সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

কাউখালীতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের তোড়জোড়

কাউখালী(পিরোজপুর)২৭ জানুয়ারি,ফোকাস বাংলা নিউজ: পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। আলোচিত সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। সাধারণ ভোটারদের মাঝে এই নির্বাচনকে ঘিরে ভাবনা একটু বেশিই। কারণ সংসদ নির্বাচনে এ এলাকায় বিনা প্রতিন্দ্বতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের খবর শোনার ভোটাররা একটু উজ্জীবিত। কাউখালী উপজেলায় দ্বিতীয় দফায় ২৭ ফেব্র�য়ারী নির্বাচনের কথা রয়েছে। মনোনয়ন দাখিলের সময় ঘনিয়ে আসার কারণে উপজেলায় প্রার্থীরা দফায় দফায় সমর্থকদের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করছেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন পেতে চলছে জোর তৎপরতা। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপেতে জোর লবিং শুরু করেছেন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও এ দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও চলছে নির্বাচনের প্রস্তুতি। এ ছাড়া এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর তার দলের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে চলছে জোর তৎপরতা চালাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে কাউখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদকও জেলা বিএনপি�র যুগ্ন সাধারন সম্পাদক এ এম আহসান কবীর,ও যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমরাজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট এ কে এম আব্দুস শহীদ আবারও প্রার্থী হবেন বলে জানা গেছে। দলের অন্য প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পল্টন সম্ভাব্য প্রার্র্থী। উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু জানান, দলের সমর্থন পেলে তিনি প্রার্থী হবেন। জাতীয় পার্টিও জেপি সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক নজরুল ইসলাম জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান।ইউনাইটেড কমিউনিস্টলীগের জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল। এ ছাড়া ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দেড় ডজন প্রার্থী প্রার্থীও নাম শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন