বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
 আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল মামুন, সাবিনা ইয়াসমিন, দিপালী সাহা, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে সুদীপা সমদ্দার, মুশফিকুর রহমান ও তাসফিয়া তাসনিম ওহি ৷

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ,আলোচনা সভা ও স্মারকলিপি সহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে  কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন,যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেস ক্লাবের  সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর,ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়।প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নিকট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

কাউখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন



‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ছিদ্দিকুর রহমান,ডাঃ ওয়ালিউল্লাহ মিরাজ,স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা


সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পূর্তিতে পিরোজপুরের কাউখালীতে বুধবার থেকে দুই দিন ব্যাপি ঘুর্ণিঝর সিডরের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজক উপজেলা তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০ ঘটিকায় এ প্রদশর্নীর উদে¦াধন করেন কউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। প্রদশনীতে ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত কাউখালীসহ উপকুলের চিত্র ও সিডর নিয়ে সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন প্রদর্শিত হয়।
পরে উপজেলা তথ্যকেন্দ্রে সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তাব্য রাখেন কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় শিক্ষক লিটন কৃষ্ণ কর,ইত্তেফাক সংবাদদদাতা রবিউল হাসান রবিন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক এনামূল কিবরিয়া মেহেদী, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী তাহামীদ হোসেন। আলোচনার শেষে ভয়াবহ সিডরে নিহতদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়।