বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

মা ইলিশ ধরায় কাউখালীতে ২ জেলেকে কারাদন্ড

কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ২ জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১১টায় রঘুনাথপরের কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩হাজার মিটার কারেন্ট জাল ও একটি  নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে সুবিদপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ফয়সাল এবং একই গ্রামের মাহাবুবুব সরদারের ছেলে কাওসার সরদার(২২)মঙ্গলবার  রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রফিকুল হক তাদের কারাদ- দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো.শাহাদাত ইসলাম ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল  ।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  পেঁয়াজের দাম বৃদ্ধিতে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ এবং দক্ষিন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর এস.এস. কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টসকে ৮ হাজার টাকা, মাধবের ঘোল মুড়ির দোকানকে দেড় হাজার টাকা এবং সোহাগ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

মা ইলিশ ধরায় কাউখালীতে ৩ জেলেকে কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা ও নৌ-পুলিশের যৌথ অভিযানে শনিবার সুবিদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  সাত কেজি ইলিশ ও  নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মো. শাহজালাল (৩১), মেহেদী (২২), আল-আমিন (১৯)।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক তাদের কারাদণ্ড দেন।

কাউখালীতে ফায়ারম্যান নোমান কারাগারে

পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী অফিসের কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন (২৭)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোমান ঝালকাঠী সদর উপজেলার কৃতিপাশা ইউনিয়নের গবিন্দ ধবল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী মহিলা কলেজ রোড থেকে কাউখালী থানার পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ ফায়ারম্যান মো. নোমান হোসেনকে আটক করে। পরদিন শুক্রবার মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের ফায়ারম্যান নোমানের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা কলেজের সামনে মোটর সাইকেল গতিরোধ করে তাকে তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।