শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন।

এর সঙ্গে সঙ্গে কাউখালীতেও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়।কাউখালী উপজেলা পরিষদ ভবনের সামনে ক্ষনগণনার জন্য ঘড়ি স্থাপন করা হয়েছে।
এর আগে দুপুর থেকে ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপিত মঞ্চে আসতে থাকেন। একপর্যায়ে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়। ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত পুরো অনুষ্ঠান উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা,ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) রফিকুল হক,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ,বি,এম শাহজাহান,সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন,সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু,কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,সমাজসেবক আব্দুল লতিফ খসরুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
পরে সন্ধ্যায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খেলাঘর আসরের শিল্পীরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন