বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

              কাউখালী পিএসসিতে পাসের হার শতভাগঃ 

                       মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শীর্ষে


পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপজেলায় পাশের হার ১০০%।  উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৪ জনএর মধ্যে ছাত্র৪৭জন,ছাত্রী৭৭জন।
এ ছাড়াপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ এর ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে রয়েছে। এর মধ্যে মডেল স্কুলের পাশের হার ১০০%। মোট ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১জন। ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উল্লাসে মেতে ওঠেন। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী তালাত মাহমুদ জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও আমার অভিভাবকের উৎসাহে আমি ভালো ফলাফল করেছি। তালাত ভবিষ্যতে ডাক্তার হতে চায়। জিপিএ-৫ প্রাপ্ত আর এক পরীক্ষার্থী নুরুন্নাহার ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দের মাধ্যমে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পাঠ দেয়ায় আমরা ভালো ফলাফল করতে পেরেছি। নুরুন্নাহার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, আমার বিদ্যালয়ে প্রতিবছর ভালো ফলাফলের জন্য বেশিরভাগ কৃতিত্ব আমার শিক্ষকদের। তারা শুধু ক্লাসে পাঠদানই নয়, প্রতিনিয়ত শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে টিম গঠন করে রাতে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করেন। এর ফলে শিক্ষার্থীরাও বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতেও পড়াশুনার আগ্রহী হয়ে থাকে। বেশিরভাগ অভিভাবকরা শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। সে কারনেই এই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়ে থাকে বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

           
       কাউখালী বিএনপির  পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।পিরোজপুর  জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন এ কমিটি অনুমোদন করেন।
এতে কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান কবির আহবায়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম,দ্বীন মোহাম্মদকে প্রথম যুগ্ন-আহবায়ক,কাউখালী কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলালকে সদস্য সচিব করা হয়েছে।
৫জন যুগ্ম আহবায়কর হলেন কাফি চৌধুরী, জিয়াউল হাসান নিক্সন মো. মনিরুজ্জামান মিয়া, শেখ মিরাজ আহম্মেদ, বদরুদ্দোজা মিয়া । এছাড়াও ৯৩ জনকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

কাউখালীতে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী সজল খন্দকার আটক




পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে তথ্য পেযে কাউখালী উপজেলার দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেতারকৃত সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে  কাউখালীর দক্ষিণ জয়কুল  গ্রামের সিকি গেইট সংলগ্ন কাউখালী-নৈকাঠি মেইন সড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টাকালে সজলকে র‌্যাব   আটক করে। পরে র‌্যার তার সঙ্গে মজুদকৃত ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব আটকৃত মাদক ব্যবসায়ীকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক(ডিএডি) মো. আমজাদ হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী সজল খন্দকার দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উপকূলীয় পিরোজপুরের কাউখালীসহ পাশ্ববর্তী উপজেলা গুলোতে পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছে