শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

কাউখালীতে ফায়ারম্যান নোমান কারাগারে

পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী অফিসের কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন (২৭)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোমান ঝালকাঠী সদর উপজেলার কৃতিপাশা ইউনিয়নের গবিন্দ ধবল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী মহিলা কলেজ রোড থেকে কাউখালী থানার পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ ফায়ারম্যান মো. নোমান হোসেনকে আটক করে। পরদিন শুক্রবার মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের ফায়ারম্যান নোমানের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা কলেজের সামনে মোটর সাইকেল গতিরোধ করে তাকে তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন