শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

আওয়ামীলীগের প্রয়োজন হয়েছে তখনই জেপি তাদের পাশে শক্তি নিয়ে  সাহায্যে এগিয়ে গেছে........... আনোয়ার হোসেন মঞ্জু



জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমাদের লক্ষ্য দেশে সেবাধর্মী এমন একটি ব্যবস্থা চালু রাখা যার মধ্য দিয়ে মানুষ তার চাহিদা ও প্রয়োজন চিহ্নিত করে তার নিজের উন্নয়নকে অর্জন করতে পারে। এই উদ্দেশ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠন সমূহ আয়োজিত  এক জনসমাবেশে  উপস্থিত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জাতীয় পার্টি  (জেপি) আর আওয়ামীলীগের রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নেই। যখনই আওয়ামীলীগের প্রয়োজন হয়েছে তখনই জাতীয় পার্টি (জেপি) তাদের পাশে ক্ষুদ্র শক্তি নিয়ে হলেও সাহায্যে এগিয়ে গেছে। ১৯৯৬ সালে আমাদের সমর্থনে আওয়ামীলীগ সরকার গঠন করেছিল। তখন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজের যোগ্যতা, মেধা, দূরদর্শীতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে আমাদের তাঁর মন্ত্রী সভায় অন্তর্ভূক্ত করেছিলেন। সে সময় তাঁর সেই বিশ্বাস ও আস্থার সম্মান আমরা রক্ষা করতে সচেষ্ট ছিলাম। দক্ষিণাঞ্চলসহ সারা দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়া তথা স্বাধীনতার স্বাধ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা অবদান রেখেছি। সম্প্রতি নির্বাচন নিয়ে যখন দেশব্যাপী এক ধরনের নিশ্চয়তার অভাব ও শঙ্কা বিরাজমান ছিল এবং অনেকেই ঢাকায় বসে নির্বাচনের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছিলেন  তখন আমরা বলেছিলাম কেউ নির্বাচনে না গেলেও জাতীয় পাটি ( জেপি) নির্বাচনে যাবে। কারন আমাদের রাজনীতি হচ্ছে যে কোন মূল্যে ভোটের রাজনীতি, নির্বাচনী ব্যবস্থা তথা সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখা। দেশে যদি এর বিপরীত ধারা রাজনীতিতে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে জনগণ অধিকারহীন হয়ে পড়ে।
স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে জেপির কাউখালী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম,এ, কাইউম, জেপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হুমায়ূন কবির রাজু, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলু তালুকদার, টুঙ্গীপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, হাফিজুর রশিদ, কাউখালী উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, আওয়ামীযুবলীগের উপজেলা সভাপতি অলোক কর্মকার, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি কামরুজ্জামান মিঠু, জেপির উপজেলা যুগ্ম সম্পাদক খান মোঃ বাচ্চু, যুব সমাজের উপজেলা সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, ছাত্রসমাজের উপজেলা সাধারন সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
এর আগে রাতে মন্ত্রী আনোয়ার হোসেন  আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় হইতে মাগুরা গ্রাম পর্যন্ত পল্লী বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, এলাকা পরিচালক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, প্রমুখ।
সন্ধ্যার পর আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে কাউখালী মানিক মিয়া কিন্ডারগার্টেন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত-শীতার্ত  নারী ও পুরুষের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।  #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন