কাউখালীতে কোটি টাকার কস্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৪
কাউখালীপ্রতিনিধি
পিরোজপুরের কাউখালীা কচুয়াকাঠী থেকে প্রায় ২১কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গর্)সহ ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন, শিশির কর্মকার
(৪৮),কেউন্দিয়া গ্রামের সালাউদ্দিন চানু(৪০) মোঃ সিরাজুল ইসলামবাচ্চু (৫৫) মোঃ সামছুদ্দিন(৩৮), । গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর তিন টার দিকে মঙ্গলবার দুপুরে বরিশাল র্যাব -৮পিরোজপুরের কাউখালীা কচুয়াকাঠী থেকে প্রায় ২১কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গর্)সহ ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন, শিশির কর্মকার
্র একটি দল র্যাবের মেজর আদনানের নেতৃত্বে একটি টিম কাউখালী থানাধীন সরুপকাঠি-কাউখালী সড়কের পূর্ব পার্শ্বে শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় সামনে থেকে একটি বস্তার ভিতর থেকে মূল্যবান কস্টিপাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য জিজ্ঞাসাবাদ করতে বরিশালে নিয়ে আসা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন