শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪

       কাউখালী সন্ধ্যা নদী থেকে তেল পাচারের পাচারের

                        সময়২জন আটক


কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে একটি ট্যাংকার তেল পাচারের সময় একটি ট্রলারসহ তেল চোরাই চক্রের সদস্য দু’ জনকে আটক করেছে কাউখালী থানার পুলিশ । বৃহস্পতিবার রাতে পিরোজপুরের  অভিযান চালিয়ে তাদের আটক করে ।আটককৃতরা হল ফজলুল হক(৪৪),ইউসুফ(৪২) এ ব্যাপারে  কাউখালী থানায় মামলা হয়েছে।এস,আই দেবব্রত হরি জানান,  নদীতে ট্যাংকার থেকে তেল পাচার হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে একটি ট্রলারভর্তি ৪০ লিটার তেলের ড্রামসহ চোরচক্রের দুই সদস্য কে আটক করা হয়।এলাকাবাসী জানান,আসল তেল চোরাই চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তারা ধরা ছোয়ার বাইরে। এ নদীতে প্রতি রাতে লাখ লাখ টাকার তেল পাচার হচ্ছে। এ নদী থেকে গত ১ সেপ্টম্বর বরিশাল কোস্টগার্ড সদস্যরা তেল পাচারের সময় এমটি রাশেদ এন্টারপ্রাইজ নামে একটি ট্যাংকার,ওএকটি ট্রলারসহ ১৯ জনকে আটক করেছিলেন

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

                        কাউখালীতে এক তরুণের লাশ উদ্ধার

                                      বেকারত্বের জ্বালায় গলায় ফাস


পিরোজপুরের কাউখালী আসাদুর রহমান শিশির(৩১) নামে এক বেকার তরুণের লাশ উদ্ধার  করেছে পুলিশ । আজ বুধবার সকালে পুলিশ কাউখালী শহরের বাসস্টা- এলাকায় নিহত ওই তরুণের বোনের বাসার বারান্দা হতে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।  পরিবারের স্বজনদের দাবি লেখা পড়া শেষে কলেজে  চাকুরির একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে হতাশায় সে আত্মহত্যা করেছে। নিহত ওই তরুণ কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আসাদুর রহমান অনার্স ও মাস্টার্স শেষে ভগ্নিপতি কলেজ শিক্ষক শহীদ সারোয়ারের বাসায় থেকে  কলেজে শিক্ষকতার চাকুরির চেষ্টা করছিল। সে কয়েকটি কলেজে আবেদন করে। কিন্তু নিযোগ পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। তাই সে নিজের ওপর ক্ষুব্ধ অভিমানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গলায় দড়ি দিয়ে বোনের বাসার বারান্দায় আত্মহত্যা করে। আজ বুধবার সকালে স্বজনরা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে ওই তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক দেবব্রত হরি জানান,এ ঘটনায় আজ বুধবার কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ  ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##

                  কাউখালীতে মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবি

                                              দুই কিশোর জেলে আহত


পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে একটি মালবাহী কোস্টার জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা জেলে নৌকা ডুবে গেলে  রাকিব হোসেন(১৬) ও রিপন মিয়া(২০)নামে দুই কিশোর জেল গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ভোর জারটার দিকে কাউখালী শহর লাগোয়া সন্ধ্যা নদীতে প্রচ- কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জেলেদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মাছ ধরা ও নৌকা জালের হদিস মেলেনি। আহত দুই জেলে কাউখালীর চিড়াপাড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আজ বুধবার ভোর চারটার দিকে কাউখালী ঘাট থেকে মংলাগামী মালবাহী একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে সন্ধ্যা নদীতে মাছ ধরা একটি জেলে নৌকায় ধাক্কা দেয়। এসময় ওই জেলে নৌকাটি ডুবে গেলে কিশোর দুই জেলে নদীতে পড়ে গুরুতর আহত হয়। আহত দুই জেলের ডাক চিৎকারে নদী বক্ষে মাছ ধরারত অন্য জেলেরা তাদের উদ্ধার করে। তাদের গুরুতর অবস্থায় প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জেলেরিপনকে  অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুঘর্টনা ঘটিয়ে কোস্টার জাহাজটি দ্রুত চলে গেছে। জাহাজটি এখনও সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

                   কাউখালীতে কোটি টাকার কস্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৪

কাউখালীপ্রতিনিধি
পিরোজপুরের কাউখালীা কচুয়াকাঠী থেকে প্রায় ২১কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গর্)সহ ৪  ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন, শিশির কর্মকার
(৪৮),কেউন্দিয়া গ্রামের সালাউদ্দিন চানু(৪০) মোঃ সিরাজুল ইসলামবাচ্চু (৫৫) মোঃ সামছুদ্দিন(৩৮), । গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর তিন টার দিকে মঙ্গলবার দুপুরে বরিশাল র‌্যাব -৮
্র একটি দল র‌্যাবের মেজর আদনানের নেতৃত্বে একটি টিম কাউখালী থানাধীন সরুপকাঠি-কাউখালী সড়কের  পূর্ব পার্শ্বে শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় সামনে   থেকে একটি বস্তার ভিতর থেকে মূল্যবান কস্টিপাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য জিজ্ঞাসাবাদ করতে বরিশালে নিয়ে আসা হয়েছে।

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

  কাউখালীতে মাসিক আইন শৃংখলা সভায় উত্তেজনা

  পরে শহরে ওসির অপসারণ দাবিতে মিছিল


পিরোজপুরের কাউখালী উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় আইন শৃংখলার অবনতি নিয়ে থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা কাটি নিয়ে উত্তেজনা দেখা দেয়। গতকাল রবিবার দুপুরে এমন অবস্থায় মাসিক সমন্বয় সভা স্থগিত হয়ে যায়। এরপর বিক্ষুব্ধ  জনতা তাৎক্ষণিক উপজেলা পরিষদ সম্মূখ সড়ক হতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষুব্ধ জনতা এসময় কাউখালীতে গত একমাসে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির জন্য থানার ওসি মো. সুলতান মাহমুদের অপসারণ দাবি করে। মিছিলটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুজিব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের সূত্রে জানাগেছে,গতকাল রবিবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে নিয়মিত মাসিক আইন শৃংখলা সভা শুরু হয়। একপর্যায় গত এক মাসে প্রায় ২৪টি চুরি,একটি ডাকাতিসহ মাদকের বিরুদ্ধে পুলিশী কর্মকা-ের সমলোচনা হয়। সদর ইউপি চেয়ারম্যান ধামিনুর রশীদ মিল্টন থানার ওসিকে দায়ি করে বক্তব্য দিতে শুরু করলে থানার ওসি এর প্রতিবাদ জানায় । এসময় সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা ওসির আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে তিরস্কার করে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হলে সভাস্থলে হট্রগোলের বাধে। ওই অবস্থায় ইউএনও সভা মূলতবি ঘোষণা দেন। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌছলে  ওসি পুলিশ প্রহরায় বের হয়ে যান।
 এর কিছুক্ষণ পর দুপুর একটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা থানার ওসির বিরুদ্ধে উপজেলা পরিষদ সম্মূখ সড়ক হতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। শেষে শহরের মুজিব চত্বরে ওসির অপসারণ দাবি করে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাধারণ সম্পাদক ইউনুস খান, যুগ্ম সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি ইউনুস খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির গাজী,ব্যবসায়ি পল্টু লাল বসু,জাকারিয়া মহিউদ্দিন ও হুমায়ূন কবির প্রমূখ।
সমাবেশে বক্তারা কাউখালী গত এক মাসের আইনশৃংখলা পরিস্থিুিত অবনতির জন্য থানার ওসিকে দায়ি করে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান।
 এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভা বয়কট শেষে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠুর কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু এবং কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুর রশিদ মিল্টন । তারা বলেন,গত এক মাসে কাউখালীতে ২৪টি চুরি,একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া মাদক প্রতিরোধে পুলিশ শোন ব্যবস্থাই নেয়নি। মাসিক আইন শৃংখলা সভায় এ নিয়ে আলোচনা উঠলে ওসি সভায় অসৌজন্য আচরণ করেন। একপর্যায় তিনি সমন্বয় সভায় আ্ইন শৃংখলা সভা মানেন না বলে এখানে কোন জবাব দিবেন না বলে সভার পরিবেশ বিঘিœত করে বের হয়ে যান। এতে সভা মূলতবি হয়ে যায়।
এ ব্যাপারে কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সাথে মোবাইল যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
 এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, সুলতান মাহমুদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,আমাকে আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধিরা বিধি বহির্ভূত দুব্যবহার করে সভা থেকে বের করে দেয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে শহরের বিক্ষোভ মিছিল বের করে।
বর্তমানে কাউখালীতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বৈরীতায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

      কাউখালীতে ৪৫ দিন পর কবর থেকে সাবেক সেনা সদস্যর  লাশ উত্তোলন


গতকাল বৃহ¯পতিবার পিরোজপুরের কাউখালী  উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের গিয়াস উদ্দিন শাহজাহান(৪৫) নামে এক সাবেক সেনা সদস্যর  লাশ মৃত্যুর ৪৫দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত গিয়াসের ছোট ভাই আলাউদ্দিন মোল্লা হিরনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহ¯পতিবার দুপুরে হরিনধারা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। লাশ তোলার সময় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন,  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর  মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি লাশটি কবর থেকে উত্তোলনের সময় এলাকার শ‘ শ‘ জনতার ভিড় ছিল লক্ষণীয়।
জানা গেছে,গিয়াস উদ্দিন শাহজাহানের লাশ  গত ৭অক্টোবর তার ঘরের বারান্দায় গলায় রশি বাধাঝুলান্ত অব¯হায় পুলিশ উদ্বার করে। ধারনা ছিলঈদূল আজহ্রা দিন রাতে মৃত্যুবরণ করেন গিয়াস।তখন বাড়ি কেউ ছিলনা।বাড়ির আত্মীয় স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে নিহতের ভাইদের না জানিয়ে ময়না তদন্ত ছাড়া তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।্ গিয়াস উদ্দিন শাহজাহান দু’সন্তানের জনক।

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪



   কাউখালীবাসী আজও ভুলতে পারেনি সিডরের ভয়াবহতা

পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর বয়ে যাওয়া প্রলয়ংকরী সাইক্লোন  সিডরের ভয়াবহতার স্মৃতি  মানুষ আজও বয়ে বেড়াচ্ছে। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষের অনেকেই এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেনি
সেই ভয়াবহতার  ৭বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও দুর্গতদের পুনর্বাসন পুনর্গঠন করা সম্ভব হয়নি। নিজ নিজ পেশায় ফিরতে পারেনি বহু মানুষ। সিডর ক্ষতি এখানকার মানুষ কিছুটা পুষিয়ে নিতে পারলেও ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি। ১২/১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যাওয়ার পর অসংখ্য গবাদি পশুর মৃতদেহের মধ্যে কাউখালীর জন মানব সন্তানের লাশ শামিল হয়েছিল। উপজেলার বিভিন্ন সড়ক ব্রিজ-কালভাট প্রশাসনের উদাসিনতার কারনে আজও মেরামত হয়নি

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে উপকূলের জেলা পিরোজপুরে মানবসম্পদের পর সবচেয়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি করেছিল ফলজ বনজ বৃক্ষ সম্পদের। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সে সময় অসংখ্য বনজ ঔষধি বৃক্ষসহ প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন ধরনের হাজার হাজার বাগান পরিণত হয়েছিল বিরানভূমিতে। গত বছরেও সে ক্ষত পূরণ করতে পারেনি উপজেলার বৃক্ষপ্রেমী মানুষজন। সরোজমিন দেখা গেছে, বিভিন্ন সড়ক ব্রিজ-কালভার্টেও আবস্থা যেমন আমরাজুড়ি-কাউখালী-নৈকাঠি সড়ক কাউখালী-গুয়াটন-ঝালকাঠি সংযোগ সড়ক মেরামত কাজ আজও শেষ হয়নি

চিড়াপারা-ভিটাবাড়িয়া সড়কের উপর ৭টি ব্রিজ-কালভাট আজও মেরামত করা হয়নি কোন রকম জোড়া-তালী দিয়ে যানবাহন চলাচল করছে। উপজেলা হাসপাতালের ক্ষতিগ্রস্ত ডায়রিয়া ওয়ার্ডটি সেই রকম পরে আছে। কাউখালীতে সিডর বছর পরে আবাসন খাদ্য সংকট পূরন হওয়ায় তাতে ক্ষতিগ্রস্তরা খুশি। তবে প্রতিবছর সময়টায় সিডরের কথা মনে করে তারা আঁতকে ওঠেন। ব্যাপক সম্পদ এবং স্বজন হারানোর ব্যথায় কেঁদে বুক ভাসান
মসজিদগুলোতে এবং বাড়িবাড়ি দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এবারের সিডরকে স্মরণ করবার প্রস্তুতি নিয়েছেন তারা। কাউখালীতে ১৫ হাজার ঘর-বাড়ীশতাধিক ব্রীজ কালভার্ট, বহুশিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত, হাট-বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারী হিসাবে প্রায় একশ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের প্রচেষ্টায় এবং বেসরকারি বিভিন্ন সাহায্য সংস্থা এনজিও সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন

আবাসন সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বহুলাংশে সমাধান হয়েছে বলেও তারা দাবি করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাঁধ অভ্যন্তরীণ রাস্তাঘাট ইতিমধ্যে অধিকাংশ মেরামত সম্পন্ন হয়েছেতার মতে অর্থনৈতিক আবাসন সংকট তিনি এবং এখানকার মানুষ ইতিমধ্যে বহুলাংশে কাটিয়ে উঠেছে। কাউখালীর সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু পুনর্বাসন কাজে নিয়োজিত থেকে তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘কাউখালী এলাকার মানুষ সিডরের ভয়াবহতার কথা কখনও ভুলতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন আর তেমন সমস্যা নেই
বিভীষিকাময় সেই রাতের কথা স্মরণ করে আজ থেকে ক্ষতিগ্রস্তউপকূলীয় জনপদগুলোতে স্বজন হারানোদের আত্মার শান্তি কামনায় মসজিদে এবং ঘরে ঘরে আয়োজন করা হয়েছে দোয়া মিলাদ মাহফিলের। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা উপলক্ষে নিয়েছে নানা কর্মসূচি।

                                                      হুমায়ুন আহম্মেদের জন্মদিন উপলক্ষে

                       কাউখালীতে দু’দিনব্যাপীতথ্যচিত্র প্রদর্শনী


গতকাল বুধবার পিরোজপুরের কাউখালীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহম্মদের জন্ম বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের উপর দু’ দিনব্যাপী তথ্য চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা  সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু এ প্রদর্শনীয় আয়োজক। বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহীত ’শতাধিক  ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেন সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু। সংগ্রহশালা চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শিক্ষাবিদ আশুতোষ মিস্ত্রী, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রুত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ আলমগীর হোসেন উদ্যোক্তা আঃ লতিফ খসরু। প্রদর্শনীতে হুমায়ুন আহম্মদের লেখা বিভিন্ন বইপত্র প্রদর্শীত হয়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে হুমায়ুন আহম্মদের কর্মময় জীবনের চিত্রাবলি প্রত্যক্ষ করেন। প্রদর্শনীর আয়োজক আঃ লতিফ খসরু বলেন নতুন প্রজন্মকে এ বরেণ্য কথাসাহিত্যিকের বর্নাঢ্য কর্মময় জীবন সম্পর্কে অবহিত করতে তার এই উদ্যোগ।