সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪



কাউখালীর সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান নির্মাণকাজে পুনঃরায় শুরু

!!রবিউল হাসান রবিন!!
পিরোজপুরের একটি অবহেলিত উপজেলা শহর কাউখালী। এই শহরে পঁচিশ হাজার মানুষের বাস। অথচ কারো মৃত্যুর পর লাশ দাফনের নির্দিষ্ট কোনো জায়গা নেই। যাদের নিজস্ব জমি নেই, স্বজনদের লাশ দাফনে তাদের পড়তে হয় চরম দুর্ভোগে। জমির স্বল্পতা উচ্চ মূল্যের কারণে নির্ধারিত কবরস্থান গড়তে কারো উদ্যোগও ছিল না।
 আর সংকট মোকাবিলায় ২০১২সালে উদ্যোগ নিয়েছিলেন জনপ্রতিনিধি সদর ইউপি চেয়ারম্যানআমিনুর রশীদ মিলটন।  তাঁর সম্মিলিত উদ্যোগে শামিল হয়েছেন দুই শতাধিক মানুষ। সবার স্বেচ্ছাশ্রমে সন্ধ্যার বুকে তৈরি হচ্ছে 'শেষ ঠিকানা'
সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে কবরস্থান গড়ে তুলতে গত ২০১২ সালের২৮ ফেব্রুয়ারি সকাল থেকে দুই শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ শুরু করেন। এই কাজে অংশ নেন এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

কাউখালী শহরের থানা ভবন থেকে মাত্র ২০০ গজ দূরেই সন্ধ্যা নদীর চর। সেখানে গত বছর হিন্দু সম্প্রদায়ের জন্য একটি শ্মশানঘাট গড়ে তোলা হয়। পাশেই এক একর চরের জমিজুড়ে এবার গড়ে তোলা হচ্ছেগণকবরস্থান।
প্রায় ২বছর কাজ ব্ন্ধ থাকার পর গতকাল শনিবার (২০ ডিসেম্বর২০১৪) কবর স্হানের অসমাপ্ত কাজ শুরু হয়েছে। ২৫০ জন শ্রমিক ও স্বেচ্ছাশ্রমে জনসাধারন িএ কাজে অংশ নিয়েছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন বলেন, 'কবরস্থান নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল। সবার প্রচেষ্টায় সে সংকট মিটে গেছে।

শুরুর দিন সকালে অল্পসংখ্যক মানুষ নিয়ে মাটি কেটে কবরস্থান ভরাটের কাজ শুরু করা হয়। আস্তে আস্তে আগ্রহী মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। ফলে অনেক মানুষের অংশগ্রহণে কাজটি করা সহজ হয়। তিনি বলেন, শহরে প্রশস্ত কবরস্থান গড়ে তোলার জমির খুব সংকট। সংকট মোচন করে দেয় শহর লাগোয়া সন্ধ্যা নদী। সম্প্রতি এখানে জেগে ওঠে বিশাল চর। সেই চরের এক একর জমিতেই সবার সম্মতিতে কবরস্থান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
কাউখালীর সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নানা সংকটে মানুষের সম্মিলিত স্বেচ্ছাশ্রম কমছে। এমনই সময়ে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ কবরস্থান গড়ে তোলা একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজ উন্নয়নে সামাজিক উদ্যোগ গ্রহণযোগ্য।
কাউখালী উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. আবুবকর সিদ্দিক বলেন, 'কবরস্থান মানুষের শেষ ঠিকানা। সেই কবরস্থানের নির্ধারিত জায়গা না থাকা দুর্ভাগ্যজনক। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট স্থানে কবরস্থান গড়ে তোলা নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।'

                            কাউখালীতে ফেনসিডিলসহ একজন আটক

কাউখালী  প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে ৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ইউনুস গাজীকে (৩৭) আটক করেছে কাউখালী থানা পুলিশ। জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদের নেতেৃত্ব অভিযান চালিয়ে  কাউখালীর আমরাজুড়ি কুমিয়ান এলাকা থেকে ইউনুস গাজীর দেহ দল্লশি করে তার কাছে থাকা ৬ বোতল সহ আটক করে।

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

কাউখালীর কচা নদীতে বেকুটিয়া সেতু হচ্ছে,আনন্দ মিছিল



বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুু নির্মাণের খবরে আনন্দে মেতেছে পিরোজপুরের কাউখালী। শুক্রবার সকালে কচা নদীর বেকুটিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই গুরুত্বপূর্ন সেতুটি নির্মাণের লক্ষ্যে (১১ ডিসেম্বর) সরকারের সঙ্গে চীনের চুক্তি সাক্ষরের খবর পাওয়ার পর গ্রামবাসী আনন্দে মেতে ওঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনের সাথে এ চুক্তি সাক্ষরিত হওয়ায় কয়েক হাজার আনন্দিত এলাকাবাসি বেকুটিয়া ফেরীঘাটে সমবেত হয়। এরাকাবাসির দীর্ঘদিনের দাবি পূরণে বর্তমান প্রধাননন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ  চীনা সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে বেকুটিয়া ফেরী ঘাট এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলটি বেকুটিয়া ফেরীঘাট থেকে মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে। এতে  সহস্্রাধিক গ্রামবাসি অংশ নেন।
শেষে বেকুটিয়া ফেরীঘাট এলাকার নতুন বাজার মোড়ে জাতীয় পার্টি (জেপি)কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  এডভোকেট হুমায়ূন কবির তালুকদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জেপি নেতা অধ্যাপক শেখ হারুণ অর রশীদ, আ’লীগ নেতা দুলাল বিশ্বাস, শেখ মোহাম্মদ দুলাল,জেপি নেতা শাহজান মোল্লা, আ’লীগ নেতা সুভাষ চন্দ্র মন্ডল, জাকের পার্টি নেতা খান রুস্তুম আলী, ছাত্র নেতা শেখ কাইয়ূম ও মহিউদ্দিন মঞ্জু প্রমূখ।
সমাবেশে বক্তারা কচা নদীর বেকুটিয়ায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পিরোজপুর জেলার বেকুটিয়ায় এ সেতু নির্মাণে বৃহস্পতিবার চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে।

            বেকুটিয়ায়৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু



কাউখালী (পিরোজপুর) : অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণ হচ্ছে পিরোজপুর জেলার কাউখালীর বেকুটিয়ায়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
এ সেতু নির্মাণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চীন সরকারের সঙ্গে একটি চুক্তি (মিনিটস্ অব মিটিং-এমওএম) সই হয়েছে। সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এই খবর এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) তারা এলাকায় মিছিল ও সমাবেশ করেছে।
এতে বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং চীন সরকারের পক্ষে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর ওয়াং জিজিয়ান সই করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ১০ কোটি মার্কিন ডলার (৮০০ কোটি টাকা) অনুদান সহায়তা দেবে। বাকি অর্থের জোগান দেবে বাংলাদেশ সরকার।
মন্ত্রী জানান, এক হাজার ৪৮০ মিটার বা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও সাড়ে ১৩ মিটার প্রস্থের সেতুর সঙ্গে প্রায় ১৪ কিলোমিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের টার্গেট ১২ মাসের মধ্যে প্রক্রিয়াগত সব কাজ শেষ করা। এ কাজ শেষ করে ২০১৬-এর জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আমরা আশা করছি সর্বোচ্চ তিন বছরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিভাগ বরিশাল ও খুলনার মধ্যে সংযোগ সৃষ্টিকারী ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মুক্ত করবে, এমন আশাবাদ সংশ্লিষ্ট মহলের।

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

                                       কাউখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে

                                       সবুজ বাহিনীর প্রধান দস্যু সবুজ নিহত


পিরোজপুরের কাউখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সবুজ বাহিনীর প্রধান দস্যু নাজির আহম্মেদ সবুজ(৪২) নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে সাত দিকে কাউখালী শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে র‌্যাব ও সন্ত্রাসী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের পাল্টা গুলিতে সে নিহত হয়েছে বলে বরিশাল র‌্যাব-৮ সƒত্রে জানা গেছে। এসময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল হতে একটি পিস্তল, শটগান,কাটা রাইফেল ও৪টি ককটেল কিছু গুলির খোসা উদ্ধার করে। নিহত দস্যু নাজির আহম্মেদ সবুজ পার্শ¦বর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামের আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।
র‌্যাব-৮ এর ক্যাপ্টেন মো. বাশার জানান,র‌্যাবের একটি নিয়মিত টহলদল চারটি মোটর সাইকেলযোগে গতকাল শুক্রবার দিবাগত সন্ধ্যা ৬টা৫০ দিকে কাউখালী টহল দিচ্ছিলেন। এসময় শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে ৪/৫জনের একটি দলকে গোপন বৈবঠক করতে দেখেন। র‌্যাব সদস্য মাঠের দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা র‌্যাবের ডিএডি মো. রুহুল আমীনকে  লক্ষ্য করে গুলি চালায়। বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে রক্ষা পান। এরপর র‌্যাব সদস্যরা পালাটা গুলি চালালে সন্ত্রাসী দল বেশ কিছু ককটেল বিস্ফেরণ ঘটিয়ে পালাতে থাকে। এসময় র‌্যাবের গুলিতে দস্যু বাহিনীর প্রধান নাজির আহম্মেদ সবুজ ঘটনাস্থলে নিহত হয়। পরে র‌্যাব ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশী চালিয়ে একটি পিস্তল,একটি কাটা রাইফেল ও কিছু গুলির খোসা উদ্ধার করে।
র‌্যাব সূত্র জানায় দস্যু সবুজ র‌্যাব ও পুলিশের তালিকাভ’ক্ত সন্ত্রাসী। সে উপকূলীয় এলাকায় তার নেতৃত্বে সবুজ বাহিনী গড়ে তুলে নানা দস্যুতা চালিয়ে আসছিল।


এ ব্যাপারে রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান বন্দুকযুদ্ধে দস্যু সবুজ নিহত হয়োর স্যুতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে রাজারপুর থানায় সুনির্দিষ্ট ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এছাড়া উপকুলীয় কয়েকটি থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।
এ রিপোর্ট লেখার সময় রাত সোয়া আটাঁর দিকে কাউখালী থানার ওসি মো. সুলতান মাহমুদ জানান,পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা লাশের সুরতহাল রিপোর্ট করছে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।