সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পূর্তিতে পিরোজপুরের কাউখালীতে বুধবার থেকে দুই দিন ব্যাপি ঘুর্ণিঝর সিডরের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজক উপজেলা তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০ ঘটিকায় এ প্রদশর্নীর উদে¦াধন করেন কউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। প্রদশনীতে ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত কাউখালীসহ উপকুলের চিত্র ও সিডর নিয়ে সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন প্রদর্শিত হয়।
পরে উপজেলা তথ্যকেন্দ্রে সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তাব্য রাখেন কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় শিক্ষক লিটন কৃষ্ণ কর,ইত্তেফাক সংবাদদদাতা রবিউল হাসান রবিন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক এনামূল কিবরিয়া মেহেদী, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী তাহামীদ হোসেন। আলোচনার শেষে ভয়াবহ সিডরে নিহতদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন