শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

কাউখালীর কচা নদীতে বেকুটিয়া সেতু হচ্ছে,আনন্দ মিছিল



বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুু নির্মাণের খবরে আনন্দে মেতেছে পিরোজপুরের কাউখালী। শুক্রবার সকালে কচা নদীর বেকুটিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই গুরুত্বপূর্ন সেতুটি নির্মাণের লক্ষ্যে (১১ ডিসেম্বর) সরকারের সঙ্গে চীনের চুক্তি সাক্ষরের খবর পাওয়ার পর গ্রামবাসী আনন্দে মেতে ওঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনের সাথে এ চুক্তি সাক্ষরিত হওয়ায় কয়েক হাজার আনন্দিত এলাকাবাসি বেকুটিয়া ফেরীঘাটে সমবেত হয়। এরাকাবাসির দীর্ঘদিনের দাবি পূরণে বর্তমান প্রধাননন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ  চীনা সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে বেকুটিয়া ফেরী ঘাট এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলটি বেকুটিয়া ফেরীঘাট থেকে মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এতে  সহস্্রাধিক গ্রামবাসি অংশ নেন।
শেষে বেকুটিয়া ফেরীঘাট এলাকার নতুন বাজার মোড়ে জাতীয় পার্টি (জেপি)কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  এডভোকেট হুমায়ূন কবির তালুকদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জেপি নেতা অধ্যাপক শেখ হারুণ অর রশীদ, আ’লীগ নেতা দুলাল বিশ্বাস, শেখ মোহাম্মদ দুলাল,জেপি নেতা শাহজান মোল্লা, আ’লীগ নেতা সুভাষ চন্দ্র মন্ডল, জাকের পার্টি নেতা খান রুস্তুম আলী, ছাত্র নেতা শেখ কাইয়ূম ও মহিউদ্দিন মঞ্জু প্রমূখ।
সমাবেশে বক্তারা কচা নদীর বেকুটিয়ায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পিরোজপুর জেলার বেকুটিয়ায় এ সেতু নির্মাণে বৃহস্পতিবার চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন