখন বাড়ি কেউ ছিলনা।বাড়ির আত্মীয় স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়না তদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।্ গিয়াস উদ্দিন শাহজাহান দু’সন্তানের জনক।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহ¯পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে,গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ গত ৭অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি বাধাঝুলান্ত অব¯হায় পুলিশ উদ্বার করে। ধারনা ছিলঈদূল আজহ্রা দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস।তখন বাড়ি কেউ ছিলনা।বাড়ির আত্মীয় স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়না তদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।্ গিয়াস উদ্দিন শাহজাহান দু’সন্তানের জনক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন