পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ২৫টি কিট প্রদান করেছেন।
শনিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো.ছিদ্দিকুর রহমানের নিকট কিট
গুলো হস্তান্তর করেছেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার
ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ
সুমন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর
জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসেন, ডা. মো. মাছুম বিল্লাহ, ডা.নাইম
ফেরদৌস, ডা. মো. ফাহাদ হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,
উপজেলায় ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্যসেবা বিষয়ে এলাকার সংসদ সদস্য নিয়মিত
খোঁজখবর নিচ্ছেন। পিরোজপুর-২ আসনের কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী উপজেলায়
জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা
দ্রুত পরীক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট
পাঠিয়েছেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ কাউখালী বাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ার হোসেন
মঞ্জুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন