কাউখালী পিএসসিতে পাসের হার শতভাগঃ
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শীর্ষে
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপজেলায় পাশের হার ১০০%। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৪ জনএর মধ্যে ছাত্র৪৭জন,ছাত্রী৭৭জন।
এ ছাড়াপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ এর ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে রয়েছে। এর মধ্যে মডেল স্কুলের পাশের হার ১০০%। মোট ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১জন। ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উল্লাসে মেতে ওঠেন। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী তালাত মাহমুদ জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও আমার অভিভাবকের উৎসাহে আমি ভালো ফলাফল করেছি। তালাত ভবিষ্যতে ডাক্তার হতে চায়। জিপিএ-৫ প্রাপ্ত আর এক পরীক্ষার্থী নুরুন্নাহার ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দের মাধ্যমে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পাঠ দেয়ায় আমরা ভালো ফলাফল করতে পেরেছি। নুরুন্নাহার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, আমার বিদ্যালয়ে প্রতিবছর ভালো ফলাফলের জন্য বেশিরভাগ কৃতিত্ব আমার শিক্ষকদের। তারা শুধু ক্লাসে পাঠদানই নয়, প্রতিনিয়ত শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে টিম গঠন করে রাতে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করেন। এর ফলে শিক্ষার্থীরাও বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতেও পড়াশুনার আগ্রহী হয়ে থাকে। বেশিরভাগ অভিভাবকরা শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। সে কারনেই এই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়ে থাকে বলে আমি বিশ্বাস করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন