বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

কাউখালীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

 

কাউখালী, পিরোজপুর :: খাস জমি বরাদ্দে দূর্নীতি ও অনিয়ম বন্ধের দাবি এবং চিড়াপারা মৌজায় প্র¯তাবকৃত খাস জমি অবিলম্বে ১৩১জন ভূমিহীন কৃষককের মাঝে বন্দোবস্ত ও কাউখালী উপজেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সর্বহারাদের পূণর্বাসনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
চিড়াপারা টলসেট ঘরে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার সভাপতি কমরেড নারায়ণ চন্দ্র মিস্ত্রী সভাপত্বি করেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতিকেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক আঃসাত্তার, পিরোজপুরজেলা শাখার সভাপতি কমরেড নিমাই মন্ডল, সিপিবি’র সাধারন সম্পাদক  ইউপি চেযারম্যান কমরেড কৃষ্ণ লাল গুহ ওক্ষেতমজুর সমিতির সাধারন সম্পাদক সমর সমদ্দার  প্রমূখ।
সমাবেশ শেষে   একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন