বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪


সাংবাদিক জিএম বাবর আলী স্মরণে দোয়া

দৈনিক আমার দেশের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জি.এম বাবর আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে
২৯ মে বৃহস্পতিবার বেলা ২টায় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আমানতগঞ্জ জামেয়া আল আরাবিয়া মাহ্মুদিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আযোজন করা হয়
মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কে.এম আবদুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার
বিশেষ অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ
বক্তব্য রাখেন দৈনিক আজকের বার্তার বার্তা সম্পাদক মোঃ জাকির হোসেন, উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমান, সাধারন সম্পাদক আক্কাস সিকদার, দৈনিক আমার দেশের ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল ঝালকাঠি জেলা যুবদল সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজ আহমেদ বাবলু, মোসলেম আলী খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরিশালের আহবায়ক সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সদস্য সচিব খালিদ সাইফুল্লাহ
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনদোয়া-মোনাজাত পরিচালনা করেন জামেয়া আল আরাবিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম আলহাজ মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেন, সাংবাদিক জি. এম বাবর আলী ছিলেন বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের একজন আপোষহীন সাংবাদিকতার লেখনীতে অসহায় ও নির্যাতিত মানুষের করুণ চিত্র ফুটে উঠতোবর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে
তিনি বলেন, অবৈধ এই সরকার ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বললেও ভিন্ন মতালম্বী বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দিয়ে হাজার হাজার মিডিয়াকর্মিকে বেকার করে রেখেছেযার নির্মম পরিণতির শিকার হয়েছিলেন দক্ষিণাঞ্চলের সৎ ও নির্ভিক সাংবাদিক জিএম বাবর আলী

সোমবার, ২৬ মে, ২০১৪

কাউখালী যুবলীগ নেতা এনামুল  হত্যা

মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক হত্যা মামলার আসামী মো. রঞ্জু শেখকে (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার ভোররাতে কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন আসামী রঞ্জুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। 
উল্লেখ্য, গত বছরের ২০ আগষ্ট কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক তার বেকুটিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে মটরসাইকেলযোগে বেকুটিয়া ফেরীঘাটে য্ওায়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই এমদাদুল হক বাদি হয়ে ২২ আগষ্ট ১৬ জন নামীয় ও বেশ কয়েকজন অজ্ঞাতনামাদের আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জা  মো. সুলতান মাহামুদ জানান, গ্রেফতারকৃত রঞ্জু শেখ যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার সাত নম্বর আসামী । কাউখালী থানায় দায়েরকৃত এ হত্যা মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

রবিবার, ১১ মে, ২০১৪


অপরূপ সুন্দর রাতের রানী নাইট কুইন

যে রাতে ফুল ফুটবে সেদিন বিকালেই কলিটি অদ্ভুত সুন্দর সাজে সজ্জিত হয়ে ওঠেতখন এর দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় রাতের রানী আসছেপৃথিবী অন্ধকারে ছেয়ে গেলে আস্তে আস্তে মেলতে শুরু করে নাইট কুইনের কলিরাতের সঙ্গে পাল্লা দিয়ে একটি দুটি করে পাপড়ি মেলতে থাকেসেই সঙ্গে মিষ্টি এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে

রাতের সঙ্গে নাইন কুইন ফুলের বিশেষ সম্পর্করাতের বুকচিরে অনিন্দ্য সৌন্দর্য নিয়ে রাতের রানী পৃথিবীতে এসে হাজির হয়; আবার রাতের অন্ধকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সে
নাইট কুইন ফুল নিয়ে পৃথিবীজুড়ে বহু কাহিনী ছড়িয়ে আছেসবচেয়ে বিখ্যাত কাহিনীর অবতারণা ঘটেছিল দু'হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতেতখন নগরীর প্রত্যেক বাড়িতে নাইট কুইন গাছ ছিলএক রাতে ঘটল আশ্চর্যজনক ঘটনাপ্রতিটি বাড়ি নাইট কুইন ফুলে ফুলে ছেয়ে গেলএ ঘটনায় কৌতূহলী নগরবাসী এক বাড়ি থেকে আরেক বাড়িতে দৌড়াতে লাগলতারা কেউই বুঝে উঠতে পারল না প্রকৃতি কেন এক অজানা উৎসবে মেতে উঠেছেপরে অবশ্য সবাই আসল ঘটনা বুঝতে পেরেছিলসেই রাতে বেথেলহ্যামের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের, তিনি যিশু খ্রিস্টবেথেলহ্যামের সব নাইট কুইন সে রাতে মেতে উঠেছিল যিশু খ্রিস্টের জন্মোৎসবেএ জন্য আজো অনেকের কাছে এ ফুলটি 'বেথেলহ্যাম ফ্লাওয়ার' নামে পরিচিত

এ ফুলের মজার বৈশিষ্ট্য হলো এর কলি বের হয় পাতা থেকেপ্রথমে পাতার যে কোনো এক পাশে ছোট গুটির মতো একটি বস্তু সৃষ্টি হয়এরপর গুটিটি আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকেদুই সপ্তাহ সময়ের মধ্যে ছোট্ট গুটিটি পরিপূর্ণ কলিতে রূপান্তরিত হয়যে রাতে ফুল ফুটবে সেদিন বিকালেই কলিটি অদ্ভুত সুন্দর সাজে সজ্জিত হয়ে ওঠেতখন এর দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় রাতের রানী আসছেপৃথিবী অন্ধকারে ছেয়ে গেলে আস্তে আস্তে মেলতে শুরু করে নাইট কুইনের কলিরাতের সঙ্গে পাল্লা দিয়ে একটি দুটি করে পাপড়ি মেলতে থাকেসেই সঙ্গে মিষ্টি এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকেএ গন্ধে তীব্রতা না থাকলেও আছে এক ধরনের অদ্ভুত মাদকতা, যা যে কোনো মানুষকে মোহিত করার জন্য যথেষ্টপরিপূর্ণ অন্ধকার যখন রাতকে আনন্দিত করে নাইট কুইন তখন অন্ধকারে বুকচিরে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরেরাত যত বাড়তে থাকে তার রূপ ততই খুলতে থাকেনিশাচর পতঙ্গরা রাতের রানীর মোহময় সৌরভে আকৃষ্ট হয়ে উন্মাদের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে তার বুকেপূর্ব আকাশে আলোকছটা দেখা যাওয়ার কিছুক্ষণ আগে মৃত্যু ঘণ্টা বেজে ওঠে নাইট কুইনেররাতের রানী দিনের আলো সহ্য করতে পারে নাচারিদিকে আলোকিত হওয়ার আগেই পাপড়িগুলো মস্নান হয়ে নুয়ে পড়ে, গুটিয়ে ফেলে নিজেকে পরিণত হয় চুপসে যাওয়া মৃত ফুলে
বর্তমানে এর বিস্তার বিশ্বজুড়েআমাদের দেশেও রয়েছে এর বিস্তারনাইট কুইনের জন্ম বীজ থেকে নয়, পাতা থেকেএক টুকরো পাতা ছিঁড়ে মাটিতে ফেলে রাখলে কয়েক দিনের মধ্যে ছেঁড়া পাতার চারদিকে চারা গজিয়ে ওঠেআমাদের দেশে এ ফুল ফোটে বর্ষাকালেআপনার বাড়ির আশপাশে জায়গা থাকলে অথবা টবে ফুলের গাছ লাগানফুলকে ভালোবাসুন

বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে কৃষকদের আরও

উদ্যোগী হতে হবে


   ........................পরিবেশ ও বন মন্ত্রী
    জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অলস সময় না কাটিয়ে বরিশাল অঞ্চলের এক ফসলী জমিকে দুই-তিন ফসলী জমিতে পরিনত করা জররী। সরকার বিনামূল্যে যে সার-বীজ-ট্রাক্টর-সেচ খরচ দিচ্ছে তা সদ্ব্যবহার করে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হতে হবে। জোয়ার-ভাটার ফলে এ অঞ্চলের অনেক সময় জমির ফসল যেভাবে পানিতে ডুবে যায় অচিরেই তার অবসান হবে। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ৮০ সালের পর বরিশালসহ দণিাঞ্চলে খাদ্য উৎপাদনে গুরত্ব দেয় হয় না। এ এলাকার কৃষকরা এক ফসলী জমি করে ঘরে অলস বসে থাকেন। বরিশালকে একদা খাদ্য স্বয়ং সম্পূর্ণ বলা হতো। কিন্তু খাদ্য নিরাপত্তার জন্য বছরের ২০/২৫ লাখ টন খাদ্য আমাদের কিনতে হয়। বরিশালের জন্য এ েেত্র সুদিন আসছে। এ অঞ্চলের নদীতে জোয়ার-ভাটার কারণে জমিতে সে রকম সেচ দিতে হয় না। আবার এ কারণে জমি প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়। সরকার ২০১৬ সালের মধ্যে এ অঞ্চলের বেড়িবাধ তৈরী করে ফসল রার ব্যবস্থা নিচ্ছে। এ বছরই এ কাজ শুরং হবে এবং নদী ও খালের ভেড়িবাধ ভাঙ্গন রোধের জন্য বেষ্টনী তৈরী করা হবে। কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধনী আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। 
বন ও পরিবেশ মন্ত্রী কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে বলেন, সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে তা বিরাজ করলে দেশে অনেক কাজ হবে। যারা মতায় নেই তাদের স্বার্থের পে অনড় থাকলে স্থিতিশীলতা নষ্ট হবে। তাই মতাবান সকল পকেই একত্রে বসে সিদ্ধান্ত নিতে হব্ েযাতে করে স্থায়ীভাবে একটি নির্বাচনী ব্যবস্থা চালু রাখা যায়। এর ব্যাত্যয় ঘটলে এমন অবস্থা সৃষ্টি হতে পারে যা সকলের জন্য আশঙ্কাজনক। আমাদের সমস্যা ঐক্যবদ্ধভাবে নিজেদেরই সমাধান করতে হবে। শিয়ালকাঠি দারুতছুন্নাত সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেন, ল্য অর্জনের জন্য সবার সাথে তাল মিলিয়ে চলা দরকার। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে গরম একটু বেশী পড়ে থাকে। এর জন্য বিচলিত না হয়ে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। এখানে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্য মাওলানা মোস্তাফিজুর রহমান।   
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রাতে কাউখালী উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় এখানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ভারপ্রাপ্ত ইউএনও মো. মিজানুর রহমান, আমিনুর রশীদ পল্টন, কৃষ্ণ লাল গুহ, দেলোয়ার হোসেন সিকদার, মোঃ নজরুল ইসলাম, আবু সাঈদ মনু প্রমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যবৃন্দ এবং উপজেলা সকল কর্মকর্তা।
পরিবেশ ও বন মন্ত্রী বিকালে সদর ইউনিয়নের বিশেষ ভিজিএফ কর্মসূচির অধীন জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন। দুপুরে একই কর্মসূচির আওতায় শিয়ালকাঠি ইউনিয়নে খাদ্য বিতরণ করা হয়। বিকালে মন্ত্রী বিএডিসি’র উদ্যোগে কাউখালী কেউন্দিয়া খাল পুনর্খনন কাজ পরিদর্শন করেন। এসব কর্মসূচিতে কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।