বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ,আলোচনা সভা ও স্মারকলিপি সহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে  কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন,যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেস ক্লাবের  সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর,ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়।প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নিকট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন