কাউখালী বিএনপি’র সকল কমিটি বিলুপ্ত
তৃণমূলের ভোটের মাধ্যমে উপজেলা নির্বাচনে দলীয় একক প্রার্থী ঘোষণা
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে উপজেলা কমিটিসহ ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষাণা করা হয়েছে। পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী বর্তমান উজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম আহসান কবিরকে আগামী উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে দলীয় একক প্রার্থী নির্বাচিত করা হয়।সেই সাথে দ্বিতীয় দফায় তাঁর বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ায়ী তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহসান কবির নির্বাচিত হন। পরে পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন আগামী উপজেলা নির্বাচনে তাকে দ্বিতীয় দফায় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেন। দলীয় কোন্দলের অবসানের লক্ষে আগামী উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান নির্বাচিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন কাউখালী বিএনপির মধ্যে দুই ধারায় আভ্যন্তরীণ কোন্দল বিরাজ করে আসছিল। এতে এবার দলের ভিতরে উপজেলা নির্বাচনে দলীয় একাধিক প্রার্থীর তৎপরতা বিরাজ করে আসছিল।
দলীয় ওই সভায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে কাউখালী উপজেলা বিএনপি , ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
উওর বাজারে আয়োজিত উপজেলা বিএনপি’র এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুুরুজ্জামান বাবুল।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, যতদিন পর্যন্ত নতুন কমিটি গঠন না করা হবে ততদিন পর্যন্ত নির্বাচনী কেন্দ্র ভিত্তিক যে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিগুলো দায়িত্ব পালন করবেন ।
সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, থানা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী খান, যুবদল কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম, দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া, শাফিউল আযম দুলাল প্রমূখ।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন আসন্ন উপজেলা নির্বাচনে কাউখালী বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যানকে ঘোষণা করা হয়েছে নিশ্চিত করে বলেন,তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলের একক প্রার্থী নির্বাচিত করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে উপজেলা বিএনপির ভিতরে আভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটেছে।
দলীয় ওই সভায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে কাউখালী উপজেলা বিএনপি , ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
উওর বাজারে আয়োজিত উপজেলা বিএনপি’র এ বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুুরুজ্জামান বাবুল।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, যতদিন পর্যন্ত নতুন কমিটি গঠন না করা হবে ততদিন পর্যন্ত নির্বাচনী কেন্দ্র ভিত্তিক যে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিগুলো দায়িত্ব পালন করবেন ।
সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, থানা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী খান, যুবদল কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম, দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া, শাফিউল আযম দুলাল প্রমূখ।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন আসন্ন উপজেলা নির্বাচনে কাউখালী বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যানকে ঘোষণা করা হয়েছে নিশ্চিত করে বলেন,তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলের একক প্রার্থী নির্বাচিত করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে উপজেলা বিএনপির ভিতরে আভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন