শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ

কাউখালীতে মানবাধিকার কমিশনের মানববন্ধন


নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কাউখালী উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
শেষে মানবাধিকার কমিশনের সহসভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে  বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মল্টিন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, শিক ও সংস্কৃতিজন সুব্রত রায়, ক্রীড়া সংগঠক মাহমুদ খান খোকন, পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল হাসান রবিন প্রমুখ।
এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুল ইসলাম খান, জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মল্টিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগম, কাউখালী মানবাধিকার ইউনিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মিয়া,  সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, প্রাথমিক শিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, মঞ্জুরুল মারুফ পিয়াল, জসিম উদ্দীন প্রমুখ।
সমাবেশে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও এতে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শা¯িতর দাবি জানান।। অপরদিকে বিকালে মুজিব চত্ত্বরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আরো একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন