কাউখালীতে স্বাধীনতা দিবস উদযাপিত
পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৪৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে আমার সোনার বাংলা, কর্মসূচির সঙ্গে কাউখালীবাসীও একাত্মতা ঘোষণা করে।৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি,জাতয়িপার্টি(জেপি),কাউখালী প্রেসকাব শিা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কে,জি ইউনিয়ন সকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস পালন উপলে আয়োজিত কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।শিা প্রতিষ্ঠানের শিার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করে।
দুপুর ১১টায় সকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত লাখো কণ্ঠে আমার সোনার বাংলা, গাওয়া জাতীয় কর্মূচিতে একত্মতা প্রকাশ করে পাঁচ সহ¯্রাধিক কণ্ঠে সোনার বাংলা গাওয়া কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃহাসান হাবিব, আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর ইসলাম,সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন,জেপির সভাপতি মাহবুবুর রহমান খানসহস্থানীয় মুুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের সাধারণ মানুষ সমবেত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন