বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

                  কাউখালীতে মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবি

                                              দুই কিশোর জেলে আহত


পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে একটি মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা জেলে নৌকা ডুবে গেলে  রাকিব হোসেন(১৬) ও রিপন মিয়া(২০)নামে দুই কিশোর জেল গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ভোর জারটার দিকে কাউখালী শহর লাগোয়া সন্ধ্যা নদীতে প্রচ- কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জেলেদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মাছ ধরা ও নৌকা জালের হদিস মেলেনি। আহত দুই জেলে কাউখালীর চিড়াপাড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আজ বুধবার ভোর চারটার দিকে কাউখালী ঘাট থেকে মংলাগামী মালবাহী একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে সন্ধ্যা নদীতে মাছ ধরা একটি জেলে নৌকায় ধাক্কা দেয়। এসময় ওই জেলে নৌকাটি ডুবে গেলে কিশোর দুই জেলে নদীতে পড়ে গুরুতর আহত হয়। আহত দুই জেলের ডাক চিৎকারে নদী বক্ষে মাছ ধরারত অন্য জেলেরা তাদের উদ্ধার করে। তাদের গুরুতর অবস্থায় প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জেলেরিপনকে  অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুঘর্টনা ঘটিয়ে কোস্টার জাহাজটি দ্রুত চলে গেছে। জাহাজটি এখনও সনাক্ত করা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন