বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
 আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল মামুন, সাবিনা ইয়াসমিন, দিপালী সাহা, মোখলেছুর রহমান, স্বপন বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে সুদীপা সমদ্দার, মুশফিকুর রহমান ও তাসফিয়া তাসনিম ওহি ৷

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ,আলোচনা সভা ও স্মারকলিপি সহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে  কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন,যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেস ক্লাবের  সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর,ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়।প্রাণ হারায় লাখ লাখ মানুষ।

তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নিকট  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

কাউখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন



‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ছিদ্দিকুর রহমান,ডাঃ ওয়ালিউল্লাহ মিরাজ,স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা


সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পূর্তিতে পিরোজপুরের কাউখালীতে বুধবার থেকে দুই দিন ব্যাপি ঘুর্ণিঝর সিডরের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজক উপজেলা তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০ ঘটিকায় এ প্রদশর্নীর উদে¦াধন করেন কউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। প্রদশনীতে ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত কাউখালীসহ উপকুলের চিত্র ও সিডর নিয়ে সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন প্রদর্শিত হয়।
পরে উপজেলা তথ্যকেন্দ্রে সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তাব্য রাখেন কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় শিক্ষক লিটন কৃষ্ণ কর,ইত্তেফাক সংবাদদদাতা রবিউল হাসান রবিন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক এনামূল কিবরিয়া মেহেদী, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী তাহামীদ হোসেন। আলোচনার শেষে ভয়াবহ সিডরে নিহতদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

কাউখালীতে তালবীজ রোপণ কর্মসূচি

রবিউল হাসান রবিন,কাউখালী
প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে বজ্রপাতের ক্ষতি রোধে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উেেদ্যাগে কাউখালী সদর ইউনিয়নের কাউখালী-নৈকাঠী-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জয়কুল গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয় ।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে তাল বীজ রোপন কর্মসুচীতে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।

কাউখালীতে ৩৬ পূজামন্ডপে
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

রবিউল হাসান রবিন,কাউখালীসেপ্টেম্বর ২৫, ২০১৭
কাউখালীতে এ বছর ৩৬টি পূজামন্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাউখালীর বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। বাকি রয়েছে প্রতিমার সাজসজ্জা।
উপজেলার মদনমোহন আখড়াবাড়ীর পূজামন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরি করে তাতে রং দেওয়া হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে প্রতিমাকে তার নিজ রূপ দেওয়ার কাজ শেষে পোশাক পরিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করার কাজ চলছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা বলেন, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এসেছে।
এ ছাড়া জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলার ৩৬ টি পূজা মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন । তিনি আরো জানান, কাউখালী আখড়া বাড়ীর পূজা মন্ডপ জেলার প্রথম স্থানে থাকবে।
কাউখালী মদনমোহন আখড়াবাড়ীর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পল্টু লাল বসু বলেন, এ বছর প্রতিমা তৈরির খরচ বেশি। আমাদের মন্ডপে প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখর চন্দ্র দে জানান, কাউখালী উপজেলায় এ বছর ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। যার মধ্যে কাউখালী সদরে ৭টি, আমরাজুরি ইউনিয়নে ১৪টি, সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৭টি, চিরাপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৭টি, শিয়ালকাঠী ইউনিয়নে ১ টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায় জানান, কাউখালী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপানে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আইন শৃঙ্খলা সহ নিরাপত্তা রক্ষায় বিভিন্ন এলাকায় তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখবে প্রশাসন।

শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

কাউখালীতে যুবকের লাশের পরিচয় মিলেছে, আটক চার

কাউখালী উপজেলায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। এ হত্যাকান্ডে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। নিহত যুবক নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের মোঃ আবদুল এর ছেলে মিজানুর রহমান মানিক(২৫)।নিহত মানিক নাজিরপুরের ভ্যান চালক ছিলেন।
শুক্রবার(২১জুলাই)বিকেলে হত্যাকান্ডের সাথে জড়িত চারজন আসামীকে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্দি দেয়ার জন্য নেয়া হয়েছে ।
পুলিশ জানায়,ব্যাটারি চালিত ভ্যান আত্মসাতের জন্যই ঘাতকরা মানিককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কাউখালীর চিড়াপাড়া গ্রামের একটি পানের বরজের পাশের নালায় ফেলে রাখে। গত রবিবার(১৬জুলাই) বিকালে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নাজিরপুরের ছোট বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে সাইদুর রহমান ওরফে সাইফুল(২৬), কাউখালীর উপজেলার ডুমুজড়ি গ্রামের শাহজাহান শেখের ছেলে মো. জামাল শেখ(২২), চিড়াপাড়া গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ(৪২) ও একই গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে পল্টু চন্দ্র দাস(২২)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান,উপজেলার বুইচা কাঠী গ্রামের মানিক নামে এক যবককে ৫দিন ধরে নিখোঁজ এর অভিযোগ করে গত ১৮ জুলাই মঙ্গলবার তার পিতা আব্দূল থানায় জিডি করে।পরে ওই গ্রামের সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মানিককে কাউখালীতে নিয়ে গিয়ে হত্যা করে। পরে সাইফুলকে কাউখালী থানায় প্রেরন করা হয়।সেখানে গিয়ে মানিকের পিতা লাশের ছবি এবং পড়নের গেজিও লুঙ্গি দেখে লাশ সনাক্ত করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও,সি)মো. মনিরুজ্জামান জানান,মানিকের ভ্যানগাড়ি আত্মসাতের জন্য ছাইদুল মোল্লা ওরফে সাইফুল ভ্যান বিক্রি করার কথা বলে কৌশলে কাউখালীতে নিয়ে আসে। সাইদুল পরবর্তীতে তার শ্যালক জামাল শেখ এবং তার সহযোগিতায় সঞ্জয় ও পল্টু মিলে হত্যার পরিকল্পনা করে। ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার সময় রবি মন্ডল এর পানের বরজের ভেতরে নিয়ে ধারালে চাকু দিয়ে গলা কেটে ভ্যানচালক মিজানুর রহমান মানিককে হত্যার পর লাশ সেখানে একটি নালার মধ্যে ফেলে রাখে। এ ঘটনার দুইদিন পর গত ১৬ জুলাই রবিবার গ্রামবাসিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করে।
আসামীদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহত একটি ছুরি এবং নিহত মানিকের ভ্যান গাড়ি আসামী সাইফুল নেছারাবাদ থানার পূর্ব জলাবাড়ী এলাকায় ২৫ হাজার টাকায় বিক্রি করে তা উদ্ধার করা করা হয়।

শনিবার, ১ এপ্রিল, ২০১৭

        রতন সভাপতি,অলোক সাধারন সম্পাদক

কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

রবিউল হাসান রবিন,কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা

উৎসবমূখর পরিবেশে কাউখালী উপজেলার উত্তর বাজার ব্যবসায়ী  সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১এপিল) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা  পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে  ভোট গ্রহন করা হয়। নির্বাচনে সভাপতি রেজাউল করিম রতন এবং অলোক কর্মকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসের তত্বাবধানে কঠোর পুলিশী নিরাপত্তায় উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী  সমিতির নির্বাচন। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে ভোট  গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে  মোট  ভোটার সংখ্যা ছিল ৪৯৯, যার মধ্যে ৪৮৫জন ভোটার ভোট প্রদান করে।

সভাপতি সম্পাদকসহ ৪ টি পদের বিপরীতে ১০ জন  প্রার্থী সরাসরী প্রতিদ্বন্দিতায় অংশ গ্রহন করে। নির্বাচনে সভাপতি পদে মোঃ রেজাউল করিম রতন চেয়ার প্রতীকে ৩১৭ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে। অপর দু’প্রার্থী বিপুল সাহা মাছ   প্রতীকে ৮৩এবং শাহ মোঃ কাইউম ছাতা প্রতীকে ৮৩ ভোট পেয়েছে।
সাধারন সম্পাদক পদে অলোক কর্মকার মই প্রতীকে ২০৫  ভোট  পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দি প্রার্থী জাকির হোসেন নসু ফুটবলপ্রতীকে  পেয়েছে ১৮৩ভোট,সজল দত্ত কাপ-পিরিচ প্রতীকে পেয়েছে ৯০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে  মোঃ জাকির হোসেন দোয়াত-কলম প্রতীকে ৩১৯  ভোট  পেয়ে বিজয়ী হয়েছে।  প্রতিদ্বন্দি প্রার্থী শুভ কর্মকার টিউবয়েল  প্রতীকে  পেয়েছে ১৬৩ ভোট।
প্রচার সম্পাদক পদে নিরাঞ্জন মন্ডল উড়োজাহাজ প্রতীকে ২৬৩ ভোটে নির্বাচি হয়েছে। প্রতিদ্বন্দিমোঃ আল-আমিন রাজা টেলিফোন  প্রতীকে  পেয়েছে ২১৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে বাদল দেবনাথ, দপ্তর সম্পাদক পদে অলিউর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান লিমন, সাংস্কৃতিক সম্পাদক পদে পার্থ প্রতিম সমদ্দার, সমাজসেবা সম্পাদক পদে আহসান হাবিব সিদ্দিক বিনা  প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার, ২২ মার্চ, ২০১৭

কাউখালীতে জাটকা ধরার অপরাধে

 জেলেকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে জাটকা ইলিশ ধরার দায়ে এক জেলেকে পাঁচশত টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।জরিমানাকৃত জেলের নাম রাজু আহমেদ(২১)।সে উপজেলার ধাবরী গ্রামের লতিফ সরদারের ছেলে।

নেছরাবাদ নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ হারুণ অর রশীদ জানান, বেলা ১২টায় কাউখালীর সয়না রঘুনাথপুর এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকায় রাজুকে জাটকা ইলিশ এবং নিষিদ্ধ কারেন্ট জাল সহ আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাটকা এশটি এতিমখানায় বিতরন করা হয়।

 কাউখালীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা



পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এ সময় কাউখালী থানা পুলিশ,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও ক্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।জানাগেছে,কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন,২০০৯ এর বিভিন্ন অপরাধে খান স্টোর,মানিক স্টোর,প্রিয়াংকা হোটেল, বিসমিল্লাহ হোটেল,আল-আমিন হোটেল এবং মিজান বেকারীসহ ছয়টি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

                           কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত




পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার রবিবার(১৯ মার্চ) বিকেলে সমাপ্ত হয়েছে।উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর- গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সিকদার প্রমুখ।

এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি স্টল অংশ নেয়। এ মেলায় ৫৮ জন কৃষক-কৃষানীকে পুরুস্কৃত করা হয় । উল্লেখ্য, গত বৃহস্পতিবার( ১৬ মার্চ )চার দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

                   কাউখালী কলেজ মাঠে দর্শকদের মন মাতাবেন
                            তানভীর তারেক ও তার সঙ্গীরা

রবিউল হাসান রবিন।।
কাউখালী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে বৃহস্পতিবার(১৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে। কলেজের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু এম,পি।
বিকেলেকনসার্টে অংশ নিবেন এ সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী, মিউজিক কম্পোজার তানভীর তারেক ।
একটি গন্ধমের লাগিয়া..., গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান....., সাধের লাউসহ জনপ্রিয় গানের গায়ক পপশিল্পী জানে আলম ।
হাল আমলের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন সহ দেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা।
তানভীর বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক। একইসঙ্গে ইত্তেফাকের বিনোদন বিভাগের প্রধান। বাংলাদেশের বিখ্যাত সব কন্ঠশিল্পীরা তার সুরে গান করেছেন। বেশ কয়েকটি এ্যালবাম বের হয়েছে তার। বেশ কয়েকটি সিনেমার জন্যও গান কম্পোজ করেছেন তানভীর। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় টিভি শোর উপস্থাপক। একুশে টিভিরঅন্যতম শো মিডিয়া গসিপও তিনি উপস্থাপনা করেন।