বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

রিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহীর কাউখালীর আ. লতিফ খসরু

প্রাথমিক শিক্ষা পদক লাভ



পিরোজপুরের কাউখালীর সমাজসেবক আ. লতিফ খসরু বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী হিসেবে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছেন।  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক বিতরণ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা ভবন মিলনায়তনে গতকাল বুধবার আায়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ এর উপ-পরিচালক মাহবুব ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে প্রথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য কাউখালীর আ. লতিফসহ বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু,শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,ব্যাক্তি,প্রতিষ্ঠানসহ মোট ২০জনের মাঝে শিক্ষা পদক বিতরণ করেন।
উল্লেখ্য কাউখালীর শিক্ষা উদ্যোক্তা আ. লতিফ ২০০৯ ও ২০১১ সালে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজসেবক নির্বাচিত হন।
তিনি  কাউখালী উপজেলার ইতিহাস, তথ্য কেন্দ্র সংগ্রহশালা ও আব্দুস সোবাহান স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ২০ জন বাক প্রতিবন্ধী শিশুদের নিয়ে স্ব উদ্যোগে একটি বাক প্রতিবন্ধী পাঠশালা প্রতিষ্ঠা করে নিজেই পাঠদান করে চলছেন।
তিনি এর আগে ২০১১ সালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (বিএসবি) এ্যাওয়ার্ড, ২০০৯ সালে পিরোজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বলেশ্বর পত্রিকার পদক ও কাউখালী উপজেলা পরিষদ, কাউখালী উত্তরায়ণ খেলাঘর আসর কর্তৃক সম্মাননা লাভ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন