বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

ভাষার মাসে কাউখালীতে ব্যতিক্রমী আয়োজন

বাকপ্রতিবন্ধী শিশুরা অংকন করল শহীদ মিনার



ভাষার মাসের মহান একুশে ফেব্র“য়ারী উপলে পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার ১৫জন বাকপ্রতিবন্ধী শিশুর অংশগ্রহণে শহীদ মিনার অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে কাউখালীর বাকপ্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা ষাটোর্ধ আব্দুল লতিফ খসরু এ প্রতিযোগিতার আয়োজন করেন।
কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক ও সংস্কৃতিজন সুব্রত রায় শহীদ মিনার চত্বরে সমবেত বাকপ্রতিবন্ধী শিুদের হাতে কাগজ ও রঙ পেন্সিল তুলে দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বাকপ্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা বব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, শিক সুব্রত রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী গোলাম ফারুক, শিক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শারমিন,দ্বিতীয় স্থান অধিকারী খাদিজা, তৃতীয় স্থান অধিকারী জাহিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫জন বাকপ্রতিবন্ধী শিশুদের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
উদ্যোক্ত আব্দুল লতিফ খসরুব বলেন,বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে আয়োজনের উদ্দেশ্য যাতে সুবিধাবঞ্চিত এসব শিশুদের অধিকার সুরায় অন্যরা উদ্যোগ নেন।
কাউখালীর সংস্কৃতিজন  সুব্রত রায় বলেন,বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে ভাষার মাসে এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। শিা এসব শিশুর অধিকার । এসব সুবিধাবঞ্চিত বাক প্রতিবন্ধীদের প্রতি আমাদের একটা দায় রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন