বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

কাউখালীতে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী সজল খন্দকার আটক




পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে তথ্য পেযে কাউখালী উপজেলার দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেতারকৃত সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে  কাউখালীর দক্ষিণ জয়কুল  গ্রামের সিকি গেইট সংলগ্ন কাউখালী-নৈকাঠি মেইন সড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টাকালে সজলকে র‌্যাব   আটক করে। পরে র‌্যার তার সঙ্গে মজুদকৃত ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব আটকৃত মাদক ব্যবসায়ীকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক(ডিএডি) মো. আমজাদ হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী সজল খন্দকার দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উপকূলীয় পিরোজপুরের কাউখালীসহ পাশ্ববর্তী উপজেলা গুলোতে পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন