রবিবার, ১১ আগস্ট, ২০১৯

ডেঙ্গু সচেতনতায় মাঠে কাউখালী আওয়ামীলীগ

ডেঙ্গুসচেতনতায় মাঠে নেমেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।রবিবার (১১আগস্ট) সকালে মুজিব চত্বর এলাকা থেকে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী খান পান্না।

এ সময়  সোনালী ব্যাংক এলাকা,থানা রোড, উপজেলা চত্বরের আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ কাইউম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট এমডি আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগের যুগ্ন- আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, মাহফুজুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমূখ।
ডেঙ্গু সচেতনতায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় ইসাহাক আলী খান পান্না বলেন, দেশে ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষের জন্য রাজনীতি করে। তাই জনগণের পাশে সবসময় দলটির নেতাকর্মীরা থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন