সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

কাউখালীতে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে মামলা 

অভিযুক্ত ধর্ষক পালাতক

পিরোজপুরের কাউখালীতে ৬ বছরের একটি শিশুকে ধর্ষনের অভিযোগে ঘটনার সাত দিন পরে ধর্ষিতার পরিবার মোরসালিন (১৯) নামে এক বখাটে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধষর্ক পলাতক। নির্যাতিত শিশুটির পরিবার স্থানীয়ভাবে কতিপয় প্রভাবশালী এ ধর্ষন ঘটনার বিচার করার নামে সময়ক্ষেপন করে। ভূক্তভোগী পরিবারটি বিচার না পেয়ে রবিবার দিবাগত রাতে  নির্যাতিত শিশুটির  মা মরিয়ম বেগম বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কাউখালী থানায়  মামলা দায়ের করেছে। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের মো. মাসুদুর রহমানের বখাটে ছেলে। সে স্থানীয় নেছারিয়া সিনিয়র মাদরাসার ছাত্র। 
থানা ও মামলার বিবরনে জানাগেছে, গত ২১ এপ্রিল সোমবার বিকালে কাউখালী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের জাকির হোসেনের ছয় বছরের শিশু কন্যা প্রতিদিনের  প্রাইভেট পড়ার জন্য পার্শবর্তী একটি কিন্ডারগার্টেনে যায়। সেখানে শিশুটি শ্রেণী কক্ষে তখন একাই অন্য শিক্ষার্থী ও শিক্ষকের অপেক্ষা করছিল। শিশুটিকে শ্রেণী কক্ষে  গেলে তাকে একা পেয়ে একই  গ্রামের মাসুদুর রহমানের বখাটে ছেলে মাদরাসা ছাত্র মোরসালীন শিশুটিকে শ্রেণী কক্ষে আটকে জোরপূর্ব করে ধর্ষন করে। একপর্যায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
পরে এলাকার কয়েকজন প্রভাবশালী  বিষয়টি মিমাংসার কথা বলে সময় ক্ষেপন করে। ভূক্তভোগী পরিবার বিচার না পেয়ে রবিবার রাতে শিশুটির পরিবার ধর্ষক মোরসলীনকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সুলতান মাহমুদ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারী সনদের জন্য শিশুটিকে পিরোজপুর সিভিল সার্জণ কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন