বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪

ঘন কুয়াশায়   শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে


ঘন কুয়াশায় গোটা দণিাঞ্চলের নৌ-যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে ও শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কাউখালীর জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
গত চারদিন ধরে প্রচন্ড শীতে বেশি তিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। তাদের গবাদি পশু গুলোও রয়েছে মৃত্যু ঝুঁকির মধ্যে। সুর্যের আলো দেখা যাচ্ছে না তাই দৈনন্দিন কাজের সময়সীমাও পাল্টে যাচ্ছে মানুষের জীবনে।
ঘন কুয়াশায় গোটা দণিাঞ্চলের নৌ-যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ঢাকা থেকে দণিাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান নির্ধারিত সময়ের ৭/৮ ঘণ্টা পরে গন্তব্যে পৌঁছাচ্ছে। তীব্র কুয়াশার কারণে গত কয়েকদিন যাবত লঞ্চ সঠিক সময়ে গন্তব্যে পৌছতে পারেনি। ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় প্রায় লঞ্চ যাত্রী নিয়ে চরে আটকা পড়ে। লঞ্চের সুপার ভাইজাররা জানান, যাত্রী নিয়ে ঢাকা বা কাউখালী-হুলারহাট-ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর তাদের কুয়াশার কারণে মাঝ নদীতে লঞ্চ নোংগর করে রাখতে হয়।। ফলে মাঝ নদীতে নোঙ্গর করা লঞ্চগুলো কুয়াশা না কমা পর্যন্ত গন্তব্যে রওয়ানা হতে পারছে না। একই অবস্থা সড়কপথেরও। সড়কপথে যানবাহন সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে না পারার কারণে সিডিউল অনুযায়ী ছেড়ে যেতে পারছে না। ফেরি চলাচল ও মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। যাত্রী দুর্ভোগ ও পণ্য পরিবহনে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন