শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কাউখালীতে বিএনপি প্রার্থী আহসান কবীর জয়ী


 উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়ধাপে বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে বিএনপি’র সমর্থিত প্রার্থী এস এম আহসান কবীর (দোয়াত কলম)। ১৩ হাজার ১ শ ৯৬ ভোট পেয়ে দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র বিদ্রোহী  প্রার্থী আবু সাইদ মিয়া মনু (আনারস)। তিনি পেয়েছেন ৮ হাজার ৭ শ ১৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মিঠু (তালা)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৭শ ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত শাফিউল আযম দুলাল (চশমা)। তিনি পেয়েছেন ১০ হাজার ৫ শ ৮৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী  মোসাঃ ফাতেমা ইয়াসমিন পপি (পদœ ফুল)। তিনি পেয়েছেন ৯ হাজার ৪ শ ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগ সমর্থিত শাহাজাদি রেবেকা  চৈতী (হাঁস)। তিনি ভোট পেয়েছেন ৭ হাজার ২ শ ২৯ ভোট। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল  ৪৭ হাজার ৪৫ ভোট। নির্বাচনে ভোট দিয়েছেন ২৯ হাজার ২ শ ৮৭ জন ভোটার। উপজেলার ৫টি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটাররা স্বতস্ফূর্ত লাইনে দাড়িয়ে সুশৃংখলভাবে ভোট দেন। আইনশৃংখলা বাহিনীর ব্যাপক সতর্কতার কারনে কোথাও তেমন উল্লেখযোগ্য বিশৃংখলা ঘটেনি। তবে সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কতিপয় উচ্ছৃংখল জনতা বিশৃংখলা চেষ্টা করে। এসময় ওই কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ ব্যহত হয়। পরে  সেনাবাহিনীর সদস্যরা সেখানে উস্থিত হলে বিশৃংখলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে পুনরায় নির্বিঘœ ভোট গ্রহণ চলে। এছাড়া দুপুর ১২টার দিকে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একদল বহিরাগত হঠাৎ ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করে । এসময় ভোটকেন্দ্র আশপাশে বিশৃংখলার সৃষ্টি হয়। তাৎক্ষণিক র‌্যাবের একটি দল লাঠিচার্জ করে বিশৃংখলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্ব ফলইবুনীয়া সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের সৃষ্টি হলে সেখানে একদল বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রর বাইরে প্রতিদ্বন্দি এক প্রার্থীর ভোটার ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

উপজেলা নির্বাচনে কাউখালীতে এক মঞ্চে ১১ প্রার্থী

কাউখালী(পিরোজপুর) জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে জনতার মুখোমুখি হলেন পিরোজপুরের কাউখালী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। রোববার সন্ধ্যায় স্থানীয় মুজিব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদ। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রার্থীদের জবাবদিহিতা এবং সঠিক প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে প্রার্থীদের সাথে জনগনের মুখোমুখি এ অনুষ্ঠানে ছয় জন চেয়ারম্যান প্রার্থী, তিন জন মহিলা ভাইস চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন সুজনের পিরোজপুর জেলার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস.এম আহসান কবীর, মনিরুজ্জামান পল্টন, এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু, আবু সাইদ মিয়া, নিমাই মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজাদী রেবেকা শাহীন চৈতী, সাহিদা হক, পেয়ারু বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী কারুজ্জামান মিঠু ও শফিউল আযম দুলাল এবং সুজনের জেলা সম্পাদক মোঃ শাহ আলম শেখ। প্রার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মসূচি ও অঙ্গীকার জনগনের সামনে তুলে ধরেন এবং ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রার্থীরা ১৪ দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং হাতে হাত ধরে অঙ্গীকারাবদ্ধ হন। বিপুল সংখ্যক জনতা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্র�য়ারি সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪


কাউখালীতে আওয়ামী লীগের কর্মী সভা



 

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ কাইয়ুম, সাবেক ছাত্রলীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ

প্রধান অতিথি এ.কে.এম.এ আউয়াল এম,পি বক্তব্যে এলাকার উন্নয়নের স্বার্থে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুজ্জামান পল্টন (কাপ প্রিচ মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মিঠু (তালা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাজাদী রেবেকা  শাহিন চৈতী (হাঁস মার্কা) কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলীয় নেতা কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান

ভাষার মাসে কাউখালীতে ব্যতিক্রমী আয়োজন

বাকপ্রতিবন্ধী শিশুরা অংকন করল শহীদ মিনার



ভাষার মাসের মহান একুশে ফেব্র“য়ারী উপলে পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার ১৫জন বাকপ্রতিবন্ধী শিশুর অংশগ্রহণে শহীদ মিনার অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে কাউখালীর বাকপ্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা ষাটোর্ধ আব্দুল লতিফ খসরু এ প্রতিযোগিতার আয়োজন করেন।
কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক ও সংস্কৃতিজন সুব্রত রায় শহীদ মিনার চত্বরে সমবেত বাকপ্রতিবন্ধী শিুদের হাতে কাগজ ও রঙ পেন্সিল তুলে দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বাকপ্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা বব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, শিক সুব্রত রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী গোলাম ফারুক, শিক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শারমিন,দ্বিতীয় স্থান অধিকারী খাদিজা, তৃতীয় স্থান অধিকারী জাহিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫জন বাকপ্রতিবন্ধী শিশুদের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
উদ্যোক্ত আব্দুল লতিফ খসরুব বলেন,বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে আয়োজনের উদ্দেশ্য যাতে সুবিধাবঞ্চিত এসব শিশুদের অধিকার সুরায় অন্যরা উদ্যোগ নেন।
কাউখালীর সংস্কৃতিজন  সুব্রত রায় বলেন,বাকপ্রতিবন্ধী শিশুদের নিয়ে ভাষার মাসে এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। শিা এসব শিশুর অধিকার । এসব সুবিধাবঞ্চিত বাক প্রতিবন্ধীদের প্রতি আমাদের একটা দায় রয়েছে।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

নিখোঁজের ৫ দিন পর কাউখালীতেশিশুর ভাসমান লাশ উদ্ধার

স্বরূপকাঠিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর শিশু সীমান্ত বড়ালের (৮) ভাসমান লাশ কাউখালী উপজেলার সোনাকুর এলাকার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে
জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামের পরিতোষ বড়ালের ছেলে সীমান্ত উপজেলার মুনিনাগ গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে সবার অগোচরে ডুবে যায়
    Digg StumbleUpon  Print
13-02-2014 18:11:24

নিখোঁজের ৫ দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : স্বরূপকাঠিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর শিশু সীমান্ত বড়ালের (৮) ভাসমান লাশ কাউখালী উপজেলার সোনাপুর এলাকার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামের পরিতোষ বড়ালের ছেলে সীমান্ত উপজেলার মুনিনাগ গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে সবার অগোচরে ডুবে যায়।
- See more at: http://www.dailybartoman.com/index.php?page=details&nc=3&news_id=21318#sthash.47PNgvkf.dpuf
    Digg StumbleUpon  Print
13-02-2014 18:11:24

নিখোঁজের ৫ দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : স্বরূপকাঠিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর শিশু সীমান্ত বড়ালের (৮) ভাসমান লাশ কাউখালী উপজেলার সোনাপুর এলাকার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামের পরিতোষ বড়ালের ছেলে সীমান্ত উপজেলার মুনিনাগ গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে সবার অগোচরে ডুবে যায়।
- See more at: http://www.dailybartoman.com/index.php?page=details&nc=3&news_id=21318#sthash.47PNgvkf.dpuf

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

কাউখালী মানিক মিয়া কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ওপুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


পিরোজপুরের ক্উাখালীতে মানিক মিয়া কিন্ডার গার্টেনের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবীব,বক্তব্য রাখেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারক,ু আবু মাহামুদ ফরিদ .অধ্যক্ষ খালেদা আখতার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেনআব্দুল আলীম। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন  ইভেন্টে ২শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

প্রতিক বরাদ্দের পর

কাউখালী উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে



পিরোজপুরের কাউখালী উপজেলার দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে  উপজেলা পরিষদের নির্বাচন। এদিকে দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণা জমে উঠছে। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গণসংযোগ, নির্বাচনী সভা-সমাবেশ ও উঠান বৈঠক। পাশাপাশি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এবং তার পে সর্বাত্মকভাবে কাজ করতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সভা সমাবেশ। প্রার্থীরা ভোটারদের শোনাচ্ছেন নানা প্রতিশ্রতির বানী। তবে ভোটাররা জানিয়েছেন প্রার্থীদের নানা প্রতিশ্রতি ও মিষ্টি কথায় না ভুলে এবার দেখেশুনে যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেয়ার কথা।  এদিকে বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথে চলছে হ্যান্ডবিল বিতরণ ও মাইকে প্রচারণা। গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজার ও হোটেল-রেস্তোরাঁয় শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পাশাপাশি গোটা উপজেলা এখন নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। ব্যস্ততা বেড়েছে প্রিন্টিং প্রেস ও মাইক অপারেটরদের। রিটার্নিং অফিসারের সূত্র মতে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। প্রার্থী তালিকায় রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিজেপি, জামায়াত এবং সিপিবি নেতারা। ফলে সব দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। গতকাল ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান  এস.এম আহসান কবীর(দোয়াত কলম)  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইসচেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন(কাপ-পিরিচ) , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমরাজুড়ী ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান এডভোকেট এ কে এম আব্দুস শহীদ (ঘোড়া)জাতীয়পার্টির(জেপির) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু(মোটর সাইকেল)   আবু সাইদ মিয়া (আনারাস),  ইউনাইটেড কমিউনিস্টলীগের জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল(টেলিফোন) ।ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. কামরুজ্জামান মিঠু (তালা), বিএনপি নেতা সাবেক ভিপি শাফিউল আযম দুলাল(চশমা),  জাতীয়পার্টি নেতা নুরুল আমিন (বাল্ব)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভনেত্রী শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী(হাঁস)বিএনপির ফাতেমা ইয়ামমিন পপি(পদ্বফুল) পেয়ারু বেগম(ফুটবল) ও স্বতন্ত্র শাহিদা হক(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ল্য করা যাচ্ছে। তবে ২৭ ফেব্রুয়ারি বলে দেবে কে হচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী।

রিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহীর কাউখালীর আ. লতিফ খসরু

প্রাথমিক শিক্ষা পদক লাভ



পিরোজপুরের কাউখালীর সমাজসেবক আ. লতিফ খসরু বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী হিসেবে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছেন।  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক বিতরণ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা ভবন মিলনায়তনে গতকাল বুধবার আায়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ এর উপ-পরিচালক মাহবুব ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে প্রথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য কাউখালীর আ. লতিফসহ বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু,শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,ব্যাক্তি,প্রতিষ্ঠানসহ মোট ২০জনের মাঝে শিক্ষা পদক বিতরণ করেন।
উল্লেখ্য কাউখালীর শিক্ষা উদ্যোক্তা আ. লতিফ ২০০৯ ও ২০১১ সালে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজসেবক নির্বাচিত হন।
তিনি  কাউখালী উপজেলার ইতিহাস, তথ্য কেন্দ্র সংগ্রহশালা ও আব্দুস সোবাহান স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ২০ জন বাক প্রতিবন্ধী শিশুদের নিয়ে স্ব উদ্যোগে একটি বাক প্রতিবন্ধী পাঠশালা প্রতিষ্ঠা করে নিজেই পাঠদান করে চলছেন।
তিনি এর আগে ২০১১ সালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (বিএসবি) এ্যাওয়ার্ড, ২০০৯ সালে পিরোজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বলেশ্বর পত্রিকার পদক ও কাউখালী উপজেলা পরিষদ, কাউখালী উত্তরায়ণ খেলাঘর আসর কর্তৃক সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

কাউখালীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

 

কাউখালী, পিরোজপুর :: খাস জমি বরাদ্দে দূর্নীতি ও অনিয়ম বন্ধের দাবি এবং চিড়াপারা মৌজায় প্র¯তাবকৃত খাস জমি অবিলম্বে ১৩১জন ভূমিহীন কৃষককের মাঝে বন্দোবস্ত ও কাউখালী উপজেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সর্বহারাদের পূণর্বাসনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
চিড়াপারা টলসেট ঘরে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার সভাপতি কমরেড নারায়ণ চন্দ্র মিস্ত্রী সভাপত্বি করেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতিকেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক আঃসাত্তার, পিরোজপুরজেলা শাখার সভাপতি কমরেড নিমাই মন্ডল, সিপিবি’র সাধারন সম্পাদক  ইউপি চেযারম্যান কমরেড কৃষ্ণ লাল গুহ ওক্ষেতমজুর সমিতির সাধারন সম্পাদক সমর সমদ্দার  প্রমূখ।
সমাবেশ শেষে   একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

কাউখালীতে উৎসব মুখর পরিবেশেপ্রার্থীদের মনোনয়নপত্র জমা চেয়ারম্যান পদে ৭জন, ভাইসচেয়ারম্যান পদে ৫জন,নারী ভাইসচেয়ারম্যানপদে ৪জন

ক্যাপশন যুক্ত করুন



 




আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকল দলের অংশগ্রহণে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।   উপজেলা চেয়ারম্যান পদে ৭জন, ভাইসচেয়ারম্যান পদে ৫জন,মহিলা ভাইসচেয়ারম্যানপদে ৪জন প্রার্থী সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিবের দপ্তরে  মনোনয়নপত্র জমা দেন। এর আগে প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থক নিয়ে শহরে নির্বাচনী শো ডাউন করেন। ফলে উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজ শুর হয়।
যাঁরা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন, উপজেলার বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদকও জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক এস.এম আহসান কবীর, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইসচেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন ,জাতীয়পার্টির(জেপির) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমরাজুড়ী ইউনিয়নের সাবেক   চেয়ারম্যান এডভোকেট এ কে এম আব্দুস শহীদ ও যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা  আবু সাইদ মিয়া  ইউনাইটেড কমিউনিস্টলীগের জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল ।
 এ ছাড়া ভাইসচেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেছেন। এরা হলেন, উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. কামরুজ্জামান মিঠু বিএনপি নেতা সাবেক ভিপি শাফিউল আযম দুলাল, জাতীয়পার্টি নেতা নুরুল আমিন ও কাজী হেমায়েত হোসেন ।
অপরদিকে নারী ভাইসচেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভনেত্রী শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী,বিএনপির ফাতেমা ইয়ামমিন পপি, পেয়ারু বেগম ও স্বতন্ত্র সাইদা হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারী কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।