বেকুটিয়ায়৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
কাউখালী (পিরোজপুর) : অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
বা বেকুটিয়া সেতু নির্মাণ হচ্ছে পিরোজপুর জেলার কাউখালীর বেকুটিয়ায়। এতে
ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
এ সেতু নির্মাণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চীন সরকারের সঙ্গে একটি
চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে। সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের
সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এই খবর এলাকায় পৌঁছালে স্থানীয়
বাসিন্দাদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) তারা এলাকায়
মিছিল ও সমাবেশ করেছে।
এতে বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন
ছিদ্দিক এবং চীন সরকারের পক্ষে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল
কাউন্সিলর ওয়াং জিজিয়ান সই করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, অষ্টম বাংলাদেশ-চীন
মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক
হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ১০ কোটি মার্কিন ডলার (৮০০ কোটি
টাকা) অনুদান সহায়তা দেবে। বাকি অর্থের জোগান দেবে বাংলাদেশ সরকার।
মন্ত্রী জানান, এক হাজার ৪৮০ মিটার বা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও
সাড়ে ১৩ মিটার প্রস্থের সেতুর সঙ্গে প্রায় ১৪ কিলোমিটার সংযোগ সড়কও
নির্মাণ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের টার্গেট ১২ মাসের মধ্যে প্রক্রিয়াগত সব কাজ
শেষ করা। এ কাজ শেষ করে ২০১৬-এর জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
আমরা আশা করছি সর্বোচ্চ তিন বছরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিভাগ বরিশাল ও খুলনার মধ্যে সংযোগ
সৃষ্টিকারী ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন
দিগন্ত উন্মুক্ত করবে, এমন আশাবাদ সংশ্লিষ্ট মহলের।
good news
উত্তরমুছুন