বুধবার, ২৬ মার্চ, ২০১৪

কাউখালীতে স্বাধীনতা দিবস উদযাপিত

পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৪৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে আমার সোনার বাংলা, কর্মসূচির সঙ্গে কাউখালীবাসীও একাত্মতা ঘোষণা করে।৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি,জাতয়িপার্টি(জেপি),কাউখালী  প্রেসকাব শিা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কে,জি ইউনিয়ন সকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস পালন উপলে আয়োজিত কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।শিা প্রতিষ্ঠানের শিার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করে।
দুপুর ১১টায় সকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে  মাঠে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত লাখো কণ্ঠে আমার সোনার বাংলা,  গাওয়া জাতীয় কর্মূচিতে একত্মতা প্রকাশ করে পাঁচ সহ¯্রাধিক কণ্ঠে সোনার বাংলা গাওয়া কর্মসূচি পালিত হয়।

এতে অংশ নেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃহাসান হাবিব, আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর ইসলাম,সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন,জেপির সভাপতি মাহবুবুর রহমান খানসহস্থানীয় মুুক্তিযোদ্ধাবৃন্দ,  প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের সাধারণ মানুষ সমবেত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪



বরিশালের ৭ উপজেলা চেয়ারম্যান শপথ নিলেন

বরিশাল বিভাগের ৭ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেনমঙ্গলবার  দুপুর সাড়ে তিনটায় বিভাগীয় কমিশনার মো. গাউস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করানএসময় বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন

স্থানীয় সরকার বিভাগের বরিশাল বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) প্রণয় কান্তি বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় সরকারের নির্দেশনায় নবনির্বাচিত ৭ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

বরিশাল পিরোজপুরের কাউখালীর এসএম আহসান কবির , নাজিরপুর উপজেলার নজরুল ইসলাম খান , বাকেরগঞ্জের চেয়ারম্যান মো. শামসুল আলম ও গৌরনদী উপজেলার মো. শাহ আলম,  ভোলার চরফ্যাশনের জয়নাল আবেদিন, লালমোহন উপজেলার মো. গিয়াসউদ্দিন আহম্মেদ এবং বোরহানউদ্দিন উপজেলার মহত্তেজান চৌধুরীসহ ৭ উপজেলার ১৪ জন ভাইস চেয়ারম্যান শপথগ্রহণ করেনএর মধ্যে কাউখালীর কামরুজ্জামান মিঠু,  মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন,

শনিবার, ২২ মার্চ, ২০১৪

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সেবা মাস

কাউখালীতে শোভাযাত্রা

পিরোজপুরের কাউখালীতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সেবা মাস উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রটি বের হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আবদুর রহমান হাওলাদারসহ সুফলভোগী সদস্যরা প্রমুখ।
শেষে ফাউ-েশনের সুফলভোগী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

কাউখালীর ইউপি চেয়ারম্যান মিল্টনের

 ওসমানী স্বর্ণপদক লাভ



পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন সমাজসেবা ও স্থানীয় সরকারের সুশাসনে অবদান রাখায় জেনারেল ওসমানী স্বর্ণ পদক লাভ করেছেন।
শুক্রবার স্বাধীন বাংলা সংসদ(সাবাস)এর আয়োজনে ঢাকা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি জয়নুল আবেদীন তাঁর হাতে এ পদক তুলে দেন।
বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক বিচারপতি মো. তফাজ্জল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এ পদকবিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিচারপতি জয়নুল আবেদিন,বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মো. শাহজাহান,বিশিষ্ট কবি ও নজরুল ইন্সটিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন বক্তব্য দেন।
 পরে সমাজসেবা ও সুশাসনে অবদান রাখায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টনের হাতে জেনারেল ওসমানী স্বর্ণপদক,ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিচারপতি জয়নুল আবেদীন।

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪


বিধবা ভাতা নিতে এলেন হেমাঙ্গীনি!

একদিকে আর্থিক অনটন আবার অন্যদিকে গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার যানবাহন নেই
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ী ইউনিয়নের রোঙাকাঠি গ্রামের মৃত ব্রজ  নাথ বাওয়ালীর বিধবা স্ত্রী হেমাঙ্গীনি বাওয়ালী (১১০) গতকাল মঙ্গলবার দুপুরে মেয়ের জামাইয়ের মাথায় চড়ে কাউখালী উপজেলা সদরে বিধবা ভাতা নিতে আসেনআসেন পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি গ্রামের ছোট মেয়ে জামাইয়ের বাড়ি থেকেপ্রতি তিন মাস অন্তর বিধবা ভাতা নিতে এভাবেই ছোট মেয়ের জামাই বিরেন্দ্র চন্দ্রের মাথায় ঝুড়িতে চড়ে কাউখালী সদরের সোনালী ব্যাংকে আসেন
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ী ইউনিয়নের রোঙাকাঠি গ্রামের মৃত ব্রজ  নাথ বাওয়ালীর বিধবা স্ত্রী হেমাঙ্গীনি বাওয়ালী (১১০)গতকাল মঙ্গলবার দুপুরে মেয়ের জামাইয়ের মাথায় ঝুড়িতে চড়ে কাউখালী উপজেলা সদরে বিধবা ভাতা নিতে আসেনআসেন পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি গ্রামের ছোট মেয়ে জামাইয়ের বাড়ি থেকেপ্রতি তিন মাস অন্তর বিধবা ভাতা নিতে এভাবেই ছোট মেয়ের জামাই বিরেন্দ্র চন্দ্র নিজ শ্বাশুড়িকে  মাথায় ঝুড়িতে বহন করে কাউখালী সদরের সোনালী ব্যাংকে নিয়ে আসেন
বিরেন্দ্র চন্দ্র জানান,তার শ্বশুর ব্রজ নাথ বাওয়ালী গত ১৫ বছর আগে মারা যাওয়ার পর তার শ্বাশুড়ি ভিষণ অসহায় পড়েনতার কোন ছেলে না থাকায় তাকে আর দেখারমত কেউ নাইতাই তাকে তিনি নিজের বাড়িতে নিয়ে আসেনআমার স্ত্রী ও আমি তাকে দেখা শোনা করিবয়স বেড়ে যাওয়ায় শ্বাশুড়ি হেমাঙ্গীনি তেমন চলা ফেরা করতে পারেন নাপ্রতি তিন মাস অন্তর তার বিধবা তুলতে কাউখালী সদরে ব্যাংকে যেতে হয়বাড়ি থেকে ৫ কিলোমিটার পথে কোন যান নেইতাছাড়া গ্রামের রাস্তাঘাটও গাড়ি চলার মত নয়বাধ্য হয়ে ঝুড়িতে তাকে বহন করে মাথায় নিয়ে কিছু হাট পথ আর কিছু বাসের পথ পাড়ি দিয়ে ব্যাংকে আসতে হয়
বীরেন্দ্র বলেন, শ্বাশুড়ির ছেলে নেই শুধু চার মেয়েশ্বাশুড়ি হলেও সে তো আমার মতনঅর্থনৈতিক সংকটে খেয়ে না খেয়ে সংসার চলে কর্তব্য বল্ইে কোন কষ্ট হয়নাআমার গর্ভধারিনী  মা নাইস্ত্রীর মাই তো এখন আপন মাতাই মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় নামায়রে মাথায় লইয়া হাঁটু সমান কাদা ভাইঙ্গা আইতে কোন কষ্ট ঠেহি না
আমড়াজুড়ী ইউনিয়নের রোঙাকাঠি গ্রামের ইউপি সদস্য রণজিত কুমার বলেন, বিধবা হেমাঙ্গীনির স্বামী ১৫ বছর আগে মারা গেলে সে ভিষণ অসহায় হয়ে পড়েনসংসারে কোন ছেলে না থাকায় তার ছোট মেয়ে মিনতি হালদারের বাড়িতে তার আশ্রয় মেলে তারও খুব অভাবের সংসারতবু মেয়ে ও মেয়ের জামাই অসহায় হেমাঙ্গীনিকে দেখাশোনা করে

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কাউখালীতে যৌন হয়রানির দায়ে বখাটের ৬ মাসের কারাদন্ড

কাউখালী প্রতিবেদক
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক কলেজ ছাত্রীকে (১৬) যৌন হয়রানির দায়ে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রাম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহ¯পতিবার বিকেলে দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃহাসান হাবিব এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত বখাটে উপজেলার গোসনতারা গ্রামের মৃত: নুরুল হক এর ছেলে মিরন মহাজন (৩৫) ।  জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বখাটে মিরন কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রী  (১৬) নজরুল কটেজ এর রাস্তার মোড়ে পথ রোধ করে অশালীন কথা বার্তাসহ যৌন হয়রানী করে। মেয়েটি তাৎক্ষনিভাবে থানা পুলিশকে মোবাইল করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবক মিরন মহাজনকে আটক করে ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এর আদালতে উপস্থিত করেন। ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবীব তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে অপরাধীকে যৌন হয়রানীর দায়ে ৬ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন

সোমবার, ১৭ মার্চ, ২০১৪


কাউখালীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


 কাউখালীতে শাওন দীপ মিত্র (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ

সোমবার সকালে ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়

নিহত দীপ স্বরূপকাঠি উপজেলার গাববাড়ি গ্রামের অমল চন্দ্র মিত্রের ছেলেসে কাউখালী মহাবিদ্যালয়ের এইচ এস সি পরীক্ষার্থী

থানা ও নিহত দীপের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দিনভর হলি উৎসবে কলেজ ছাত্র শাওন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়রাতে বাসায় ফিরে রাত ১১টা পর্যন্ত নিজ কক্ষে পড়াশুনা করে ঘুমিয়ে পড়েসোমবার সকাল ৬টার দিকে মা মনিকা রানী ছেলেকে ডাকা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে কক্ষের দরজা ভেঙে ফেলেঘরে ঢুকে ছেলেকে গলায় গামছা পেচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেনপুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, নিহত ওই কলেজ ছাত্রের মৃত্যুর কারণ এখনও উদঘাটন করা যায়নিএ বিষয়ে তদন্ত চলছেলাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেএ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে

তবে দীপ হৃদয়ঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

কাউখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে উওর বাজারে অগ্নিকান্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছেএতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেনমঙ্গলবার সকাল  ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউখালীর উত্তর বাজারে  সকালসন্ধ্যা হোটেল এন্ড কনফেকশনারী নামে একটি হোটেলের কেরোসিন তেলের চুলার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়মূহুর্তেও মধ্যেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়েখবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেততক্ষণে ওই হোটেল ও  লিটনের মুদি দোকান জাকির ষ্টোর, কেউন্দিয়া সু হাউস এন্ড গামের্ন্টসও একটি সুপারির আড়ৎসহ চারটি দোকান পুড়ে যায়
 


অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়এর মধ্যে সকাল সন্ধ্যা হোটেলের কর্মচারী নির্মল ও লিটু অগ্নিদগ্ধ অবস্থায়  কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেকাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির  জানান, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে



কাউখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর)। ১১ মার্চ ২০১৪
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে উওর বাজারে অগ্নিকান্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার সকাল  ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউখালীর উত্তর বাজারে  সকালসন্ধ্যা হোটেল এন্ড কনফেকশনারী নামে একটি হোটেলের কেরোসিন তেলের চুলার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেও মধ্যেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই হোটেল ও  লিটনের মুদি দোকান জাকির ষ্টোর, কেউন্দিয়া সু হাউস এন্ড গামের্ন্টসও একটি সুপারির আড়ৎসহ চারটি দোকান পুড়ে যায়।


অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়। এর মধ্যে সকাল সন্ধ্যা হোটেলের কর্মচারী নির্মল ও লিটু অগ্নিদগ্ধ অবস্থায়  কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির  জানান, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- See more at: http://www.barta24.com.bd/details.php?id=20213#sthash.pg7oEw4R.dpuf

শনিবার, ৮ মার্চ, ২০১৪

কাউখালী আন্তর্জাতিক নারী দিবস পালিত


 পিরোজপুরের কাউখালীতে ”রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর নারীর সমতা ও উন্নয়ন নিশ্চিত কর” এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলে  বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার আয়োজন করে।শনিবার সকালে  র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদেিণর পর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভানেত্রী জাহানুর বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।  বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নূসরাত জাহান, মহিলা পরিষদের সাধারন সম্পাদক সুনন্দা সমদ্দার, প্রমূখ।এ ছাড়া এ দিবস উপলক্ষে কাউখালীতে পৃথক পৃথক  মহিলাবিষয়ক অধিদফতর এবং বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মেলার আয়োজন করে।