শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

রবিউল হাসান রবিন,

প্রচন্ড শীতে কাতর হয়ে পড়েছেন জনপদের মানুষ। টানা ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। হতদরিদ্ররা নির্ঘুম রাত কাটাচ্ছেন। গরম কাপড়ের অভাবে তাদের এক মাত্র ভরসা আগুন। সামান্য গরম কাপড় কিংবা কম্বল পেলে খুশী তারা।

কাউখালীতে দু’দিন ধরে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃস্টি আর সূর্যের দেখা নেই। পরিস্থিতি আঁচ করতে পেরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা জিপে শীতবস্ত্র বোঝায় করে গ্রাম হাটবাজার,বাড়ি বাড়ি ছুটছেন। গভীর রাতে কম্বল হাতে তাকে দেখে হতভম্ব হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা শুক্রবার রাতে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে কাউখালী হাসপাতালে ভর্তি রোগী,পথচারী এবং বিভিন্ন স্থানে অসহায় দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে শীতার্ত বয়স্কদের গিয়ে শীতের কম্বল গায়ে জড়িয়ে দিয়ে আসেন।

রাতের আঁধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

সত্তোর্ধ এক বৃদ্ধ কাউখালী দক্ষিনবাজারের টলসেড ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন তিনি। ইউএনও তার গায়ে একটি কম্বল জড়িয়ে দিলেন। খুশীতে কেঁদে দিলেন ওই বৃদ্ধ।


শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

কাউখালীতে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু

পিরোজপুরের কাউখালীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। শনিবার (৩০নভেম্বর) সকাল ১০টায় সরকারি কে,জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেলার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন।
 
 এর আগে মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সরকারি বালক বিদ্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলাস্থলে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন,উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমিরুল আজম,ঝালকাঠী জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম,পিরোজপুর জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম, পটুয়াখালী জেলা তথ্যঅফিসার অনিমেষ কান্তি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কিরন চন্দ্র রায় প্র্রমুখ ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শুরু হওয়া দুই দিনব্যাপী এ শিশু মেলা রবিবার শেষ হবে।

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

জমে উঠেছে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব

রবিউল হাসান রবিন,কাউখালী
পিরোজপুরের কাউখালীতে  শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব জমে উঠেছে। পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে উৎসব। রবিবার সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮ তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটেছে। পাশর্^বর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছে। হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়।প্রতি বছরই রাস উৎসব উপলক্ষে কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে বসে পাঁচদিন ব্যাপী রাসমেলা।
আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ^ চরাচরের দু:খ বিমোচন, অধর্মের গøানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ^ শান্তি কামনায় ৫দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী ও উৎসবকে কেন্দ্র করে এখানে বসে সব ধর্মের মিলন মেলা। হাজার হাজার দর্শনার্থীর আগমনে মেলা হয়ে উঠছে উৎসবমুখর।
হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন স¤প্রদায়ের মানুষও উৎসবে দেখতে আসেন বলে জানান আয়োজকরা।
তবে তারা জানালেন, প্রতি বছর দেশ-বিদেশের লাখো মানুষ রাস উৎসবে যোগ দিলেও এবার দক্ষিনণাঞ্চলে দুর্যোগের কারণে দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম।

রাস উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, "সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আছে। এই মেলাকে কেন্দ্র করে আমরা সার্বিক নিরাপত্তা পরিকল্পনা করেছি।"


উৎসব উপলক্ষে ইতোমধ্যে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা। দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা।




বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

কাউখালীতে দুই যুবকের মৃত্যুদন্ড

প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামের উজ্জ্বল (১৫) নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
মৃতদন্ড প্রাপ্ত দুই যুবক হলেন সাহেদ হাওলাদার (৩১) ও লিটন আকন (২৯)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাহেদ হাওলাদারের বাড়ি উপজেলার  গোসনতারা গ্রামে। লিটন আকনের বাড়ি একই উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, লিটন ও সাহেদ ২০১২ সালের ৮ জুলাই সকালে কিশোর উজ্জ্বলকে বাড়ি  থেকে ডেকে নিয়ে কাউখালী বাজারের দিকে যান। উপজেলার আসপর্দি গ্রামের একটি পানের বরজে নিয়ে তাকে হত্যা করে তার সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে যান তাঁরা। ঘটনার চার দিন পর ১২ জুলাই সকালে স্থানীয়  লোকজন উজ্জ্বলের লাশ দেখতে  পেয়ে পুলিশকে খবর দেয়। উজ্জ্বলের বাবা  ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ওই দিন বাবা সহিদ আকন বাদী হয়ে লিটন আকনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা মামলা করেন।
১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় লিটন আকন আদালতে উপস্থিত ছিলেন। সাহেদ হাওলাদার ঘটনার পর থেকে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি  কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম। আসামি লিটন আকনের পক্ষে আইনজীবী ছিলেন হিরালাল কুন্ডু।

কাউখালীতে ৫ দিন ব্যাপী রাস উৎসব শুরু

প্রতিনিধি॥
সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮ তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে  শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী বাৎসরিক উৎসব বুধবার শুরু হয়েছে।
প্রতিবছর রাসপূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশ গ্রহণে  সংঘ পতাকা উত্তোলন শেষে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিন করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত,।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রফিকুল হক, অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,জাতীয় পার্টি জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু,কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, আশ্রমের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ প্রমুখ।
উৎসবের প্রচার, তথ্য ও অনুসন্ধান উপকমিটির যুগ্ম আহবায়ক সুব্রত রায় জানান, বিশ^ চরাচরের দু:খ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ^ শান্তি কামনায় ৫ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের ভক্তবৃন্দসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাদিক ভক্ত ও পূন্যার্থীর সমাগম ঘটবে। পাশর্^বর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ আশ্রমের সেবামূলক অনেক কার্যক্রম রয়েছে। এর মধ্যে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দারা বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা, সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার পরিচালনা ও দৈনিক দরিদ্র নারায়ন সেবা অন্যতম।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মংগল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরন বিতরণ, সরকারি হাসপাতালে দু:স্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রর্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি। ১৭ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

মা ইলিশ ধরায় কাউখালীতে ২ জেলেকে কারাদন্ড

কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ২ জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১১টায় রঘুনাথপরের কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩হাজার মিটার কারেন্ট জাল ও একটি  নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে সুবিদপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ফয়সাল এবং একই গ্রামের মাহাবুবুব সরদারের ছেলে কাওসার সরদার(২২)মঙ্গলবার  রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রফিকুল হক তাদের কারাদ- দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো.শাহাদাত ইসলাম ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল  ।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  পেঁয়াজের দাম বৃদ্ধিতে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ এবং দক্ষিন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর এস.এস. কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টসকে ৮ হাজার টাকা, মাধবের ঘোল মুড়ির দোকানকে দেড় হাজার টাকা এবং সোহাগ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

মা ইলিশ ধরায় কাউখালীতে ৩ জেলেকে কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা ও নৌ-পুলিশের যৌথ অভিযানে শনিবার সুবিদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  সাত কেজি ইলিশ ও  নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মো. শাহজালাল (৩১), মেহেদী (২২), আল-আমিন (১৯)।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক তাদের কারাদণ্ড দেন।

কাউখালীতে ফায়ারম্যান নোমান কারাগারে

পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী অফিসের কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন (২৭)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোমান ঝালকাঠী সদর উপজেলার কৃতিপাশা ইউনিয়নের গবিন্দ ধবল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী মহিলা কলেজ রোড থেকে কাউখালী থানার পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ ফায়ারম্যান মো. নোমান হোসেনকে আটক করে। পরদিন শুক্রবার মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের ফায়ারম্যান নোমানের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা কলেজের সামনে মোটর সাইকেল গতিরোধ করে তাকে তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু



পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. মাহী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

মো. মাহী উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুল শিক্ষক মাহামুদ হোসেন চন্নুর ছেলে।


মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহী মায়ের সঙ্গে ঈদ করতে রবিবার সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুর ১টার শিশু মাহী বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু মাহীকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

কাউখালীর প্রধান ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়


কাউখালীতে পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয়  ঈদগাহে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা পরিষদ।  ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিঞা মনু রাতে  ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করেছেন এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচারজ মো, কামরুজ্জামান তালুকদার,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু।



ডেঙ্গু সচেতনতায় মাঠে কাউখালী আওয়ামীলীগ

ডেঙ্গুসচেতনতায় মাঠে নেমেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।রবিবার (১১আগস্ট) সকালে মুজিব চত্বর এলাকা থেকে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী খান পান্না।

এ সময়  সোনালী ব্যাংক এলাকা,থানা রোড, উপজেলা চত্বরের আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ কাইউম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট এমডি আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগের যুগ্ন- আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, মাহফুজুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমূখ।
ডেঙ্গু সচেতনতায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় ইসাহাক আলী খান পান্না বলেন, দেশে ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষের জন্য রাজনীতি করে। তাই জনগণের পাশে সবসময় দলটির নেতাকর্মীরা থাকবেন।

শনিবার, ১০ আগস্ট, ২০১৯

কাউখালী হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ২৫টি কিট প্রদান করেছেন।

শনিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো.ছিদ্দিকুর রহমানের নিকট কিট গুলো হস্তান্তর করেছেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসেন, ডা. মো. মাছুম বিল্লাহ, ডা.নাইম ফেরদৌস, ডা. মো. ফাহাদ হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলায় ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্যসেবা বিষয়ে এলাকার সংসদ সদস্য নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। পিরোজপুর-২ আসনের কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী উপজেলায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা দ্রুত পরীক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট পাঠিয়েছেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ কাউখালী বাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

কাউখালীর অসুস্থ লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের মেধাবী লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ মিঞা মনু।

বুধবার(৭আগস্ট) দুপুরে তার কার্যালয়ে লেখিকা মুন্নির এ আর্থিক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ আকন, প্রভাষক জগদীশ কুন্ডু।

লেখিকা মুন্নি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হলে ২০১২ সালে ব্রেন টিউমারের অপারেশন করান আফরোজা। কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে ওঠা আর হয়নি তার। একের পর এক নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন মুন্নি। তার চিকিৎসা করতে দরিদ্র পরিবার নি:স্ব। চিকিৎসা খরচ যোগাতে কলম ধরলেন মুন্নি। এই সংবাদটি কয়েকটি সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত হওয়ায়র পর কাউখালী উপজেলা পরিষদের  চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র নজরে আসলে অসুস্থ আফরোজা মুন্নিকে চিকিৎসা সহায়তা দেন তিনি।

কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন


পিরোজপুরের কাউখালীতে  বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কাউখালী মহাবিদ্যালয় শাখার  উদ্যোগে ডেঙ্গু ও গুজব রোধে বুধবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে  সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।

সরকারি কাউখালী মহাবিদ্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো.রাজু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রিছাদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু প্রমুখ।
বক্তরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তৈরি করেছি। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফটেল বিতরণের মাধ্যমে তাঁদের পরিবারকেও আমারা সচেতন করছি। আমাদের এই সচেতনমূলক কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে।ক্যান্সারে আক্রান্ত আফরোজা মুন্নিকে সাহায্য আর্থিক সহায়তা প্রদান

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা


আবেগঘন পরিবেশে পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কাউখালী উপজেলা পরিষদ । সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে  এ সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভুমি) মো.রফিকুল হক,ওসি মো.কামরুজ্জামান তালুকদার,ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকো শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টির জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডা.ছিদ্দিকুর রহমান,মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার,সরকারি কাউখালী মহাবিদ্যালযের প্রভাষক রবীন মূখোপাধ্যায়,কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার প্রমূখ।

শুক্রবার, ৩১ মে, ২০১৯

কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ থেকে ৪০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার চারদিক নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, আগুনের খবর গভীর রাতে পেয়েছেন কিন্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেখানে যেতে পারেননি তারা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে বেতকা বাজারের একটি দর্জির দোকানে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লেগে গেলে মুর্হূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি মুদি দোকান, ১টি ইলেকট্রনিক্স দোকান, ১টি ফার্মেসি, ৪টি চায়ের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ১০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের প্রত্যেককে ১০হাজার টাকা ও ২বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হবে।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

কাউখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

কাউখালী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনভর কোরআনখানী, দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা,জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছিদ্দীকুল ইসলাম,বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন,ছাত্রদল নেতা শরিফুল আযম সোহেল প্রমুখ।

বুধবার, ১ মে, ২০১৯

কাউখালীতে মে দিবসে র‌্যালি-সমাবেশ


মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে র‌্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

বুধবার সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু,ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ ফরিদ হোসেন,পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদুল ইসলামসহ শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া দিবসটি উপলক্ষে কাউখালী চিরাপাড়া পারসাতুরিয়া ইজি বাইক অটো ড্রাইভার সমিতি, অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

শেরে বাংলা স্মৃতি পদক পেলেন শিক্ষক সুব্রত রায়



শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক-২০১৯ পেলেন কাউখালীর সুব্রত রায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের আয়োজনে গতকাল ৩০মে মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৫৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুব্রত রায়কে এ সম্মাননা পদক প্রদান করা হয়।  পদকপ্রাপ্তদেরকে একটি করে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের সভাপতি লায়ন এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ণ পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জেড এ হায়দার জীবন ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, যে দেশে গুণীজনদের কদর করা হয়না সে দেশে গুণীজন জন্মেনা । অবিভক্ত বাংলার ত্যাগী ও মহান রাজনীতিবিদ শেরে বাংলার নামে আজ এ স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভবিষ্যতে দেশে হাজারো গুনীজনের সৃষ্টি হবে। প্রদকপ্রাপ্ত গুনীজনদের মধ্যে সুব্রত রায় তাঁর অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, এ সম্মান আমার জীবনে অনেক বড় পাওয়া। যারা এ রকম একটি সুন্দর আয়োজন করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।


শিক্ষক সুব্রত রায় ১৯৬৭ সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গন্ধর্ব গ্রামে এক মধ্যবিত্ত শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরলোকগত পিতা সুভাষ চন্দ্র রায় ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। মাতা মুকুল রানী মিস্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সুব্রত রায় নিজেও একজন শিক্ষক । তিনি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। ১৯৮৪ সালে তিনি স্বরূপকাঠী উপজেলার ইএসপি ইনষ্টিটিউশন, বাটনাতলা থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৮৬ সালে তিনি স্বরূপকাঠী কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৯ সালে কাউখালী মহাবিদ্যালয় হতে ডিগ্রী পাস করেন। এরপর তিনি উচ্চতর ডিগ্রীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ পাস করেন। পাশাপাশি তিনি ১৯৯৫ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে পেশাগত ক্ষেত্রে তিনি সি-ইন-এড প্রশিক্ষণও লাভ করেন। তার স্ত্রী বীথিকা সাহা, সেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। তাঁর দু‘টি সন্তান রয়েছে । তারা অধ্যয়নরত ।
শিক্ষার মানের দিক থেকে সে তাঁর বিদ্যালয়টিতে আমূল পরিবর্তন এনেছেন । শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছর শতভাগ পাসের হার সহ সর্বাধিক জিপিএ-৫ ও সর্বাধিক বৃত্তি অর্জন করে  থাকে। ২০১০ সালে সমাপনী পরীক্ষায় তাঁর বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সারা দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করে । পরবর্তীকালে আরও কয়েকবার তাঁর বিদ্যালয়ের ফলাফলে বিভাগ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে । শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । পেশাগত পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংগীত বিষয়ের নির্ধারিত ১৩টি গান নিয়ে তার একটি অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে, যা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সংগীত বিষয়ের শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।  এছাড়া তিনি বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সদস্য সচিব এবং শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে জড়িত আছেন।


শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

মাদক ব্যবসা করলে জেলে থাকতে হবে: ডিআইজি শফিকুল ইসলাম


রবিউল হাসান রবিন,

বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম,বিপিএম(বার)পিপিএম বলেছেন,মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন,বাল্য বিয়ে প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। দেশ ও জাতীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। মাঠে কাজ করার কারনে বরিশাল বিভাগের সহ¯্রাধিক মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ।

শুক্রবার বিকেলে পিরোজপুরের কাউখালী থানার আয়োজনে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-নারী নির্যাতন বিরোধী সুধী সমাবেশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের পুরুস্কার বিতরন  সভায় সরকারী বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিআইজি  আরো বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা করবেন, আর বাইরে ঘুরে বেড়াবেন; তা হবে না। হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নইলে জেলে থাকতে হবে। যারা মাদক ছেড়ে আলোর পথে এসেছে, আমরা তাদের সহায়তা করবো। 
পিরোজপুরের পুলিশ সুপার(ভারপ্রাপ্ত)মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার  কাজী শাহানেওয়াজ, (পিপিএম- সেবা),উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,জাতীয় পার্টিজেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,অধ্যক্ষ অলোক কর্মকার, অধ্যক্ষ মাওলানা মো.মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম দাস,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুব্রত রায়,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার,শিক্ষক বাবর তালুকদার,সাংবাদিক রতন কুমার দাস প্রমূখ।
 পরে প্রধান অতিথি ৪৩জন শিক্ষক ও ৩৫০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

প্রচরণার শেষ মুহুর্তে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের নির্বাচনী শো-ডাউন


কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে  মিছিল ও শো-ডাউন করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.মৃদুল আহম্মেদ  সুমনের নেতা-কর্মীরা।শুক্রবার সকালে কাউখালী বন্দরে তারা এই আয়োজন করেন। প্রথমে বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে  নেতা কর্মীরা চশমা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান।

এর আগে মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে মিছিল শেষ হয়।

সব চেয়ে কম বয়সি তরুণ প্রজম্মের উদিয়মান নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্ধমান  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সমুন।
তিনি চশমা মার্কার সমার্থনে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে গত এক মাস যাবৎ দিন রাত নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়েছেন।
দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলিঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন।
যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।
যিনি নামে ও প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি এবং পরিচিতি ও প্রচারনায় সব প্রার্থীর চেয়ে প্রবিণ।
মৃদুল আহম্মেদ সুমন বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি,শিক্ষানুরাগী,সাংবাদিক। এ ছাড়া বিভিন্ন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা প্রতিষ্ঠানের সাথে সম্পৃত্ত রয়েছেন।
নির্বাচনে এসেই তিনি নিজস্ব ব্যাতিক্রমধর্মী কৌশল অবলম্বর করে কাউখালী উপজেলাবাসী একেবারে কাছে চলে এসেছেন। ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রতি ভোটারদের অস্থা অর্জন করেছেন।
মৃদুল আহম্মেদ সুমন বলেন,  ভোটারদের আমার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। একই ভাবে দলীয় সকল নেতা-কর্মীরা আমাকে সার্বক্ষনিক সাহস যুগাচ্ছেন।আমি কাউখালী উপজেলাবাসীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
তাই আগামী ৩১মার্চ চশমা মার্কায় ভোট দিয়ে কাউখালী উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিবেন।আমি সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলটনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

রবিউল হাসান রবিন,

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে সম্ভাব্য প্রার্থীরা চাঙা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাকসুর সাবেক জি,এস  আওয়ামীলীগ নেতা আমিনুর রশীদ মিলটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। তার শোভাযাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে।

কাউখালী উপজেলায় রবিবার চিরাপাড়া, বেকুটিয়া,নতুন বাজার, শিয়ালকাঠী,চৌরাস্তা,তালুকদার হাট, কাউখালী বন্দর, আমরাজুড়ি, কাঠালিয়া, জয়কুল, বিড়ালজুড়ি, কেউন্দিয়া  এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

আমিনুর রশীদ মিলটন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি । বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভ‚তপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ।