মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

কাউখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে উওর বাজারে অগ্নিকান্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছেএতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেনমঙ্গলবার সকাল  ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউখালীর উত্তর বাজারে  সকালসন্ধ্যা হোটেল এন্ড কনফেকশনারী নামে একটি হোটেলের কেরোসিন তেলের চুলার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়মূহুর্তেও মধ্যেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়েখবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেততক্ষণে ওই হোটেল ও  লিটনের মুদি দোকান জাকির ষ্টোর, কেউন্দিয়া সু হাউস এন্ড গামের্ন্টসও একটি সুপারির আড়ৎসহ চারটি দোকান পুড়ে যায়
 


অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়এর মধ্যে সকাল সন্ধ্যা হোটেলের কর্মচারী নির্মল ও লিটু অগ্নিদগ্ধ অবস্থায়  কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেকাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির  জানান, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে



কাউখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর)। ১১ মার্চ ২০১৪
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে উওর বাজারে অগ্নিকান্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার সকাল  ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউখালীর উত্তর বাজারে  সকালসন্ধ্যা হোটেল এন্ড কনফেকশনারী নামে একটি হোটেলের কেরোসিন তেলের চুলার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেও মধ্যেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই হোটেল ও  লিটনের মুদি দোকান জাকির ষ্টোর, কেউন্দিয়া সু হাউস এন্ড গামের্ন্টসও একটি সুপারির আড়ৎসহ চারটি দোকান পুড়ে যায়।


অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়। এর মধ্যে সকাল সন্ধ্যা হোটেলের কর্মচারী নির্মল ও লিটু অগ্নিদগ্ধ অবস্থায়  কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির  জানান, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- See more at: http://www.barta24.com.bd/details.php?id=20213#sthash.pg7oEw4R.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন